SRH vs GT preview : আজ আইপিএলে উমরান বনাম ফার্গুসনের গতির লড়াই! কে জিতবে শেষে?

Last Updated:

Umran Malik vs Lockie Ferguson battle of pacers as Gujarat Titans face SRH. আজ আইপিএলে উমরান বনাম ফার্গুসনের গতির লড়াই! কে জিতবে?

উমরান বনাম লকি ফার্গুসন গতির লড়াই আজ
উমরান বনাম লকি ফার্গুসন গতির লড়াই আজ
#মুম্বই: শোয়েব আখতার, ব্রেট লি, শন টেট, মিচেল জনসনরা একসময় গতির বিস্ফোরণে আইপিএল কাঁপিয়েছেন। সেই ব্যাটন হাত বদল হয়ে এখন লকি ফার্গুসন ও উমরান মালিকের কাছে। চলতি মরশুমে এই দুই পেসার গতিতে ভীতি ছড়িয়েছেন বিপক্ষ শিবিরে। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁরাই সম্মুখ-সমরে। গুজরাত টাইটান্সের মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে সব কিছু ছাপিয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ফার্গুসন-উমরান দ্বৈরথ।
গতির বিস্ফোরণে কে কাকে টেক্কা দেন, তা দেখার অপেক্ষায় সমর্থকরা। চলতি আইপিএলে আবির্ভাবেই নজর কেড়েছে গুজরাত টাইটান্স। সাতটি ম্যাচের ছ’টিতে জিতে পয়েন্ট তালিকায় তারা দ্বিতীয় স্থানে। গুজরাতের বোলিংয়ে পেস ও স্পিনের সুন্দর ভারসাম্য রয়েছে। অভিজ্ঞ মহম্মদ সামি, লকি ফার্গুসন, আলজারি জোসেফের পাশাপাশি নজর কাড়ছেন তরুণ পেসার যশ দয়াল।
advertisement
advertisement
স্পিনের ভেল্কিতে নিয়মিত উইকেট পাচ্ছেন রশিদ খানও। ব্যাটিংয়ে বড় ভরসা শুভমান গিল। তবে চলতি মরশুমে গুজরাতের সাফল্যের নেপথ্য নায়ক অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। পাশাপাশি ডেভিড মিলারের মতো বিধ্বংসী ব্যাটসম্যান গুজরাত দলের অন্যতম সম্পদ।
advertisement
অন্যদিকে, শুরুটা ভালো না হলেও ঘুরে দাঁড়িয়েছে সানরাইরাজার্স হায়দরাবাদ। পর পর পাঁচটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন উইলিয়ামসনরা। হায়দরাবাদের মূল শক্তি পেস বোলিং। গতি দিয়ে বিপক্ষের ব্যাটিংয়ে ধস নামাতে চাইবেন উমরান মালিক, মার্কো জানসেন এবং টি নটরাজন। তাঁদের সঙ্গে রয়েছেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারও।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
SRH vs GT preview : আজ আইপিএলে উমরান বনাম ফার্গুসনের গতির লড়াই! কে জিতবে শেষে?
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement