Umran Malik 157 KPH : উমরান মালিকের ১৫৭ কিলোমিটার গতির রহস্য লুকিয়ে দুটো জিনিসে! অজানা তথ্য জানুন
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Umran Malik coach Randhir Singh Manhas reveals sand training behind 157 KPH. ছোটবেলার কোচ ফাঁস করলেন উমরানের আসল গতি রহস্য
#মুম্বই: ভারতের জার্সিতে অস্ট্রেলিয়ার মাটিতে তাকে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলানো হোক, এমন দাবি তুলেছেন অনেক প্রাক্তন ক্রিকেটার। শেষ পর্যন্ত উমরান মালিকের সেই স্বপ্ন পূর্ণ হবে কিনা সময় বলবে। আপাতত আইপিএলে গতির ঝড় তুলে সকলকে চমকে দিয়েছেন। কীভাবে ঘণ্টায় ১৫০ -১৫৭ কিলোমিটার গতিতে বল করে যাচ্ছেন তিনি? উমরান মালিকের কোচ রণধীর সিংহ মানহাস ফাঁস করলেন ছাত্রকে নিয়ে এক অজানা কাহিনি।
দিল্লির বিরুদ্ধে সানরাইজার্স হেরে গেলেও উমরান স্পর্শ করেন ১৫৭ কিলোমিটার। পাওয়েল সেই বল বাউন্ডারির বাইরে পাঠান। কোচ জানালেন, উমরানের বাড়ি তাওয়াই নদীর তীরে। মাত্র ১৭ বছর বয়সে সেই নদীর বালির উপর দিয়ে দৌড়তেন উমরান। কোমরে বাঁধা থাকত সাইকেলের দু’টি টিউব। তাতেও ভরা থাকত বালি। সেই টিউব কোমরে বেঁধে দৌড়েই শক্তি বাড়িয়েছেন উমরান। যার ফল পাওয়া যাচ্ছে এখন বল হাতে।
advertisement
advertisement
Umran Malik's today bowled 157 Kmph - Fastest delivery in the IPL history.
— CricketMAN2 (@ImTanujSingh) May 5, 2022
কোচ রণধীর বলছিলেন, প্রথম দিন ওকে নেটে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। এত জোরে বল করতে শুরু করেছিল, বাধ্য হয়ে থামিয়ে দিয়েছিলাম। বলেছিলাম প্রত্যেক দিন অনুশীলনে আসতে। কিন্তু এক দিন আসত, আবার সাত দিন আসত না। জানতে পারলাম, বিভিন্ন জায়গায় ঘুরে টেনিস বলে ক্রিকেট খেলে অর্থ উপার্জন করে। যোগ করেন, ওর গতির রহস্য জানার চেষ্টা করি।
advertisement
ওর কাছেই জানতে চাই, কী করে এতটা গতিতে বল করছে? উমরানই আমাকে জানায়, বালির উপরে কোমরে টিউব পরে দৌড়নোর কথা। জম্মুর গুজ্জরনগর অঞ্চলে উমরানের বাবা আব্দুল রশিদ মালিকের ফলের দোকান। আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে পাঁচ উইকেট পাওয়ার পরে তাঁর দোকানে সবচেয়ে বেশি ভিড় হতে শুরু করে। পর্যটকেরা এসে প্রশ্ন করেন, আপনার ছেলে উমরান মালিক?
advertisement
গর্বিত বাবা বলছিলেন, ছেলে আমাকে আর ফল বিক্রি করতে দেবে না বলেছে। ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করেছে। ও আর চায় না, বাবা ফল বিক্রি করুক। আবেগপূর্ণ গলায় বলতে থাকেন, আমি যদিও বলে দিয়েছি, তুই ভাল ক্রিকেট খেলে আমার এই দোকানের সংস্কার করে দিস। এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি হবে। উমরান মালিক অবশ্য থামতে নারাজ। এগিয়ে যেতে চান নিজের গতিতে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 06, 2022 1:06 PM IST