হোম /খবর /খেলা /
দ্রাবিড়ের নির্দেশ, নাগপুরে প্রথম থেকেই ঘূর্ণিঝড়ের সামনে পড়বে অস্ট্রেলিয়া

কোচ রাহুল দ্রাবিড়ের কড়া নির্দেশ, নাগপুরে প্রথম থেকেই ঘূর্ণিঝড়ের সামনে পড়বে অস্ট্রেলিয়া

নাগপুরে রাহুল দ্রাবিড়ের নির্দেশে বদলে গেল পিচ

নাগপুরে রাহুল দ্রাবিড়ের নির্দেশে বদলে গেল পিচ

Rahul Dravid instructs Nagpur pitch curator to make rank turner for first test against Australia. কোচ রাহুল দ্রাবিড়ের কড়া নির্দেশ, নাগপুরে প্রথম থেকেই ঘূর্ণিঝড়ের সামনে পড়বে অস্ট্রেলিয়া

  • Share this:

#নাগপুর: কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে হঠাৎ দেখা গেল নাগপুরের জামথা স্টেডিয়ামের পিচ কিউরেটর কথা বলছেন মাঠের মাঝখানে দাঁড়িয়ে। রাহুল তাকে হাত পা নেড়ে উত্তেজিত ভঙ্গিতে কিছু একটা নির্দেশ দিচ্ছেন। দূর থেকে বোঝা যায়নি কি চাইছেন ভারতীয় কোচ। পরে অবশ্যই জানা গিয়েছে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা টেস্টে প্রথম থেকেই যাতে ঘূর্ণি উইকেটের সামনে ফেলা যায় অস্ট্রেলিয়াকে সেই নির্দেশ দিয়েছেন দ্রাবিড়।

প্রথমে মনে করা হয়েছিল এমন উইকেট তৈরি হবে যা দুদিন পর থেকে ঘোরা শুরু করবে। কিন্তু এবার তিনজন স্পিনার (অশ্বিন, কুলদীপ, অক্ষর/ রবীন্দ্র জাদেজা) প্রথম থেকেই আক্রমণ করবেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জায়গা নিশ্চিত করবে ভারত।

আরও পড়ুন - মালিকের মাথা ছিঁড়ে দিল উট, গ্রামবাসীরা পিটিয়ে খুন করল প্রতিশোধ নিতে, ভাইরাল ভিডিও

ফলে নিজেদের হোম অ্যাডভান্টেজ তারা হাতছাড়া করতে রাজি নয়। এতে ভুল কিছু নেই। অস্ট্রেলিয়ায় কোনও দল খেলতে গেলে সেই দলকেও জোরদার ফাস্ট বোলিং সামলাতে হয়। কারন সেটাই অস্ট্রেলিয়ার শক্তি। এবার সেই চেনা ফর্মুলায় যেতে চাইছে ভারত। তবে ভুলে গেলে চলবে না অস্ট্রেলিয়ার হাতেও নাথান লিওন, মিচেল সোয়াপসন, আগারদের মত স্পিনার আছে।

তারাও ঘূর্ণি উইকেটে ভারতীয় ব্যাটসম্যানদের বিপদে ফেলার ক্ষমতা রাখেন। তাই অতিরিক্ত ঘূর্ণি উইকেট করতে গিয়ে সেটা ভারতের পক্ষে বুমেরাং হয়ে যায় কিনা সেই ভয় আছে। অতীতে মুম্বইতে ভারতের বিরুদ্ধে এমনটা করে দেখিয়েছিলেন নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল। শেষ মুহূর্তে পিচ বদল করা মানে সাইট স্ক্রিনও হালকা বদল আনতে হবে। সব মিলিয়ে সেই পুরনো চেনা জানা স্পিন ফর্মুলাতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাজিমাতের লক্ষ্যে টিম ইন্ডিয়া।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: IND vs AUS, Rahul Dravid