Viral Video: এ আবার কেমন ওয়াইড সিগন্যাল ! মাঠে আম্পায়ারের কাণ্ডকারখানার ভিডিও তুমুল ভাইরাল

Last Updated:

Viral Video, Umpire signals wide in unique fashion: এমনটা দেখে স্বভাবতই হতবাক মাঠে উপস্থিত দর্শকরা প্রত্যেকেই ৷ এমন অদ্ভূত আম্পায়ারিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেও খুব বেশ সময় লাগেনি (Viral Video) ৷

Photo: Twitter
Photo: Twitter
মুম্বই: ছবিটা দেখেই নিশ্চয় তাজ্জব হচ্ছেন ! এমন আম্পায়ারিং কি আগে কখনও দেখেছেন ? নিশ্চয় না ৷ মাঠের মধ্যে আম্পায়ার এরকম মাথা নিচে এবং পা উপরে করে কোনও যোগাসন করছেন না ৷ তিনি আসলে দিচ্ছেন ওয়াইড সিগন্যাল (Umpire signals wide in never-seen fashion) ! এমনটা দেখে স্বভাবতই হতবাক মাঠে উপস্থিত দর্শকরা প্রত্যেকেই ৷ এমন অদ্ভূত আম্পায়ারিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেও খুব বেশ সময় লাগেনি (Viral Video) ৷
নিউজিল্যান্ডের প্রাক্তন আম্পায়ার বিলি বাউডেনের মাঠে নানারকম অঙ্গভঙ্গি করে বিভিন্ন সিগন্যাল দেওয়ার দৃশ্য আগে অনেকেই দেখেছেন ৷ যেভাবে তিনি বাউন্ডারি, ছক্কা বা আউটের সিগন্যাল দিতেন, তা বিলির আগে কাউকে তেমনটা করতে দেখা যায়নি ৷ কিন্তু মহারাষ্ট্রের একটি স্থানীয় টুর্নামেন্টে সম্প্রতি যা দৃশ্য দেখা গিয়েছে ৷ তা দেখে আশ্চর্যই হতে হয় ৷
advertisement
advertisement
টুর্নামেন্টের নাম পুরান্দার প্রিমিয়ার লিগ (Purandar Premier League) ৷ খেলা চলাকালীন বোলার ওয়াইড বল করায়, আম্পায়ারের সিগন্যাল দিতে কিছুটা সময় লাগছিল ৷ তিনি পিছনে ঘুরে ঠিক কী করতে চাইছেন, কেউই বুঝতে পারছিলেন না ৷ কিন্তু তারপরেই যা ঘটল, তা এককথায় অবিশ্বাস্য ৷ আম্পায়ার মাটির মধ্যে একেবারে যোগাসনের কায়দায় মাথা নিচে এবং দু’পা উপরে করে ওয়াইড সিগন্যাল দিলেন ৷ পুরান্দার প্রিমিয়ার লিগের নাম আগে কেউ শুনে থাকুক, বা না থাকুক ৷ বলা যেতে পারে এই আম্পায়ারের জন্যই টুর্নামেন্ট সুপারহিট ৷
advertisement
নেটিজেনদের এই ভিডিও দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে গিয়েছে ৷ আম্পায়ারিংয়ে কিছু নতুনত্ব আনতে যে আম্পায়ার মাঠে এমন কিছু করে বসবেন, তা কেউ কল্পনাও করতে পারেননি ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: এ আবার কেমন ওয়াইড সিগন্যাল ! মাঠে আম্পায়ারের কাণ্ডকারখানার ভিডিও তুমুল ভাইরাল
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement