Eng vs Aus: ম্যাচ চলাকালীন অটোগ্রাফ চাইলেন ‘টাক মাথা’ ফ্যান, তারপর...Viral Video
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Eng vs Aus: এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
#সিডনি: ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার (Eng vs Aus) মধ্যে সিডনিতে অ্যাসেজ সিরিজের (Ashes Series) চতুর্থ টেস্ট (4th Test) চলছে৷ ইংল্যান্ড (England) প্রথম ৩ টি টেস্ট হেরে সিরিজ অস্ট্রেলিয়ার (Australia) কাছে ইতিমধ্যেই হেরে রয়েছে৷ এখন ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (Eng vs Aus) অ্যাসেজ সিরিজে (Ashes Series) শুধুমাত্র সম্মানরক্ষার লড়াই- ইংল্যান্ডের (England) কাছে৷ ইংল্যান্ডের অধিনায়ক জো রুট (Joe Root) কোনও অবস্থাতেই এই টেস্ট হারতে চান না৷ এই পুরো সিরিজে ব্যাটবলের জোর লড়াই হচ্ছে৷ ফ্যান ও ক্রিকেটাররা আলাদা ফর্ম্যাটে রয়েছে৷ এর মধ্যে কিছু সিডনি টেস্ট (Sydney Test) প্রথমে দিনেই দেখা গেছে৷ এক ফ্যান ইংল্যান্ডের (England) স্পিনার জ্যাক লিচের ( Jack Leach) কাছে নিজের টাক মাথা নিচু করে দেন৷ আর সেখানে অটোগ্রাফ দেন জ্যাক লিচ ( Jack Leach)৷এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
এই ঘটনা সিডনি টেস্টে তৃতীয় সেশনের সময় হয়, সেই সময় অস্ট্রেলিয়ার স্কোর ৩/১১৭ রান করেছিল৷ স্টিভ স্মিথ এবং উসমান খোওয়াজা ক্রিজে ছিলেন৷ ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন৷ তখনই তাঁর থেকে এক দর্শক অটোগ্রাফ চান৷ যখন লিচ তাঁকে অটোগ্রাফ দিতে চান তখন তিনি নিজের মাথা এগিয়ে দেন৷
advertisement
advertisement
ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার (Eng vs Aus) মধ্যে সিডনিতে অ্যাসেজ সিরিজের (Ashes Series) চতুর্থ টেস্ট (4th Test) ম্যাচ চলাকালীন তাঁর মাথাতেই অটোগ্রাফ দেন লিচ৷ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
Jack Leach signing a guy's head 😂 #Ashes pic.twitter.com/g6JL6xaqiC
— 7Cricket (@7Cricket) January 5, 2022
advertisement
এর আগে অস্ট্রেলিয়ায় সিডনি টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া৷ মার্কস হ্যারিস ও ডেভিড ওয়ার্নার ভালো শুরু করেন৷ কিন্তু দলের স্কোর যখন ৫১ তখন ওয়ার্নার ৩০ রান করে আউট হয়ে যান৷ এরপরে মার্নস লাবুসেন -হাল ধরেন৷
advertisement
দ্বিতীয় উইকেটে তাঁরা ৬০ রান করেন৷ কিন্তু হ্যারিস ৩৮ রান করে জেমস অ্যান্ডারসনের শিকার হয়ে যায়৷ এরপর লাবুসেন ২৮ রানের স্কোরে প্যাভিলিয়নে ফিরে যান৷ তাঁর উইকেট মার্ক উড নেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2022 2:34 PM IST