Viral News: চলছিল অনুশীলন, হঠাৎ ল্যান্ডিং হেলিকপ্টারের, প্রাণ ভয়ে ছোটাছুটি রাসেল, ইকবাল, মুর্তাজা-র
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Viral News: মাঠের মধ্যে হঠাৎ করে হেলিকপ্টার নেমে পড়ায় (Helicopter in Cricket stadium) জোর চাঞ্চল্য তৈরি হয় বাংলাদেশের মাঠে৷ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের খেলার জন্য অনুশীলন করছিল মিনিস্টার গ্রুপ অফ ঢাকা (Minister Group Dhaka)৷ খবর এখন ভাইরাল নিউজ (Viral News)৷
#ঢাকা: ক্রিকেট মাঠে জোরকদমে অনুশীলন চলছে, এমন সময় সেই মাঠেই যদি হঠাৎ করে হেলিকপ্টার নেমে আসে! তাহলে ঠিক কেমন হয়৷ আরে না না কোনও সিনেমার দৃশ্য নয়- সত্যি সত্যি এই ঘটনা ঘটল৷ মাঠের মধ্যে হঠাৎ করে হেলিকপ্টার নেমে পড়ায় (Helicopter in Cricket stadium) জোর চাঞ্চল্য তৈরি হয় বাংলাদেশের মাঠে৷ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের খেলার জন্য অনুশীলন করছিল মিনিস্টার গ্রুপ অফ ঢাকা (Minister Group Dhaka)৷ খবর এখন ভাইরাল নিউজ (Viral News) মাঠে হাজির ছিলেন আন্দ্রে রাসেল (Andre Russell), তামিম ইকবালরা (Tamim Iqbal)৷ সকলেই প্রচণ্ড চমকে যান৷ সকলে এদিক ওদিক দৌড়তে থাকেন৷ এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের এমএ অজিজ স্টেডিয়ামে৷ প্রাণ ভয়ে ক্রিকেটারদের দৌড়াদৌড়ির খবর এখন ভাইরাল নিউজ (Viral News)৷
স্টেডিয়ামে মিনিস্টার গ্রুপ ঢাকা (Minister Group Dhaka) দলের ক্রিকেটাররা নিয়মমাফিক অনুশীলন সারছিলেন চট্টগ্রামের এমএ অজিজ স্টেডিয়ামে৷ মাঠে৷ সেখানে হাজির ছিলেন আন্দ্রে রাসেল (Andre Russell), তামিম ইকবাল (Tamim Iqbal), মশরাফি মুর্তাজা অনুশীলন করেছিলেন৷ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ি , হেলিকপ্টার রবিবার দুপুর ১ টা নাগাদ স্টেডিয়ামে নেমে পড়ে (Helicopter in Cricket stadium)৷ সেখানে অনুশীলন চলছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের মিনিস্টার গ্রুপ ঢাকা-র৷ ল্যান্ডিংয়ের আওয়াজে সকলে ভীষণ ঘাবড়ে যান৷ মাঠের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যায়৷ এই খবর এখন ভাইরাল নিউজ (Viral News)৷
advertisement
advertisement
স্টেডিয়ামে হেলিকপ্টার নামতে শুরু হয়ে (Helicopter in Cricket stadium) যায় দৌড়াদৌড়ি
A helicopter landed right in the middle of the MA Aziz Stadium in Chattogram without warning earlier today as cricketers were practicing for upcoming BPL matches causing the players to run for cover from dust #Cricket #BPL pic.twitter.com/jkUyCz5WyA
— Saj Sadiq (@SajSadiqCricket) January 30, 2022
advertisement
এমন তথ্য সামনে এসেছে হেলিকপ্টারটির ব্যবহার এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে হচ্ছিল৷ প্রচণ্ড অসুস্থ এক ব্যক্তিকে এয়ারলিফট করানোর জন্য আপৎকালীন তৎপরতায় স্টেডিয়ামের মধ্যে হেলিকপ্টারের ল্যান্ডিং হয়৷ এর জন্য ডিস্ট্রিক্ট কমিশনারের অনুমতি দেওয়া হয়৷ পাশাপাশি জেলার স্পোর্টস অ্যাসোসিয়েশন এই বিষয়ে জানত৷ তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (Bangladesh Premier League) বা বিপিএলের আয়োজক বা মিনিস্টার গ্রুপ অফ ঢাকা এই বিষয়ে খবর পায়নি৷ প্রথমে হেলিকপ্টার পূর্ব দিকে নামার কথা ছিল, কিন্তু পরে সেটা পশ্চিমদিকে নামে৷ সেখানে ক্রিকেটাররা আগে অনুশীলন করছিলেন৷
advertisement
চট্টগ্রামের ডিএসএ জেনের সেক্রেটারি শহাবুদ্দিন শমিম পরে বললেন , ‘‘হেলকপ্টার মানবিক কারণে নামার অনুমতি (Helicopter in Cricket stadium) পেয়েছিল৷ আমাদের এই বিষয়ে আগে থেকে জানা ছিল৷ আমরা ক্রিকেট বোর্ড এবং ঢাকা দলকে জানিয়েছিলাম৷ ল্যান্ডিং পূর্বদিকে হওয়ার কথা ছিল৷ কিন্তু পশ্চিমদিকে নামে৷ যেখানে আগে থেকে ক্রিকেটাররা অনুশীলন করছিলেন৷ এই জন্যে সকলে ভয় পেয়ে যায়৷’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 31, 2022 12:46 PM IST