Virat Kohli: এবার কি পুরোপুরি অবসরে কোহলি? অস্ট্রেলিয়া পৌছেই বিরাটের 'রহস্যময়' পোস্ট! তুঙ্গে জল্পনা!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: প্রায় আট মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়া সফরে কোহলির দিকে নজর সকলের। তবে অজিভূমে পা রেখেই বিরাট কোহলির পোস্ট ঘিরে জোর জল্পনা।
প্রায় আট মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়া সফরে কোহলির দিকে নজর সকলের। তবে অজিভূমে পা রেখেই বিরাট কোহলির পোস্ট ঘিরে জোর জল্পনা। অস্ট্রেলিয়া সফরের পরই কি ক্রিকেটকে চিরতরে বিদায় জানাতে চলেছেন বিরাট কোহলি? তা নিয়ে শুরু হয়ে গিয়েছে গুঞ্জন।
বিরাট কোহলি বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। বুধবার রাতে ভারতীয় দল পার্থে পৌঁছায় এবং বৃহস্পতিবার সকালে (১৬ অক্টোবর) কোহলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট করেন। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। তিনি লেখেন, “The only time you truly fail, is when you decide to give up” — অর্থাৎ, “তুমি তখনই সত্যিই ব্যর্থ হও, যখন হাল ছেড়ে দাও।”
advertisement
এই টুইটের পর থেকেই ভক্ত ও ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা শুরু হয় যে, কোহলি কি ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নিতে চলেছেন? তিনি শেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ৯ মার্চ ২০২৫ সালে, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে তিনি মাত্র ১ রান করেছিলেন। বর্তমানে তিনি ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হতে মাত্র ৫৪ রান দূরে রয়েছেন, ফলে এই সিরিজে তিনি একাধিক রেকর্ড গড়তে পারেন।
advertisement
advertisement
The only time you truly fail, is when you decide to give up.
— Virat Kohli (@imVkohli) October 16, 2025
তবে কোহলির এই পোস্ট অনেকেই ভিন্নভাবে নিচ্ছেন। কেউ বলছেন, এটি হয়তো তার সমালোচকদের উদ্দেশে, যারা তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলছেন। আবার কেউ মনে করছেন, এটা ভবিষ্যতের অবসরের ইঙ্গিত। এমনকি কেউ কেউ মনে করছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজই হতে পারে তার শেষ ওয়ানডে সিরিজ।
advertisement
আরও পড়ুনঃ IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে ভারতের চিন্তা বাড়াচ্ছে একটি বিষয়! জেনে নিন বিস্তারিত
উল্লেখ্য, কোহলি এর আগেই দুটি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তিনি ২৯ জুন ২০২৪ তারিখে ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন। সেই ম্যাচে তিনি ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচসেরা ইনিংস খেলেন। এরপর ১২ মে ২০২৫ তারিখে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2025 1:00 PM IST