Virat Kohli: সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপ, তার আগে নিজেকে বদলে ফেললেন বিরাট কোহলি

Last Updated:

Virat Kohli: নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়ে কতটা নিখুঁত বিরাট কোহলি তা আমাদের সকলেরই জানা। এশিয়া কাপ ২০২৩ ও ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর আগে নয়া অবতারে ধরা দিলেন বিরাট কোহলি।

দ্বিতীয় ম্যাচে আরও একবার বিরাট কোহলির কাছে বড় মাইলস্টোন স্পর্শ করার হাতছানি রয়েছে।
দ্বিতীয় ম্যাচে আরও একবার বিরাট কোহলির কাছে বড় মাইলস্টোন স্পর্শ করার হাতছানি রয়েছে।
কলকাতা: সামনেই ক্রিকেটের একের পর এক মেগা ইভেন্ট। রয়েছে এশিয়া কাপ ও একদিনের বিশ্বকাপ। আগামি ২ মাস খুব গুরুত্বপূর্ণ। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন ভারতীয় দলের একাধিক সিনিয়র ক্রিকেটার। সেই তালিকাতে রয়েছে বিরাট কোহলির নামও। ওয়েস্ট ইন্ডিজ থেকে চাটার্ড বিমানে দেশে ফিরেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। এর বিশ্রামের মাঝেই নিজেকে আরও একবার বদলে ফেললেন বিরাট কোহলি।
নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়ে কতটা নিখুঁত বিরাট কোহলি তা আমাদের সকলেরই জানা। প্রায়শই নতুন নতুন হেয়ার কাট করে থাকেন বিরাট কোহলি। ঘনঘন নিজের লুকসও বদলান। এবার এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে আরও একবার নয়া অবতারে ধরা দিলেন বিরাট কোহলি। ফের নিজের নতুন হেয়ার কাটিং করালেন ভিকে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে পার্লারে চুল কাটছেন কোহলি। নেই ঝুলপি, কানের উপর দিয়ে চুলের রেখা। নয়া লুকে ‘মাচো’ বিরাট।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, ৩০ অগাস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। শ্রীলঙ্কা ও পাকিস্তানে হবে এবারের প্রতিযোগিতা। ওডিআই বিশ্বকাপ থাকার কারণে এবারের এশিয়া কাপ হবে ৫০ ওভারের ফর্ম্যাটে। গতবার টি-২০ বিশ্বকাপ থাকায় এশিয়া কাপ হয়েছিল টি-২০ ফর্ম্যাটে। এশিয়া কাপকেই বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে দেখছে উপমহাদেশের দেশগুলি। এশিয়া কাপ ও বিশ্বকাপকে পাখির চোখ করে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন বিরাট কোহলি। দুরন্ত লুকের পাশাপাশি কোহলির কাছে অনবদ্য ব্যাটিং দেখার অপেক্ষায় ফ্যানেরা।
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপ, তার আগে নিজেকে বদলে ফেললেন বিরাট কোহলি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement