Virat Kohli: বিরাট প্রত্যাবর্তন ! আরসিবির হয়ে ৭০০০ রান পূর্ণ কোহলির, প্লে অফে খেলার সম্ভাবনা জিইয়ে রাখল ব্যাঙ্গালোর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Virat Kohli 7000 runs for RCB: হার্দিক পান্ডিয়াদের বিরুদ্ধে ৮ উইকেটে জয় পেলেও এখনই প্লে-অফ নিশ্চিত নয় কোহলিদের ৷
মুম্বই: আইপিএলের শেষ ম্যাচে এসে রানে ফিরলেন বিরাট কোহলি (Virat Kohli) ৷ গুজরাতের বিরুদ্ধে বৃহস্পতিবার ৫৪ বলে ৭৩ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন কোহলি। তবে হার্দিক পান্ডিয়াদের বিরুদ্ধে ৮ উইকেটে জয় পেলেও এখনই প্লে-অফ নিশ্চিত নয় কোহলিদের ৷ শেষ ম্যাচে দিল্লি জয় পেলে বিরাটদের পরিবর্তে তাদের নকআউট যাওয়ার সম্ভাবনাই বেশি ৷ অন্যদিকে বৃহস্পতিবার ম্যাচ হারলেও গ্রপ টেবলের শীর্ষে থেকেই কলকাতায় প্লে অফ খেলতে আসছে গুজরাত টাইটান্স (Virat Kohli 7000 runs for RCB) ৷
এদিন কোহলি এবং ডু'প্লেসির ব্যাটে ভর করেই গুজরাতকে ৮ উইকেটে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একইসঙ্গে আরও একটি নজির গড়লেন কোহলি। আরসিবির হয়ে ৭০০০ রান পূর্ণ করেন তিনি। আইপিএলের ইতিহাসে এই রেকর্ড আর কারোর নেই। আইপিএলের জন্মলগ্ন থেকেই একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন কোহলি ৷ এখনও পর্যন্ত দল বদলাননি তিনি ৷ আরসিবির হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় বিরাটের পরেই দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন এবি ডেভিলিয়ার্স এবং ক্রিস গেইল।
advertisement
advertisement
Virat Kohli and Faf du Plessis are all smiles for the #IPLSelfie after @RCBTweets's win over #GujaratTitans #TATAIPL pic.twitter.com/g6l6kGB5fK
— IndianPremierLeague (@IPL) May 19, 2022
advertisement
আইপিএলে এ বছর এতদিন একেবারেই রান পাচ্ছিলেন না কোহলি। দলের হয়ে অবদান রাখতে না পারার হতাশা গ্রাস করেছিল তাঁকে। বৃহস্পতিবার অবশেষে দলকে জেতাতে পেরে খুশি বিরাট। এদিন ম্যাচ শেষে কোহলি বলেন, ‘‘ খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটা ৷ দলকে জেতাতে পারছিলাম না এতদিন ৷ খুব হতাশ লাগছিল ৷ আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে দলের হয়ে এই রানটা করতে পেরে খুশি ৷ এই জয় দলকে ভাল জায়গায় নিয়ে গেল ৷ ’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 20, 2022 6:56 AM IST