RAM MANDIR: 'বল...গাও...গর্জন কর..', মন্দিরের সামনে ভেঙ্কটেশ প্রসাদের মুখে 'জয় শ্রী রাম' ধ্বনি, দেখুন ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
RAM MANDIR: সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণের আগে আরও একটি ভিডিও শেয়ার করলেন ভেঙ্কটেশ প্রসাদ। রাম মন্দিরের সামনে দাঁড়িয়ে ভেঙ্কটেশ প্রসাদের মুখে রাম ধ্বনি।
অযোধ্যা: রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নিতে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ফাস্ট বোলার ভেঙ্কটেশ প্রসাদ আগেই পৌছে গিয়েছে অযোধ্যায়। রবিবারই অযোধ্যায় পৌছে গিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার। সেই ছবিও ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ভেঙ্কটেশ প্রসাদ।
সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণের আগে আরও একটি ভিডিও শেয়ার করলেন ভেঙ্কটেশ প্রসাদ। রাম মন্দিরের সামনে দাঁড়িয়ে ভিডিওটি শেয়ার করেছেন প্রসাদ। সেখানে ভেঙ্কটেশ প্রসাদের গলায় জয় শ্রীল ধ্বনিও শোনা গিয়েছে। প্রসাদ ভিডিওতে বলেছেন,’এক হি নারা…এক হি নাম….জয় শ্রী রাম।’ ক্যাপশনে প্রসাদ লেখেন, এটি বল, এটি গাও, এটি গর্জন কর।
Say it , Sing it , Roar it
Jai Shree Ram 🙏🏼 pic.twitter.com/jY75bVyQT2— Venkatesh Prasad (@venkateshprasad) January 22, 2024
advertisement
advertisement
Jai Shree Ram.
What a moment. All in readiness to witness an event of a lifetime. One of our most significant days.
Whole of Ayodhya and the majority of our nation pulsating with joy.
Ayodhyapati Shree Ramchandra ji ki Jai 🙏🏼🌸 pic.twitter.com/EMqGzAxPbG— Venkatesh Prasad (@venkateshprasad) January 21, 2024
advertisement
কিংবদন্তী সচিন তেন্ডুলকরও সোমবার সকালে অযোধ্যার উদ্দেশ্য়ে পারি দিয়েছেন। মুম্বই বিমান বন্দরে ক্যামোর সামনে হাত নারতেও দেখা গিয়েছে মাস্টার ব্লাস্টারকে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলেও অযোধ্যায় পৌছে গিয়েছেন।
ভারতীয় ক্রীড়া ক্ষেত্রের একাধিক তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে। এমএস ধোনি, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, মিতালি রাজ এবং হরমনপ্রীত কৌরকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। অযোধ্যায় পৌছে গিয়েছেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালও। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষাও পৌছে গিয়েছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2024 12:18 PM IST