RCB vs RR: কোহলির পাল্টা শতরান বাটলারের, আরসিবিকে হারিয়ে লিগ শীর্ষে রাজস্থান

Last Updated:

Rajasthan Royals beat RCB By 6 Wickets: বিরাট কোহলি একার লড়াই ও সেঞ্চুরিও আরসিবিকে ফেরাতে পারল না জয়ের রাস্তায়। কোহলির পাল্টা সেঞ্চুরি করলেন রাজস্থান রয়্যালসের জস বাটলার।

বিরাট কোহলি লড়াই ও সেঞ্চুরিও আরসিবিকে ফেরাতে পারল না জয়ের রাস্তায়। কোহলির পাল্টা সেঞ্চুরি করলেন রাজস্থান রয়্যালসের জস বাটলার। অধিনায়কোচিত ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। দুই তারকার ব্যাটিংয়ে ভর করে ঘরের মাঠে সহজ জয় পেল রাজস্থান রয়্যালস। পরপর চার ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষেস্থানও দখল করল রাজস্থান। আরসিবির ১৮৩ রান তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে রাজস্থান।
ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। ওপেনি জুটিতে দুরন্ত শুরু করেন দুই আরসিবি তারকা বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি। শতরানের পার্টনারশিপ করেন। একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন কোহলি ও ডুপ্লেসি। ১২৫ রান ওপেনিং জুটিতে যোগ করেন দুজনে। ৪৪ রান করে আউট হন ফাফ ডুপ্লেসি।
advertisement
অপরদিকে নিজের ইনিংস চালিয়ে যান বিরাট কোহলি। আইপিএলে নিজের অষ্টম শতরান করেন কোহলি। স্লগ ওভারে সেভাবে কেউ সাথ দিতে পারেনি কোহলির। ফলে একটা সময় মনে হচ্ছিল ২০০-র বেশি স্কোর করবে আরসিবি। তবে শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেটে ১৮৩ রান করে আরসিবি। ৭২ বলে অপরাজিত ১১৩ রানের ইনিংস খেলেন কোহলি। ১২টি চার ও ৪টি ছয়ে সাজানো বিরাট ইনিংস।
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি রাজস্থান রয়্যালসের। খাতা না খুলেই সাজঘরে ফেরেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় উইকেটে অনবদ্য পার্টনারশিপ গড়েন জস বাটলার ও সঞ্জু স্যামসন। একের পর এক মারকাটারি শট খেলেন দুজনে। শতরানের পার্টনারশিপ করেন দুজন। ১৪৮ রানের ম্যাচ উইনিং পার্টনারশিপ করেন দুই তারকা ব্যাটার। যা এবারের আইপিএলে সর্বোচ্চ পার্টনারশিপ। ৬৯ রান করে আউট হন সঞ্জু স্যামসন।
advertisement
রাজস্থান অধিনায়ক ফিরলেও নিজের ইনিংস চালিয়ে যান জস বাটলার। তবে রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল এদিন রান পাননি। শেষের দিকে জস বাটলারকে সঙ্গ দেন শিমরন হেটমায়ার। জয়ের জন্য রাজস্থানের জন্য যখন ১ রান দরকার ৯৪-তে ব্যাট করছিলেন বাটলার। ছয় মেরে নিজের শতরান পূরণ করেন ও দলকে জয় এনে দেন। ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় রাজস্থান।
বাংলা খবর/ খবর/খেলা/
RCB vs RR: কোহলির পাল্টা শতরান বাটলারের, আরসিবিকে হারিয়ে লিগ শীর্ষে রাজস্থান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement