Viral Video: এ আবার কেমন ওয়াইড সিগন্যাল ! মাঠে আম্পায়ারের কাণ্ডকারখানার ভিডিও তুমুল ভাইরাল

Last Updated:

Viral Video, Umpire signals wide in unique fashion: এমনটা দেখে স্বভাবতই হতবাক মাঠে উপস্থিত দর্শকরা প্রত্যেকেই ৷ এমন অদ্ভূত আম্পায়ারিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেও খুব বেশ সময় লাগেনি (Viral Video) ৷

Photo: Twitter
Photo: Twitter
মুম্বই: ছবিটা দেখেই নিশ্চয় তাজ্জব হচ্ছেন ! এমন আম্পায়ারিং কি আগে কখনও দেখেছেন ? নিশ্চয় না ৷ মাঠের মধ্যে আম্পায়ার এরকম মাথা নিচে এবং পা উপরে করে কোনও যোগাসন করছেন না ৷ তিনি আসলে দিচ্ছেন ওয়াইড সিগন্যাল (Umpire signals wide in never-seen fashion) ! এমনটা দেখে স্বভাবতই হতবাক মাঠে উপস্থিত দর্শকরা প্রত্যেকেই ৷ এমন অদ্ভূত আম্পায়ারিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেও খুব বেশ সময় লাগেনি (Viral Video) ৷
নিউজিল্যান্ডের প্রাক্তন আম্পায়ার বিলি বাউডেনের মাঠে নানারকম অঙ্গভঙ্গি করে বিভিন্ন সিগন্যাল দেওয়ার দৃশ্য আগে অনেকেই দেখেছেন ৷ যেভাবে তিনি বাউন্ডারি, ছক্কা বা আউটের সিগন্যাল দিতেন, তা বিলির আগে কাউকে তেমনটা করতে দেখা যায়নি ৷ কিন্তু মহারাষ্ট্রের একটি স্থানীয় টুর্নামেন্টে সম্প্রতি যা দৃশ্য দেখা গিয়েছে ৷ তা দেখে আশ্চর্যই হতে হয় ৷
advertisement
advertisement
টুর্নামেন্টের নাম পুরান্দার প্রিমিয়ার লিগ (Purandar Premier League) ৷ খেলা চলাকালীন বোলার ওয়াইড বল করায়, আম্পায়ারের সিগন্যাল দিতে কিছুটা সময় লাগছিল ৷ তিনি পিছনে ঘুরে ঠিক কী করতে চাইছেন, কেউই বুঝতে পারছিলেন না ৷ কিন্তু তারপরেই যা ঘটল, তা এককথায় অবিশ্বাস্য ৷ আম্পায়ার মাটির মধ্যে একেবারে যোগাসনের কায়দায় মাথা নিচে এবং দু’পা উপরে করে ওয়াইড সিগন্যাল দিলেন ৷ পুরান্দার প্রিমিয়ার লিগের নাম আগে কেউ শুনে থাকুক, বা না থাকুক ৷ বলা যেতে পারে এই আম্পায়ারের জন্যই টুর্নামেন্ট সুপারহিট ৷
advertisement
নেটিজেনদের এই ভিডিও দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে গিয়েছে ৷ আম্পায়ারিংয়ে কিছু নতুনত্ব আনতে যে আম্পায়ার মাঠে এমন কিছু করে বসবেন, তা কেউ কল্পনাও করতে পারেননি ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: এ আবার কেমন ওয়াইড সিগন্যাল ! মাঠে আম্পায়ারের কাণ্ডকারখানার ভিডিও তুমুল ভাইরাল
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement