UEFA Champions League: ইস্তানবুলে ইতিহাস, পেপের হাত ধরে ইউরোপ সেরা ম্যান সিটি

Last Updated:

UEFA Champions League: ১৯৯৮-৯৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড একমাত্র ইউরোপিয়ান ক্লাব হিসেবে ত্রিমুকুট জয়ের নজির গড়েছিল আর তার প্রায় ২৫ বছর পর ম্যানচেস্টার সিটি পেপ গুয়েরদিওলার হাত ধরে সেই বিরল কৃতিত্ব ফের একবার ছুঁয়ে দেখাল৷

উয়েফা লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি Photo Courtesy- Manchester City/ Facebook Account
উয়েফা লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি Photo Courtesy- Manchester City/ Facebook Account
ইস্তানবুল:  ম্যানচেস্টার সিটি -র দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হল৷ ইউরোপিয়  ক্লাব ফুটবলে প্রথমবারের জন্য সেরার শিরোপা অর্থাৎ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিল তারা৷ ইস্তানবুলে আয়োজিত এবারের ফাইনালে ইন্টারমিলানকে ১-০ গোলে হারিয়ে একইসঙ্গে ত্রিমুকুট জয়ের নজির গড়লও তারা৷
ভারতীয় সময় অনুযায়ি গভীর রাতের ফাইনালে ম্যানচেস্টার সিটি বনাম ইন্টারমিলান ফাইনাল ঘিরে উত্তেজনা ছিল চরমে৷ ম্যান সিটি এদিন নিজেদের প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের জন্য মরিয়া হয়ে নেমেছিল৷ অন্যদিকে ইন্টারও কোনও কসুর করেনি৷ প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেননি পেপ গুয়েরদিওলার ছেলেরা৷ তার ওপর দলের ভরসার অন্য নাম কেভিন ডি ব্রুয়েন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ থেকে উঠে যান৷ কিন্তু খেলার ৬৮ মিনিটে রড্রি কোনও ভুল করেননি৷ এদিনের ম্যাচে একমাত্র গোলের মালিক তিনিই৷
advertisement
advertisement
রাইট চ্যানেল থেকে বল নিয়ে নেন আকাঞ্জি৷ সেটা সিলভাকে রাইট চ্যানেলে রিলিজ করতে গিয়ে বল মাঝে পাঠান৷ ডারমিয়ানের কাছ থেকে বলের ডিফ্লেকশন হয়৷ এরপরেই পেনাল্টির আবেদন হয়৷ যদি এই অবস্থাতেই রড্রি লুজ বল নিয়ে দুজনকে কাটিয়ে বল নেটে পৌঁছে দিতে সমর্থ হন৷
আতাতুর্ক অলিম্পিয়াটে নিজেদের খেতাব জয়ের জন্য এই গোলই তাদের জন্য সেরা মুহূর্ত প্রমাণিত হয়৷ পরের দিকে রোমেলু লুকাকু ইন্টার মিলানে পরিবর্ত হিসেবে নেমে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা করলেও গোলমুখ খুলতে পারেননি৷
advertisement
এদিনের জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগ, এফ এ কাপের পর উয়েফা চ্যাম্পিয়ন লিগও জিতে নিল তারা৷ আর ম্যানেজার হিসেবে ফের একবার নিজের প্রোফাইল আরও খানিকটা উজ্জ্বল করে নিলেন পেপ গুয়েরদিওলা৷
১৯৯৮-৯৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড একমাত্র ইউরোপিয়ান ক্লাব হিসেবে ত্রিমুকুট জয়ের নজির গড়েছিল আর তার প্রায় ২৫ বছর পর ম্যানচেস্টার সিটি পেপ গুয়েরদিওলার হাত ধরে সেই বিরল কৃতিত্ব ফের একবার ছুঁয়ে দেখাল৷
advertisement
সিটি প্রিমিয়ার লিগে আর্সেনালের কাছে থেকে মুকুট ছিনিয়েছে, এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে৷ পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথে যেতে রিয়েল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের মতো হেভিওয়েটদের হারিয়েছে৷
পেপ গুয়েরদিওলা বার্সিলোনা, বায়ার্ন মিউনিখের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতেছেন এবার জিতলেন ম্যানচেস্টার সিটির সঙ্গে৷ তিনি যে লিওনেল মেসিকে ছাড়াও ইউরোপ সেরা করতে পারেন নিজের দলকে তাই প্রমাণ করলেন আরও একবার৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
UEFA Champions League: ইস্তানবুলে ইতিহাস, পেপের হাত ধরে ইউরোপ সেরা ম্যান সিটি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement