Thriller Video: হৃদয় শক্ত তো তবেই দেখুন আইপিএলের এই থ্রিলিং ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Thriller Video: যাঁরা আরসিবি ম্যাচ জিতে যাচ্ছে এটা ভেবে নিয়ে আর ম্যাচ দেখেননি তাঁরা বড় মিস করেছেন৷
নতুন দিল্লি: আইপিএল দেখবেন না৷ হ্যাঁ মানে শক্ত হৃদয়ের অধিকারী না হলে এখন আইপিএলের ম্যাচের থ্রিলিং আপডাউন দেখা যাচ্ছে তাতে দুর্বল হৃদয়ের ব্যক্তিরা চাপে পড়ে যাচ্ছেন৷ কেকেআর ম্যাচের পর ফের আরসিবি বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে সেই একই থ্রিলার৷ আইপিএলের ১৫ নম্বর ম্যাচটি চিন্নাস্বামী স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে খেলা হয়েছিল।
ম্যাচটি ছিল নাটকীয়তা ও উত্তেজনায় ভরপুর। আরসিবি এবং এলএসজির মধ্যে খেলা শেষ ওভারের থ্রিলার হয়ে ওঠে, কেএল রাহুলের নেতৃত্বে একেবারে রুদ্ধশ্বাস পরিণতি পায়৷ লাস্ট ওভারের লাস্ট বল অবধি টানটান উত্তেজনা জারি ছিল৷
লখনউ সুপার জায়ান্টসকে ২১৩ রানের টার্গেট দেওয়ার পরেও আরসিবি যে ম্যাচ হেরে যাবে তা ভাবতেও পারেননি ভক্তরা। বিরাট কোহলি, অধিনায়ক ফাফ ডুপ্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েলের অর্ধশতক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ২০০ রানের সীমা পেরিয়ে যেতে সাহায্য করেছিল। এদিকে রান তাড়া করতে নেমে লখনউ সুপার জায়ান্টরা পাওয়ারপ্লে-র খেলাতে দ্রুত উইকেট হারায়৷
advertisement
advertisement
রুদ্ধশ্বাস ওভারের রুদ্ধশ্বাস মুহূর্ত ভাইরাল ভিডিও দেখে নিন
Drama at the Chinnaswamy, a last-ball THRILLER 🤯#IPLonJioCinema #IPL2023 #TATAIPL #RCBvLSG | @LucknowIPL pic.twitter.com/AIpR9Q4gFB
— JioCinema (@JioCinema) April 10, 2023
কিন্তু এই অবধি দেখে যাঁরা আরসিবি ম্যাচ জিতে যাচ্ছে এটা ভেবে নিয়ে আর ম্যাচ দেখেননি তাঁরা বড় মিস করেছেন৷ তাঁরা আপডেট নিতে গিয়ে রীতিমতো চমকে যান যে লখনউ সুপার জায়ান্টস ম্যাচ জিতে যায়৷ মার্কাস স্টোয়নিস ও নিকোলাস পুরান হাফ সেঞ্চুরি করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শেষ ৬ বলে দরকার ছিল ৫ রান যা ম্যাচের রোমাঞ্চ তৈরি করছিল। শেষ ওভারে মার্ক উড ও জয়দেব উনাদকাটের উইকেট হারায় লখনউ জায়ান্টস। লখনউয়ের শেষ বলে ১ রান দরকার ছিল এবং তাদের হাতে মাত্র একটি উইকেট বাকি ছিল। এই ওভার একেবারেই ছিল হৃদয়ে চাপ নেওয়ার ম্যাচ৷
advertisement
আরও দেখুন
এই উত্তেজনার মধ্যেই দেখা গেল এক নাটকীয়তাও। নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে রবি বিষ্ণোইকে আউট করার চেষ্টা করেন হর্ষল প্যাটেল। ব্যাটার ক্রিজে অনেকটা এগিয়ে এসেছিলেন। আইপিএলের এই মরশুমে নন স্ট্রাইকিং এন্ডে আঘাত করে নিয়ে নেওয়া প্রথম উইকেট হতে পারত, কিন্তু সুযোগ হাতছাড়া করেন হর্ষল। স্টাম্পে আঘাত করতে পারেননি হর্ষল। হর্ষল বলটি স্টাম্পের দিকে ছুড়ে দেন, যা ভাল আঘাত করেছিল কিন্তু আম্পায়ার রবি বিষ্ণোইকে নট আউট দেন। আসলে, ততক্ষণে ক্রিজে পৌঁছে গিয়েছিলেন রবি বিষ্ণোই। হর্ষল প্যাটেলের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে যাচ্ছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 11, 2023 4:03 PM IST