Surajit Sengupta Passes Away: বাংলার ফুটবলে নক্ষত্রপতন, প্রয়াত সুরজিৎ সেনগুপ্ত

Last Updated:

Surajit Sengupta Passes Away: কোভিডে আক্রান্ত হয়ে গত ২৪ জানুয়ারি থেকে ইএম বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সুরজিৎ সেনগুপ্ত।

Surajit Sengupta
Surajit Sengupta
কলকাতা: বাংলার ফুটবলে আরও এক নক্ষত্রপতন। কিছুদিন আগেই প্রয়াত হয়েছিলেন কিংবদন্তি ফুটবলার এবং কোচ সুভাষ ভৌমিক ৷ তার কয়েকদিনের মধ্যেই বাংলার আরও এক প্রাক্তন ফুটবলারের মৃত্যুসংবাদ পাওয়া গেল ৷ প্রয়াত হয়েছেন সুরজিৎ সেনগুপ্ত (Surajit Sengupta)। বয়স হয়েছিল ৭১ বছর। বৃহস্পতিবার দুপুর ১টা ৫৪ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই প্রাক্তন ফুটবলার (Surajit Sengupta passes away)।
সাতের দশকের শুরুতে খিদিরপুর ক্লাবের জার্সি গায়ে তাঁর কলকাতা ময়দানে আবির্ভাব। প্রথম বড় ক্লাব মোহনবাগান হলেও, ১৯৭৪ সালে ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দেন তিনি। এরপর টানা ৫ বছর, অর্থাৎ ১৯৭৯ সাল পর্যন্ত তিনি ছিলেন লাল-হলুদ বাহিনীর অপরিহার্য ফুটবলার। তাঁর পায়ের জাদুতে মোহিত ছিলেন বাংলার ফুটবলপ্রেমীরা ৷ ১৯৮০ সালে সই করেন মহমেডানে। পরের বছর ফের মোহনবাগানে। খেলেন তিন বছর।
advertisement
advertisement
শুধু লাল হলুদ জার্সি গায়ে নয়, সন্তোষ ট্রফিতে বাংলাকে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন করতে তাঁর বড় ভূমিকা ছিল। এমনকী, ভারতীয় দলের জার্সি গায়ে এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করার কৃতিত্বও রয়েছে সুরজিতের।
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ জানুয়ারি ভর্তি হন কলকাতার এক বেসরকারি হাসপাতালে ৷ শরীরে অক্সিজেনের মাত্রা কম ছিল বলেই দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ শ্বাসকষ্ট এবং প্রচণ্ড কাশিও হচ্ছিল সুরজিৎ সেনগুপ্তর ৷ অবস্থা ক্রমেই আরও খারাপ হয় ৷ শ্বাসকষ্টও বাড়তে থাকে ৷ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে কৃত্রিম ব্যবস্থা নেওয়া হয়েছিল ৷ শেষপর্যন্ত বেশ কয়েকদিন ভেন্টিলেশনে থাকার পর মৃত্যু হল সাতের দশকের শিল্পী ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Surajit Sengupta Passes Away: বাংলার ফুটবলে নক্ষত্রপতন, প্রয়াত সুরজিৎ সেনগুপ্ত
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement