Viral News: প্রতিবেশীর কমোডের ফ্লাশের আওয়াজে ঘুমোতে পারতেন না, দম্পতি ক্ষতিপূরণ পেলেন ৮ লক্ষ টাকা !

Last Updated:

Couple who coudn't sleep due to neighbour's flush: পাশের ফ্ল্যাট বা বাড়ির বাসিন্দারা কোনও সমস্যা করলে যে কী কঠিন অবস্থা হয়, এই ঘটনা তারই উদাহরণ ৷ ঝামেলা গড়ালো একেবারে আদালত পর্যন্ত ৷

Representational Image
Representational Image
রোম: খুব যত্ন করে ফ্ল্যাট সাজিয়েও কোনও লাভ হল না ৷ কারণ অবশ্যই প্রতিবেশী ৷ পাশের ফ্ল্যাট বা বাড়ির বাসিন্দারা কোনও সমস্যা করলে যে কী কঠিন অবস্থা হয়, এই ঘটনা তারই উদাহরণ ৷ ঝামেলা গড়ালো একেবারে আদালত পর্যন্ত (Viral News) ৷
চার ভাই মিলে দারুণ একটা ফ্ল্যাট বানিয়েছিলেন ৷ সাজিয়েওছিলেন খুব সুন্দর ৷ কিন্তু গলদ থেকে গেল বাথরুমেই ৷ প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা একেবারে আদালত পর্যন্ত গড়ালো ৷ যে দম্পতি পাশে থাকতেন, তাঁদের অভিযোগ ছিল, রাত্রিবেলায় যে ভাবে কমোডের ফ্লাশের সাংঘাতিক আওয়াজ হত, তা শুনে ঘুমোনোর কোনও সুযোগই নেই  (Couple who coudn't sleep due to neighbour's flush)৷
advertisement
advertisement
প্রতিদিন এই একই সমস্যায় ভুগতেন তাঁরা ৷ পাশের ফ্ল্যাটের কমোডের ফ্লাশের এরকম সাংঘাতিক আওয়াজ যে দু’চোখ এক করা সম্ভব ছিল না ৷ প্রতি দিন রাতে এমনটা ঘটায় শেষমেষ আদালতের দ্বারস্থ হন ওই দম্পতি ৷ এই ফ্লাশের আওয়াজে তাঁদের ঘুমের সমস্যা হচ্ছে, এর জন্য ক্ষতিপূরণের দাবি করেন ওই দম্পতি ৷
advertisement
পরে ওই ফ্ল্যাটে গিয়েও দেখা যায়, দম্পতির অভিযোগই ঠিক। আদালতে মামলা হেরেই যান ওই চার ভাই ৷ আদালত দম্পতির পক্ষেই রায় দেয় ৷ ২০০৩ সালে ফ্ল্যাটটি কেনার পর দীর্ঘ ১৯ বছর ধরে এই সমস্যা নিয়ে চলতে হয়েছে দম্পতিকে ৷ শেষপর্যন্ত আদালতে জিতলেন তাঁরাই ৷ ক্ষতিপূরণ হিসেবে পেলেন ভারতীয় টাকার অঙ্কে প্রায় ৮ লক্ষ টাকা ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: প্রতিবেশীর কমোডের ফ্লাশের আওয়াজে ঘুমোতে পারতেন না, দম্পতি ক্ষতিপূরণ পেলেন ৮ লক্ষ টাকা !
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement