Virat Kohli 100 Test: শততম টেস্টেই কী বহু প্রতীক্ষিত শতরান আসবে বিরাট কোহলির ? চলছে জল্পনা

Last Updated:

Virat Kohli willing to get his test century after long time against Sri Lanka in Mohali. মোহালিতে নেট প্রাক্টিসে কঠিন পরিশ্রম করছেন বিরাট কোহলি

মোহালিতে নেট প্রাক্টিসে কঠিন পরিশ্রম করছেন বিরাট কোহলি
মোহালিতে নেট প্রাক্টিসে কঠিন পরিশ্রম করছেন বিরাট কোহলি
#মোহালি: অনেকে বলছেন রাজনীতি। অনেকে বলছেন নোংরামি। কেউ আবার মনে করেন বোর্ডের সঙ্গে সংঘাতে যাওয়ার ফল। তবে বিরাট কোহলি তাঁর শততম টেস্টে গ্যালারিতে দর্শক থাকবেন, কি থাকবেন না, তা নিয়ে চিন্তিত নন। চূড়ান্ত পেশাদার মহাতারকা মরিয়া শততম টেস্টের প্লাটফর্মে বহু প্রতীক্ষিত টেস্টে শতরান করার জন্য। শততম টেস্টের জন্য অনুশীলন শুরু করে দিলেন বিরাট কোহলি। রবিবার মোহালির আই.এস. বিন্দ্রা স্টেডিয়ামে টেস্ট দলের কয়েকজন সতীর্থের সঙ্গে ফিজিক্যাল ট্রেনিং ও হাল্কা ব্যাটিং প্র্যাকটিস করেন তিনি।
সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ মার্চ শুরু টেস্ট সিরিজ। আর প্রথম টেস্টই বিরাটের কাছে হতে চলেছে স্মরণীয়। ভিকে’র কেরিয়ারের শততম টেস্টে অবশ্য দর্শক থাকবে না গ্যালারিতে। কোভিডের কারণে ফাঁকা গ্যালারিতে প্রথম টেস্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে খেলেননি বিরাট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ খেলেই নিয়েছিলেন বিশ্রাম। সেই থেকে মোট চারটি ম্যাচ জাতীয় দলের বাইরে তিনি।
advertisement
advertisement
ফলে তরতাজা হয়েই মাইলস্টোন ম্যাচে নামবেন কোহলি। মরিয়া থাকবেন বড় রান পেতে। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ শতরান এসেছিল ২০১৯ সালের নভেম্বরে। কেরিয়ারে কখনও এত লম্বা সময় সেঞ্চুরিহীন থাকেননি তিনি। শততম ম্যাচে তাই বিরাটের ব্যাটে তিন অঙ্কের রান দেখার আশায় ভক্তরা। বিরাট কোহলি ছাড়াও ঋষভ পন্থ, রবি অশ্বিন, উমেশ যাদব, হনুমা বিহারী, কে এস ভরতরা পৌঁছে গিয়েছেন মোহালিতে।
advertisement
আজ অর্থাৎ সোমবার পৌঁছে যাবেন রোহিত শর্মা সহ বাকিরা। অনেকেই মন্তব্য করেছিলেন অধিনায়কত্ব চলে যাওয়ার পর বিরাট কোহলি ব্যাট হাতে নিজের সেরাটা দেবেন কিনা? রোহিত শর্মা স্বয়ং জানিয়েছেন ভারতের তিনটি ফরম্যাটেই বিরাট কোহলির গুরুত্ব যেমন ছিল, তেমনই থাকবে। দলের অবিচ্ছেদ্য অঙ্গ তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli 100 Test: শততম টেস্টেই কী বহু প্রতীক্ষিত শতরান আসবে বিরাট কোহলির ? চলছে জল্পনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement