Virat Kohli At Mumbai Airport: 'প্লিজ ভামিকার ছবি তুলবেন না', বিমানবন্দরে কোহলির কাতর আবেদন, রইল ভিডিও
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli At Mumbai Airport: সবার আগে বাস থেকে লাফিয়ে নামলেন বিরাট কোহলি। তার পর হনহন করে এগিয়ে গেলেন ফটোগ্রাফারের দিকে।
#নয়াদিল্লি: আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণে টিম ইন্ডিয়ার পরবর্তী অ্যাসাইনমেন্ট দক্ষিণ আফ্রিকা সফর। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল মুম্বাই বিমানবন্দর থেকে দক্ষিণ আফ্রিকা সফরের উদ্দেশে রওনা দিয়েছে বৃহস্পতিবার। কোহলিকে তাঁর স্ত্রী আনুশকা শর্মা এবং কন্যা ভামিকার সঙ্গে মুম্বাই বিমানবন্দরে পৌঁছাতে দেখা গিয়েছিল।
ছোট্ট মেয়েকে জনসাধারণের দৃষ্টি থেকে দূরে রাখেন কোহলি। মুম্বাই বিমানবন্দরে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা আসার পর পাপারাত্জিরা ছেঁকে ধরেন। মিডিয়া ফটোগ্রাফারদের বাস থেকে নেমেই ভামিকার ছবি না তোলার জন্য অনুরোধ করেছিলেন কোহলি। তাঁর স্ত্রী আনুশকা এবং মেয়ে ভামিকার আগে টিম ইন্ডিয়ার বাস থেকে বেরিয়ে আসেন ভারতীয় টেস্ট অধিনায়ক। পরিবারের গোপনীয়তাকে সম্মান করার জন্য পাপারাজ্জিদের অনুরোধ করতে দেখা যায় কোহলিকে। এর পরই ভামিকাকে নিয়ে বাস থেকে নামেন অনুষ্কা শর্মা।
advertisement
আরও পড়ুন- কল রেকর্ড এবং ভিডিও ফুটেজ বোর্ডের হাতে, শো কজ হতে পারেন বিরাট
অধিনায়ক কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া ২৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট খেলতে নামবে। কোচ রাহুল দ্রাবিড়ের এটাই প্রথম অ্যাওয়ে অ্যাসাইনমেন্ট। দক্ষিণ আফ্রিকায় তিনটি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। বুধবার দক্ষিণ আফ্রিকা সফরের আগে প্রথাগত সাংবাদিক সম্মলেন একের পর এক বোমা ফাটান বিরাট কোহলি। একইসঙ্গে তিনি জানিয়ে দেন, দক্ষিণ আফ্রিকা সাদা বলের সিরিজে তিনি খেলবেন। রোহিত শর্মার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন শুনে বিরক্তিও প্রকাশ করেন কোহলি।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন- ব্যাটসম্যান বিরাট ব্যর্থ হলে হারাবেন টেস্ট অধিনায়কত্ব, বলছেন দানিশ
একদিনের ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে কোহলির জায়গায় দায়িত্ব পেয়েছেন রোহিত। অভিজ্ঞ রোহিতকে টেস্টেও বিরাটের ডেপুটি হিসাবে নিযুক্ত করা হয়েছিল। তবে রোহিত শর্মা প্র্যাকটিসে চোট পেয়ে বসেছেন। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি নেই। তবে এরই মধ্যে কোহলির সঙ্গে বিসিসিআই ও রোহিত শর্মার সম্পর্ক নিয়ে জলঘোলা চলছে। বিশেষ করে বিসিসিআই-এর সঙ্গে কোহলির ঠাণ্ডা যুদ্ লেগেই রয়েছে যেন! অনেকে বলছেন, কোহলি ও রোহিত পরস্পরের ক্যাপ্টেন্সিতে খেলতে চাইছেন না। যদিও বিসিসিআই সেসব দাবি মানতে নারাজ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 16, 2021 6:42 PM IST