Viral News: প্রতিবেশীর কমোডের ফ্লাশের আওয়াজে ঘুমোতে পারতেন না, দম্পতি ক্ষতিপূরণ পেলেন ৮ লক্ষ টাকা !

Last Updated:

Couple who coudn't sleep due to neighbour's flush: পাশের ফ্ল্যাট বা বাড়ির বাসিন্দারা কোনও সমস্যা করলে যে কী কঠিন অবস্থা হয়, এই ঘটনা তারই উদাহরণ ৷ ঝামেলা গড়ালো একেবারে আদালত পর্যন্ত ৷

Representational Image
Representational Image
রোম: খুব যত্ন করে ফ্ল্যাট সাজিয়েও কোনও লাভ হল না ৷ কারণ অবশ্যই প্রতিবেশী ৷ পাশের ফ্ল্যাট বা বাড়ির বাসিন্দারা কোনও সমস্যা করলে যে কী কঠিন অবস্থা হয়, এই ঘটনা তারই উদাহরণ ৷ ঝামেলা গড়ালো একেবারে আদালত পর্যন্ত (Viral News) ৷
চার ভাই মিলে দারুণ একটা ফ্ল্যাট বানিয়েছিলেন ৷ সাজিয়েওছিলেন খুব সুন্দর ৷ কিন্তু গলদ থেকে গেল বাথরুমেই ৷ প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা একেবারে আদালত পর্যন্ত গড়ালো ৷ যে দম্পতি পাশে থাকতেন, তাঁদের অভিযোগ ছিল, রাত্রিবেলায় যে ভাবে কমোডের ফ্লাশের সাংঘাতিক আওয়াজ হত, তা শুনে ঘুমোনোর কোনও সুযোগই নেই  (Couple who coudn't sleep due to neighbour's flush)৷
advertisement
advertisement
প্রতিদিন এই একই সমস্যায় ভুগতেন তাঁরা ৷ পাশের ফ্ল্যাটের কমোডের ফ্লাশের এরকম সাংঘাতিক আওয়াজ যে দু’চোখ এক করা সম্ভব ছিল না ৷ প্রতি দিন রাতে এমনটা ঘটায় শেষমেষ আদালতের দ্বারস্থ হন ওই দম্পতি ৷ এই ফ্লাশের আওয়াজে তাঁদের ঘুমের সমস্যা হচ্ছে, এর জন্য ক্ষতিপূরণের দাবি করেন ওই দম্পতি ৷
advertisement
পরে ওই ফ্ল্যাটে গিয়েও দেখা যায়, দম্পতির অভিযোগই ঠিক। আদালতে মামলা হেরেই যান ওই চার ভাই ৷ আদালত দম্পতির পক্ষেই রায় দেয় ৷ ২০০৩ সালে ফ্ল্যাটটি কেনার পর দীর্ঘ ১৯ বছর ধরে এই সমস্যা নিয়ে চলতে হয়েছে দম্পতিকে ৷ শেষপর্যন্ত আদালতে জিতলেন তাঁরাই ৷ ক্ষতিপূরণ হিসেবে পেলেন ভারতীয় টাকার অঙ্কে প্রায় ৮ লক্ষ টাকা ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: প্রতিবেশীর কমোডের ফ্লাশের আওয়াজে ঘুমোতে পারতেন না, দম্পতি ক্ষতিপূরণ পেলেন ৮ লক্ষ টাকা !
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement