হোম /খবর /খেলা /
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটে সেঞ্চুরি করবে কোহলি! সিরিজ শুরুর আগেই বললেন ভাজ্জি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট তিনটে সেঞ্চুরি করবে বিরাট কোহলি! সিরিজ শুরুর আগেই বলে দিলেন হরভজন

বিরাট ব্যাটে ক্যাঙ্গারুদের ঘায়েল করবে কোহলি, বলছেন ভাজ্জি

বিরাট ব্যাটে ক্যাঙ্গারুদের ঘায়েল করবে কোহলি, বলছেন ভাজ্জি

Virat Kohli will play a huge role for India against Australia says Harbhajan. বিরাট ব্যাটে ক্যাঙ্গারুদের ঘায়েল করবে কোহলি, বলছেন ভাজ্জি

  • Share this:

#নয়াদিল্লি: বিরাট কোহলি সাদা বলের ক্রিকেটে নিজের চেনা ছন্দ ফিরে পেয়েছেন। শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেকে প্রমাণ করেছেন পরপর রান করে। সেঞ্চুরিও পেয়েছেন কয়েকটি। কিন্তু টেস্ট ক্রিকেটে সেই ২০১৯ সালে শেষবার সেঞ্চুরি করেছিলেন কিং কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে কলকাতার ইডেনে। সেটাই শেষ। তারপর আর টেস্টে সেঞ্চুরি করতে পারেননি তারকা ব্যাটসম্যান।

হরভজন সিং মনে করেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবার টেস্ট সিরিজে এবার তিনটি সেঞ্চুরি করবেন বিরাট কোহলি। ভাজ্জি জানিয়ে দিয়েছেন কোহলি একবার যখন সাদা বলের ক্রিকেটে ছন্দে ফিরেছেন, তখন টেস্ট ক্রিকেটেও তিনি রান করবেন। এই অস্ট্রেলিয়া সিরিজে তাকে কেউ আটকাতে পারবে না। সম্পূর্ণ অন্য মোটিভেশন নিয়ে মাঠে নামবেন কিং কোহলি।

আরও পড়ুন - কোচ রাহুল দ্রাবিড়ের কড়া নির্দেশ, নাগপুরে প্রথম থেকেই ঘূর্ণিঝড়ের সামনে পড়বে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বরাবর বিদেশের মাঠে বেশি সফল কোহলি। তবে দেশের মাটিতে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বিরাটের ব্যাটে প্রচুর রান দেখতে পাচ্ছেন হরভজন। প্রাক্তন স্পিনার জানিয়েছেন এই মুহূর্তে আত্মবিশ্বাসের দিক থেকে ভারতীয় দলের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভাল জায়গায় আছেন বিরাট।

শারীরিকভাবেও তিনি ফিট আছেন পাঁচ দিন খেলার জন্য। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে ভাল কিছু করতে হলে ইনিংস তৈরির দায়িত্ব নিতে হবে কোহলিকে। তার রান পাওয়া এবং না পাওয়ার ওপর অনেক কিছু নির্ভর করছে সিরিজে। তাছাড়া হরভজন জানেন বিরাট কোহলি একবার রান পেলে তখন আর থামেন না। তাই এবার অস্ট্রেলিয়ান বোলারদের ভারতের মাটিতে তিনি কড়া পরীক্ষা নেবেন। পাশাপাশি চেতেশ্বর পূজারার কাছেও এটা নিজেকে প্রমাণ করার সিরিজ বলে মনে করছেন ভাজ্জি।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: Harbhajan Singh, Virat Kohli