Viral Reels: পুরো ‘‘এ কেওড়া’’ ইস্টাইল, ধোনির ডান্স দেখে ‘বোলতি বন্ধ’ নেটিজেনদের, রইল ভিডিও

Last Updated:

হার্দিক পান্ডিয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ফলোয়ার রয়েছে ২৪.৩ মিলিয়ন, এমএস ধোনির ৪০ মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ার রয়েছে৷

MS Dhoni dances with dilliwali girlfriend , gandi baat , hardik pandya shares viral reel- Photo Courtesy- Instagram/ video Grab
MS Dhoni dances with dilliwali girlfriend , gandi baat , hardik pandya shares viral reel- Photo Courtesy- Instagram/ video Grab
#দুবাই:  হার্দিক পান্ডিয়া-র মস্তির রাত! আর তাঁর পার্টনার ইন ক্রাইম কিনা মহেন্দ্র সিং ধোনি৷ বলিউড গানের তালে, কখনও বাদশার সুরে একেবারে  -‘এ কেওড়া’ -হাল৷ প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে পার্টি করতে দেখা গেল৷ দুবাইয়ের এক ক্লাবে বসেছিল এই মস্তির আসর৷ রবিবার রাতে এই নাচ গানের মস্ত রাত ছিল৷
advertisement
advertisement
হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনিদের ডান্স নাইটকে চার চাঁদ লাগিয়ে দেন
্যাপার বাদশার পারফরম্যান্স৷ তিনি গান
advertisement
করে পারফরম্যান্সে একেবারে মাতিয়ে দেন৷ তবে হার্দিক পান্ডিয়া যে রিলটা শেয়ার করেছেন তাতে চরম মুহূর্তগুলোর টুকরো কোলাজ দেখা যাচ্ছে৷ এভাবে নাচানাচি করতে হার্দিক পান্ডিয়াকে দেখা গেলেও মহেন্দ্র সিং ধোনি এতটা বিন্দাস হয়ে নাচতে বড় একটা পাবলিক দেখতে পাননি৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে৷ এই ভিডিও না দেখলে বড় মিস৷
advertisement
রইল সেই ভাইরাল রিল ..
advertisement
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে আবার দেদার কমেন্টও এসেছে৷ ইশান কিষাণ, নাতাশা স্ট্যানকোভিচ, বাদশা সকলেই নিজেদের ভালবাসা উজাড় করে দিয়েছেন৷
এই পার্টিতে হাজির ছিলেন হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি, ক্রুনাল পান্ডিয়া৷ বলিউডের পপুলার গানে তাঁদের ধামাকা পারফরম্যান্সে একেবারে কামাল হয়ে যায়৷ ছিল দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড - ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি সিনেমার গান, আবার আর রাজকুমার সিনেমার গন্দিবাতে হচ্ছিল নাচ৷
advertisement
এই ভাইরাল ভিডিও-র ট্যাগলাইনে হার্দিক পান্ডিয়া লেখেন “Our jam, our moves. What a night!” প্রায় তিন মিলিয়ন ভিউ হয়ে গেছে ২৪ ঘণ্টার মধ্যে৷
হার্দিক পান্ডিয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ফলোয়ার রয়েছে ২৪.৩ মিলিয়ন, এমএস ধোনির ৪০ মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ার রয়েছে৷
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Reels: পুরো ‘‘এ কেওড়া’’ ইস্টাইল, ধোনির ডান্স দেখে ‘বোলতি বন্ধ’ নেটিজেনদের, রইল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement