Ind vs Eng: তরুণদের সাফল্যে উচ্ছ্বসিত! ভারতের জয়ে কোহলি দিলেন 'বিরাট' বার্তা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: দলের বাইরে থাকলেও ভারতের সাফল্যে উচ্ছ্বসিত বিরাট কোহলি। ভারতের জয়ের পর মন খুল তরুণ ক্রিকেটারদের প্রশংসা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
রাঁচি: একাধিক সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে ভারত। প্রথম টেস্ট হারের পরও তরুণ টিম ইন্ডিয়া দুরন্ত কামব্যাক করে। পরপর ৩টি টেস্টে ব্রিটিশদের হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতেছে রোহিত শর্মার। দলের বাইরে থাকলেও ভারতের সাফল্যে উচ্ছ্বসিত বিরাট কোহলি। মন খুল তরুণ ক্রিকেটারদের প্রশংসা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
সদ্য পুত্র সন্তানের বাবা হয়েছেন বিরাট কোহলি। নিজের দ্বিতীয় সন্তানের জন্মানোর কারণেই ভারতীয় দল থেকে ছুটি নিয়েছিলেন বিরাট। দলের বাইরে থাকলেও খেলায় চোখ ছিল কোহলির। দলের সিরিজ জয়ের পরই উচ্ছ্বসিত বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কোহলি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘হ্যা, আমাদের তরুণ দলের অভূতপূর্ব সিরিজ জয়। দলটি আশ্চর্যজনক জেদ, দায়বদ্ধতা এবং ধৈর্য দেখিয়েছে।’
advertisement
YES!!! 🇮🇳
Phenomenal series win by our young team. Showed grit, determination and resilience.@BCCI— Virat Kohli (@imVkohli) February 26, 2024
advertisement
প্রসঙ্গত, চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে ৫ উইকেট হারায় ভারতীয় দল। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৩৫৩ রান করে ব্রিটিশরা। সর্বোচ্চ ১২২ রান করেন জো রুট। ভারতের হয়ে সবথেকে বেশি ৪ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে রান তাড়া করতে নেমে ৩০৭ রানে অলআউট হয়ে যায় ভারত। সর্বোচ্চ ৯০ রানের ইনিংস খেলেন ধ্রুব জুরেল। প্রথম ইনিংসং ৪৬ রানের লিড পায় ভারত।
advertisement
দ্বিতীয় ইনিংসে চার ঘণ্টাও ক্রিজে থাকতে পারেননি গোটা ইংল্যান্ড দল। ভারতীয় স্পিন অ্যাটাকের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে ব্রিটিশদের ব্যাটিং লাইন। অশ্বিনের ৫ উইকেট, জাদেজা নেন ৪ উইকেট। ১৪৫ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ১৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় টিম ইন্ডিয়া। ৫ ম্যাচের সিরিজে ৩-১ লিড ভারতের।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 26, 2024 5:23 PM IST