KKR: কেকেআরের বরুণ চক্রবর্তী ম্যাচ সেরার পুরস্কার উৎসর্গ করলেন কাকে? জানলে অবাক হবেন

Last Updated:
নাইটদের জিতিয়ে আবেগপ্রবণ বরুণ
নাইটদের জিতিয়ে আবেগপ্রবণ বরুণ
বেঙ্গালুরু: একটা সময় ভারতীয় দলের জার্সিতে কয়েকটা ম্যাচ খেলেছেন তিনি। আর্কিটেক্ট এবং সিনেমার ডিরেকশন দিয়েছেন আগে। তবে তার ফিটনেস নিয়ে একটা সমস্যা ছিল। চোট তাকে পিছিয়ে দিয়েছে জাতীয় দল থেকে। কিন্তু বরুণ চক্রবর্তী এবার নাইট রাইডার্স জার্সিতে প্রথম থেকেই ভাল বল করছেন। কয়েকদিন আগে সন্তান হয়েছে তার। কিন্তু খেলা থাকার কারণে মুখ দেখা হয়নি। কোহলির দলের বিরুদ্ধে সেরার পুরস্কার নিজের সদ্যোজাত সন্তানকে উৎসর্গ করলেন বরুণ।
স্ত্রীকেও উৎসর্গ করেছেন তিনি। বরুণ চক্রবর্তীর হাতে কঠিন ওভার বোলিং তুলে দেন ক্যাপ্টেন নীতীশ রানা। এবং তিনি এই দায়িত্ব পালন করেন। বরুণ চক্রবর্তী আরও বলেন, আমি চ্যালেঞ্জ পছন্দ করি। এবং নীতীশ যখন অনুভব করেন যে আমি সেই ভূমিকা পালন করতে পারি, তিনি আমাকে বল হাতে দেন। আমি এটা পছন্দ করি।
advertisement
আরও পড়ুন - CSK: চেন্নাই নাকি বুড়োদের দল! লিগের মগডালে উঠে যোগ্য জবাব দিচ্ছে ধোনি ব্রিগেড
এর পর বরুণ বলেন, এর কৃতিত্ব আমি আমার নবজাতক ছেলেকে দেব, আমি এখনও তাঁকে দেখতে পারিনি। আমি তাঁকে এবং আমার স্ত্রীকে এই পুরস্কার উৎসর্গ করব। বরুণ চক্রবর্তী জানিয়েছেন যে তিনি এখনও তাঁর নবজাতককে দেখেননি। আইপিএলের পরই তাঁর সঙ্গে দেখা হবে।কলকাতানাইট রাইডার্সের হয়ে লেগ-স্পিনার বরুণ চক্রবর্তী (৩/২৭) এবং সুয়াশ শর্মা (২/৩০) একসঙ্গে পাঁচ উইকেট নেন।
advertisement
advertisement
আন্দ্রে রাসেলও ২৯ রান খরচ করে ২ উইকেট নেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এর আগে জেসন রয় ২৯ বলে ৫৬ রান করেন। তিনি নিজের ইনিংসে পাঁচটি ছক্কা ও চারটি চার মারেন এবং অধিনায়ক নীতীশ রানার ব্যাট থেকে আসে ২১ বলে ৪৮ রান। আগামী ম্যাচেও বল হাতে পারফর্ম করা তার একমাত্র লক্ষ্য হবে জানিয়েছেন বরুণ।
বাংলা খবর/ খবর/খেলা/
KKR: কেকেআরের বরুণ চক্রবর্তী ম্যাচ সেরার পুরস্কার উৎসর্গ করলেন কাকে? জানলে অবাক হবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement