RAM MANDIR: অযোধ্যা পারি সচিন তেন্ডুলকরের, পৌছে গিয়েছেন আরও একাধিক ভারতীয় ক্রিকেটার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
RAM MANDIR: আর কিছু সময় পরই অযোধ্যায় রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হতে চলেছে রামলালার। সেজে উঠেছে গোটা অযোধ্যা নগরী। ইতিমধ্যেই ক্রিকেট কিংবদন্তী সচিন তেন্ডুলকর রওনা দিয়ে দিয়েছেন অযোধ্যার উদ্দেশ্যে।
অযোধ্যা: আজ সেই মাহেন্দ্রক্ষণ। আর কিছু সময় পরই অযোধ্যায় রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হতে চলেছে রামলালার। সেজে উঠেছে গোটা অযোধ্যা নগরী। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রের তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যেই ক্রিকেট কিংবদন্তী সচিন তেন্ডুলকর রওনা দিয়ে দিয়েছেন অযোধ্যার উদ্দেশ্যে।
সোমবার সকালে মুম্বই বিমান বন্দরে দেখা যায়। লাগেজ নিয়ে গাড়ি থেকে বিমান বন্দরে প্রবেশ করেন তিনি। ক্যামেরার উদ্দেশ্যে হাত নারতেও দেখা যায় মাস্টার ব্লাস্টারকে। কয়েক দিন আগেই রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানে থাকার আমন্ত্রণ পত্র পেয়েছিলেন সচিন তেন্ডুলকর। সচিন উপস্থিত থাকতে পারেন তখনও জানা গিয়েছিল। সোমবার সেই খবরে শীলমোহর পড়ল।
#WATCH | Cricket legend Sachin Tendulkar leaves from Mumbai for Ayodhya in Uttar Pradesh ahead of the pranpratishtha ceremony at the Ram Temple. pic.twitter.com/fGUFFrfGGa
— ANI (@ANI) January 22, 2024
advertisement
advertisement
শুধু সচিন তেন্ডুলকর নয়, ভারতীয় ক্রীড়া ক্ষেত্রের একাধিক তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে ও ভেঙ্কটেশ প্রসাদরা ইতিমধ্যেই পৌছে গিয়েছেন অযোধ্যায়। এমএস ধোনি, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, মিতালি রাজ এবং হরমনপ্রীত কৌরকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। অযোধ্যায় পৌছে গিয়েছেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালও। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষাও পৌছে গিয়েছেন।
advertisement
Jai Shree Ram.
What a moment. All in readiness to witness an event of a lifetime. One of our most significant days.
Whole of Ayodhya and the majority of our nation pulsating with joy.
Ayodhyapati Shree Ramchandra ji ki Jai 🙏🏼🌸 pic.twitter.com/EMqGzAxPbG— Venkatesh Prasad (@venkateshprasad) January 21, 2024
advertisement
#WATCH | Lucknow, Uttar Pradesh | Veteran cricketer Anil Kumble arrives in Lucknow, ahead of the Ayodhya Ram Temple Pranpratishtha ceremony that will be held tomorrow. pic.twitter.com/8KlktAtTrB
— ANI (@ANI) January 21, 2024
advertisement
প্রসঙ্গত, দুপুর ১২.২০ থেকে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আচার-অনুষ্ঠান শুরু হবে। ১ পর্যন্ত চলতে পারে সেই অনুষ্ঠান। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশিষ্টরা। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2024 10:32 AM IST