Virat Kohli-Ravi Shastri: বিরাট কোহলির সঙ্গে রবি শাস্ত্রীর সম্পর্কে ফাটল ? ফোন, কথাবার্তা সব বন্ধ ?

Last Updated:

Virat Kohli-Ravi Shastri Relation: সৌরভ-বিরাট বিতর্কের মাঝেই রীতিমতো চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে ! 

File Photo
File Photo
কলকাতা: বিরাট-রবি শাস্ত্রী সম্পর্কে চিড়। কোহলির সঙ্গে দূরত্ব বাড়ছে শাস্ত্রীর। বর্তমান নাকি দু’জনের প্রায় মুখ দেখাদেখি বন্ধ। ভারতীয় ক্রিকেটে এক সময়ের সব থেকে কাছের দুটি মানুষ এখন নাকি ভিন্ন মেরুতে অবস্থান করছেন। বিসিসিআই সূত্রে খবর, প্রাক্তন ভারতীয় কোচের সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ফোনেও তাঁদের মধ্যে কোনও যোগাযোগ নেই। সৌরভ-বিরাট বিতর্কের মাঝেই রীতিমতো চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে (Virat Kohli-Ravi Shastri Relation)।
নিউজ18 বাংলাকে বিসিসিআইয়ের সূত্র থেকে খবরটি কনফার্ম করা হয়েছে। এই সমস্যার সূত্রপাত নাকি প্রায় ছয় মাস আগে। ভারতীয় প্রথম একাদশ নির্বাচন নিয়ে নাকি বিরাটের সঙ্গে শাস্ত্রীর মতপার্থক্য তৈরি হয়। সূত্রের দাবি, এমনকি রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো কিংবা বাদ দেওয়া প্রসঙ্গে এই অভিন্নহৃদয় দুই ব্যক্তির মধ্যে নাকি কথা কাটাকাটি হয়। আসলে বিশেষজ্ঞ মহলের ধারণা ছিল, সৌরভ বিরোধী মন্তব্য করার পিছনে হয়তো বিরাটকে প্রশ্রয় দিয়েছেন রবি শাস্ত্রীই। অতীতেও রবি শাস্ত্রীর সঙ্গে সৌরভের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। সপ্তাহ খানেক আগেও তিনি নাম না করে বোর্ড সভাপতির সমালোচনা করেছেন। তাই অনেকের ধারণা ছিল বিরাটকে সমর্থন করছেন রবি শাস্ত্রী। তবে এই খবর খুঁজতে গিয়ে উঠে আসলো ভারতীয় ক্রিকেটের আরও একটি বিস্ফোরক তথ্য।
advertisement
advertisement
বিরাটের সমর্থনে রবি শাস্ত্রী নেই। উল্টে তাঁদের দু’জনের মধ্যে সম্পর্ক অনেকটাই খারাপ হয়েছে। বোর্ড সূত্রের আরও দাবি, বিরাট কেন সৌরভ বিরোধী মন্তব্য করলেন রবি শাস্ত্রীও বুঝে উঠতে পারছেন না। আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নাকি একটি ভিডিও কনফারেন্স আয়োজন হয়েছিল। সেখানে বিরাট, সৌরভ ছাড়াও উপস্থিত ছিলেন রবি শাস্ত্রী ও বিসিসিআই কর্তা এবং নির্বাচকরা। সেখানেই নাকি বিরাটকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় সাদা বলে ক্রিকেটে দু'রকম অধিনায়ক রাখা সম্ভব হবে না বোর্ডের।
advertisement
কোহলিকে তাঁরা একদিনের নেতৃত্ব থেকে সরিয়ে দিচ্ছেন। এই ঘটনার সাক্ষী ছিলেন রবি শাস্ত্রী। তাই বিরাট কোহলি যে তথ্য সামনে আনছেন তা একেবারেই ঠিক নয় বলে মনে করছেন প্রাক্তন কোচ। যদিও প্রকাশ্যে সংবাদ মাধ্যমে কোনও মন্তব্য এখনও করেননি রবি শাস্ত্রী। অন্যদিকে আরেকটি মহলের ধারণা বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চান না শাস্ত্রী। তাই নাকি বিরাটের পাশে দাঁড়াচ্ছে না। তবে এ কথা ঠিক সত্যিই ড্রেসিংরুমে বিরাটের কিছু কিছু বিষয় মেনে নিতে নাকি পারছিলেন রবি শাস্ত্রী। বেশ কিছু বিষয় নিয়ে মতপার্থক্য হত।
advertisement
Story: Eeron Roy Barman
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli-Ravi Shastri: বিরাট কোহলির সঙ্গে রবি শাস্ত্রীর সম্পর্কে ফাটল ? ফোন, কথাবার্তা সব বন্ধ ?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement