মুখ দেখিয়ে ভারতীয় দলে সুযোগ পায় রাহুল ! বোমা ফাটালেন প্রাক্তন তারকা ভেঙ্কটেশ প্রসাদ
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Venkatesh Prasad slams selectors for giving favouritism to KL Rahul despite repeated failure. মুখ দেখিয়ে ভারতীয় দলে সুযোগ পায় রাহুল ! বোমা ফাটালেন প্রসাদ
#বেঙ্গালুরু: তারা দুজনেই এক রাজ্যের ক্রিকেটার। কিন্তু কর্নাটকের কেএল রাহুলকে তুলোধোনা করলেন ভেঙ্কটেশ প্রসাদ। সম্প্রতি রাহুলের জঘন্য পারফরমেন্স নিয়ে মুখ খুলেছেন তিনি। ভেঙ্কটেশ প্রসাদ বলেন, রাহুলকে পারফরম্যান্সের ভিত্তিতে নয়, পক্ষপাতিত্বের ভিত্তিতে নির্বাচিত করা হয়েছিল। তিনি ৮ বছর ধরে ধারাবাহিকতা দেখাননি। এই ধরনের পক্ষপাতিত্বের সাক্ষী থাকা সত্ত্বেও, অনেক প্রাক্তন ক্রিকেটার আইপিএল শো থেকে বহিষ্কারের ভয়ে কথা বলেননি।
সম্প্রতি রাহুলের পক্ষে দাঁড়িয়ে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের দেওয়া বিবৃতি প্রমাণ করে যে ভারতীয় দল বিরাট কোহলির মতো এই ব্যাটসম্যানকেও পুরোপুরি সমর্থন করার মেজাজে রয়েছে। টেস্ট ক্রিকেটে এখনও ফর্ম খুঁজে না পাওয়ায় কোহলিকে এখনও সমর্থন করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন কোহলিকে ব্যাক আপ করার জন্য যথেষ্ট কারণ আছে, কিন্তু রাহুলের কাছে তাও নেই।
advertisement
এমন পরিস্থিতিতে শুভমন গিল ও সরফরাজ খানের পারফরম্যান্সের দিকে ইঙ্গিত করে প্রসাদ বলেন, অনেক যোগ্য খেলোয়াড় কিন্তু অপেক্ষা করছেন। কেএল রাহুল সম্পর্কে নিজের টুইটারে লিখেছেন ভেঙ্কটেশ প্রসাদ। ১১ ফেব্রুয়ারি শনিবার, টুইটার হ্যান্ডেলে, রাহুলকে লক্ষ্য করে প্রসাদ স্পষ্টভাবে লিখেছেন, কেএল রাহুলের প্রতিভা এবং ক্ষমতার প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, কিন্তু দুঃখজনকভাবে তাঁর পারফরম্যান্স খুবই কম।
advertisement
advertisement
I have a lot of regard for KL Rahul’s talent and ability, but sadly his performances have been well below par. A test average of 34 after 46 tests and more than 8 years in international cricket is ordinary. Can’t think of many who have been given so many chances. Especially..cont
— Venkatesh Prasad (@venkateshprasad) February 11, 2023
advertisement
তাঁর টেস্টে গড় মাত্র ৩৪। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬টি টেস্ট এবং আট বছরেরও বেশি সময় পরে এই গড় খুব একটা ভাল নয় এবং খুবই স্বাভাবিক। বিশেষ করে যখন ফর্মে থাকা অনেক খেলোয়াড় অপেক্ষা করছেন। সরফরাজও আছেন যিনি গত কয়েক মরশুমে দলের দরজায় কড়া নাড়ছেন।
৩৭টি প্রথম-শ্রেণির ম্যাচে, ডানহাতি ব্যাটসম্যান ৭৯.৬৫ এর দুর্দান্ত গড়ে ৩৫০৫ রান করেছেন। শুধু তার ভারী শরীর নির্বাচকদের পছন্দ নয়। কিন্তু অজানা কারণে তাকে দলে নেওয়া হয় না। অন্যদিকে রাহুল টেস্ট ক্রিকেটে সুপার ফ্লপ। তাও তাকে বয়ে বেড়ানো হচ্ছে। একদিনের ক্রিকেটে ও অথবা টি-টোয়েন্টিতেও রাহুল খুব একটা দুরন্ত ছন্দে আছেন এমন নয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2023 8:41 PM IST