ট্রেনের 2AC কোচে উঠলেন তরুণী...! স্টেশন ছাড়তে না ছাড়তেই এসি কামরায় যা ঘটল, Video অন করলেন মেয়েটি, পরক্ষণেই ছুটল ঘাম!

Last Updated:
Indian Railways: দাদু-দিদার বাড়িতে যাওয়ার জন্য ট্রেনে চড়েছিলেন তরুণী। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই এমন ঘটনা ঘটে যে বাধ্য হয়ে ক্যামেরার ভিডিও অন করেন ওই তরুণী। তাতে যা দেখা গেল তা নিঃসন্দেহে আঁতকে ওঠার মতোই।
1/14
ভারতীয় রেলে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। কলকাতা, মুম্বই, দিল্লি থেকে দেরাদুন, পাহাড় থেকে সমুদ্রনগরী দেশের সর্বত্রই শিরা ধমনীর মতো ছড়িয়ে রয়েছে ভারতীয় রেল। আর সেই রেলপথেই নিজ নিজ ডেস্টিনেশনে পৌঁছে যান যাত্রীরা।
ভারতীয় রেলে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। কলকাতা, মুম্বই, দিল্লি থেকে দেরাদুন, পাহাড় থেকে সমুদ্রনগরী দেশের সর্বত্রই শিরা ধমনীর মতো ছড়িয়ে রয়েছে ভারতীয় রেল। আর সেই রেলপথেই নিজ নিজ ডেস্টিনেশনে পৌঁছে যান যাত্রীরা।
advertisement
2/14
কেউ কেউ যেমন দূরপাল্লার ভ্রমণের জন্য রেলপথকেই সবচেয়ে আকর্ষণীয় ও সহজ পথ মনে করেন ঠিক তেমনই আবার কেউ কেউ রোজনামচায় ঢুকিয়ে নেন ট্রেনকে। ডেইলি সঠিক সময়ে ও কম খরচে কর্মক্ষেত্র থেকে স্কুল কলেজ পৌঁছে দিতে ট্রেনের জুড়ি মেলা ভার।
কেউ কেউ যেমন দূরপাল্লার ভ্রমণের জন্য রেলপথকেই সবচেয়ে আকর্ষণীয় ও সহজ পথ মনে করেন ঠিক তেমনই আবার কেউ কেউ রোজনামচায় ঢুকিয়ে নেন ট্রেনকে। ডেইলি সঠিক সময়ে ও কম খরচে কর্মক্ষেত্র থেকে স্কুল কলেজ পৌঁছে দিতে ট্রেনের জুড়ি মেলা ভার।
advertisement
3/14
কিন্তু ট্রেনে ভ্রমণ করতে আপনার কাছে ট্রেনের বৈধ টিকিট থাকা খুবই জরুরি। ট্রেনে ভ্রমণরত যাত্রীরা উপযুক্ত টিকিটে যাত্রা করছেন কিনা তা নিশ্চিত করতেই ট্রেনের কামরা ও রেল স্টেশনে হাজির থাকেন টিটি ও টিটিই।
কিন্তু ট্রেনে ভ্রমণ করতে আপনার কাছে ট্রেনের বৈধ টিকিট থাকা খুবই জরুরি। ট্রেনে ভ্রমণরত যাত্রীরা উপযুক্ত টিকিটে যাত্রা করছেন কিনা তা নিশ্চিত করতেই ট্রেনের কামরা ও রেল স্টেশনে হাজির থাকেন টিটি ও টিটিই।
advertisement
4/14
কিন্তু সম্প্রতি পটনাগামী একটি ট্রেনে এক তরুণীর সঙ্গে যা ঘটল তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। বিভীষিকাময় সেই অভিজ্ঞতার কথা নিজেই তাঁর ইনস্টাগ্রাম পোস্টে শেয়ার করেছেন তরুণী। কী এমন ঘটেছিল সেদিন এসি ট্রেনের কামরায়? শুনলে আপনারও অবিশ্বাস্য লাগবে!
কিন্তু সম্প্রতি পটনাগামী একটি ট্রেনে এক তরুণীর সঙ্গে যা ঘটল তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। বিভীষিকাময় সেই অভিজ্ঞতার কথা নিজেই তাঁর ইনস্টাগ্রাম পোস্টে শেয়ার করেছেন তরুণী। কী এমন ঘটেছিল সেদিন এসি ট্রেনের কামরায়? শুনলে আপনারও অবিশ্বাস্য লাগবে!
advertisement
5/14
পটনা থেকে দাদু-দিদার বাড়িতে যাওয়ার জন্য ট্রেনে চড়েছিলেন তরুণী। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই এমন ঘটনা ঘটে যে বাধ্য হয়ে ক্যামেরার ভিডিও অন করেন ওই তরুণী। তাতে যা দেখা গেল তা নিঃসন্দেহে আঁতকে ওঠার মতোই।
পটনা থেকে দাদু-দিদার বাড়িতে যাওয়ার জন্য ট্রেনে চড়েছিলেন তরুণী। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই এমন ঘটনা ঘটে যে বাধ্য হয়ে ক্যামেরার ভিডিও অন করেন ওই তরুণী। তাতে যা দেখা গেল তা নিঃসন্দেহে আঁতকে ওঠার মতোই।
advertisement
6/14
ভাইরাল এই ভিডিওতে দেখা যায় ট্রেনটি পটনা স্টেশন থেকে ছাড়ার সঙ্গে সঙ্গেই এসি-2 এবং এসি-3 কোচগুলিতে ভিড় হতে শুরু করে। পরিস্থিতি দেখে বোঝাই যায় যাঁদের কাছে বৈধ টিকিট নেই তাঁরাও ভিড় করেছেন এই এসি কামড়াগুলিতে।
ভাইরাল এই ভিডিওতে দেখা যায় ট্রেনটি পটনা স্টেশন থেকে ছাড়ার সঙ্গে সঙ্গেই এসি-2 এবং এসি-3 কোচগুলিতে ভিড় হতে শুরু করে। পরিস্থিতি দেখে বোঝাই যায় যাঁদের কাছে বৈধ টিকিট নেই তাঁরাও ভিড় করেছেন এই এসি কামড়াগুলিতে।
advertisement
7/14
সেখানেই শেষ নয়। পাশে এসে বসে পড়েন এক আন্টি জি যাঁর গা থেকে আসছিল ভয়ঙ্কর দুর্গন্ধ। কিন্তু সেসব সহ্য করেও কার্যত নাকে রুমাল বেঁধে বসে থাকতে হয় তরুণীকে। যার ফলে তিনি যথেষ্ট অস্বস্তি বোধ করতে থাকেন।
সেখানেই শেষ নয়। পাশে এসে বসে পড়েন এক আন্টি জি যাঁর গা থেকে আসছিল ভয়ঙ্কর দুর্গন্ধ। কিন্তু সেসব সহ্য করেও কার্যত নাকে রুমাল বেঁধে বসে থাকতে হয় তরুণীকে। যার ফলে তিনি যথেষ্ট অস্বস্তি বোধ করতে থাকেন।
advertisement
8/14
এই প্রসঙ্গে তরুণী তাঁর ভিডিওতে বলেন, দেশের অন্যান্য শহরের মানুষের বিহার সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে। বিহার নামটি শোনা মাত্রই তারা ধরে নেন যে এখানকার মানুষ অশিক্ষিত, অত্যন্ত দরিদ্র এবং নাগরিক জ্ঞানের অভাব রয়েছে। কিন্তু তা সবসময় সত্যি নয়।
এই প্রসঙ্গে তরুণী তাঁর ভিডিওতে বলেন, দেশের অন্যান্য শহরের মানুষের বিহার সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে। বিহার নামটি শোনা মাত্রই তারা ধরে নেন যে এখানকার মানুষ অশিক্ষিত, অত্যন্ত দরিদ্র এবং নাগরিক জ্ঞানের অভাব রয়েছে। কিন্তু তা সবসময় সত্যি নয়।
advertisement
9/14
তাঁর কথায়, শুধুমাত্র কয়েকজন ব্যক্তির খারাপ আচরণ দিয়ে একটি রাজ্যের ভাবমূর্তি বিচার করা ভুল। কিন্তু কেন এই ধারণাগুলি তৈরি হচ্ছে তাও ভেবে দেখা উচিত। তরুণী তাঁর জঘন্য অভিজ্ঞতার কথা শেয়ার করে তিতিবিরক্ত হয়ে প্রশ্ন তোলেন,
তাঁর কথায়, শুধুমাত্র কয়েকজন ব্যক্তির খারাপ আচরণ দিয়ে একটি রাজ্যের ভাবমূর্তি বিচার করা ভুল। কিন্তু কেন এই ধারণাগুলি তৈরি হচ্ছে তাও ভেবে দেখা উচিত। তরুণী তাঁর জঘন্য অভিজ্ঞতার কথা শেয়ার করে তিতিবিরক্ত হয়ে প্রশ্ন তোলেন, "কেন কিছু মানুষ বিহারকে হাসির পাত্র করে নিজেদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন সে বিষয়েও কি একবার ভাবা উচিত নয়?"
advertisement
10/14
কন্টেন্ট নির্মাতা আয়ুষী রঞ্জন (@thebeautblogger) এর পোস্ট করা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। ভিডিওতে তরুণী ব্যাখ্যা করেন যে ট্রেনটি পটনা স্টেশন ছেড়ে যাওয়ার পর পরই এসি-2 এবং এসি-3 কোচগুলিতে দেখতে দেখতে প্রচণ্ড ভিড় হয়ে যায়।
কন্টেন্ট নির্মাতা আয়ুষী রঞ্জন (@thebeautblogger) এর পোস্ট করা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। ভিডিওতে তরুণী ব্যাখ্যা করেন যে ট্রেনটি পটনা স্টেশন ছেড়ে যাওয়ার পর পরই এসি-2 এবং এসি-3 কোচগুলিতে দেখতে দেখতে প্রচণ্ড ভিড় হয়ে যায়।
advertisement
11/14
তিনি বলেন, অনেক লোক টিকিট ছাড়াই এই প্রিমিয়াম কোচগুলিতে বেমালুম উঠে পড়েন। যার ফলে কার্যত নাভিশ্বাস হাল হয় তাঁর। তাঁর কথায়,
তিনি বলেন, অনেক লোক টিকিট ছাড়াই এই প্রিমিয়াম কোচগুলিতে বেমালুম উঠে পড়েন। যার ফলে কার্যত নাভিশ্বাস হাল হয় তাঁর। তাঁর কথায়, "ট্রেনটি পটনা পৌঁছনোর সঙ্গে সঙ্গে যে ভাবে টিকিটবিহীন যাত্রীরা এসি-২ এবং এসি-৩ কোচে উঠে আসেন যে মনে হয় যে কোনও মুহূর্তে পদস্পৃষ্ট হওয়ার অবস্থা হয়।"
advertisement
12/14
তরুণী তাঁর ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করে বলেন একজন মহিলা যাত্রী হিসেবে ট্রেনের ভেতরে থাকা এবং নিজের আসন নিশ্চিত করা তাঁর পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। এতটাই সঙ্গিন হয়ে পরে যে জোরে চিৎকার করতেও বাধ্য হতে হয় তাঁকে।
তরুণী তাঁর ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করে বলেন একজন মহিলা যাত্রী হিসেবে ট্রেনের ভেতরে থাকা এবং নিজের আসন নিশ্চিত করা তাঁর পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। এতটাই সঙ্গিন হয়ে পরে যে জোরে চিৎকার করতেও বাধ্য হতে হয় তাঁকে।
advertisement
13/14
একইসঙ্গে আয়ুষী ট্রেনের কোচের অবস্থা নিয়েও অসন্তোষ প্রকাশ করে বলেন যে এসি-2 টিয়ারের অভিজ্ঞতাও তাঁর মোটেও প্রিমিয়াম ছিল না। তাঁর এই পোস্টে অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভিডিওটির মন্তব্য বিভাগে একই রকম অভিজ্ঞতা শেয়ার করেন।
একইসঙ্গে আয়ুষী ট্রেনের কোচের অবস্থা নিয়েও অসন্তোষ প্রকাশ করে বলেন যে এসি-2 টিয়ারের অভিজ্ঞতাও তাঁর মোটেও প্রিমিয়াম ছিল না। তাঁর এই পোস্টে অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভিডিওটির মন্তব্য বিভাগে একই রকম অভিজ্ঞতা শেয়ার করেন।
advertisement
14/14
একজন ব্যবহারকারী লিখেছেন,
একজন ব্যবহারকারী লিখেছেন, "আমি একবার দ্বিতীয় এসিতে পটনা ভ্রমণ করেছিলাম এবং এটি ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা।" অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, "মানুষ সবকিছু বিনামূল্যে চায়, তা সে আপনার টিকিটের আসন হোক বা আপনার টাকা।"
advertisement
advertisement
advertisement