U19 World Cup 2022: অ্যান্টিগায় রাজ বাওয়ার রাজত্ব, ইংল্যান্ড ক্রিকেটাররা খেলেন নাকানিচোবানি

Last Updated:

U19 World Cup 2022: রবি কুমার (Ravi Kumar) শুরু করেছিলেন দুই বড় রান সংগ্রহকারীদের তুলে নিয়ে প্রাথমিক ঝটকা দিয়ে আর রাজ বাওয়া কোমর্বিড ইংল্যান্ড দলকে কার্যত ভেন্টিলেশনে পৌঁছে দেন নিজের জ্বলওয়া স্পেলে৷

U19 World Cup Final: After Ravi Kuram it is a Raj Bawa show in Ind vs Eng  u19 cwc final- Photo Courtesy- Twitter
U19 World Cup Final: After Ravi Kuram it is a Raj Bawa show in Ind vs Eng u19 cwc final- Photo Courtesy- Twitter
#অ্যান্টিগা:  ভারত বনাম ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে (U19 World Cup Final)  রবি কুমার (Ravi Kumar) যে চমৎকার শুরুটা করে দারুণ মুখবন্ধটা লিখলেন, সেখান থেকেই পরিচ্ছেদের পর পরিচ্ছেদ লিখে ফাইনালের প্রথম ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিংকে একা হাতে বর্ণহীন করে দিলেন তরুণ রাজ বাওয়া (Raj Bawa)৷   ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) , অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালের  (U 19 World Cup Final) আগে থেকেই ফুটছিল , চড়ছিল পারদ৷ আর হাজার হাজার কিলোমিটার দূরে অ্যান্টিগায় যখন ফাইনালের দ্বিতীয় ওভার ও ম্যাচের চতুর্থ ওভারে ইংল্যান্ডের দুই দাপুটে ব্যাটকে- অর্থাৎ একজন ওপেনার ও অন্যজন অধিনায়ককে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়ে হিরো রবি কুমার (Ravi Kumar )৷ এরপর খেলাটা নিজের হাতে নিয়ে নিলেন রাজ বাওয়া (Raj Bawa)৷
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U19 World Cup 2022) কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে উইকেটের ঝুলি খালি ছিল এই ডানহাতি জোরে বোলারের কিন্তু বড় প্লেয়াররা বড় মঞ্চে জ্বলে ওঠেন এই কথাটাকেই যেন সত্যি প্রমাণ করে দিলেন সদ্য ১৯ পা দেওয়া রাজ বাওয়া (Raj Bawa)৷ তাঁর বলের ধার -গতি কিছুই যেন এদিন বুঝতে পারছিলেন না ইংলিশ ব্যাটসম্যানরা৷
advertisement
advertisement
২৭ রান করা জর্জ থমাসকে আউট করে তিনি প্রথম উইকেটের খাতা খোলেন৷ সেইটা জাস্ট ট্রেলর ছিল ৷ এরপর পিকচার আভি বাকি হ্যায় -র মতো তিনি একে একে তুলে নেন উইলিয়াম লক্সটন, জর্জ বেল, রেহান আহমেদকে৷ এরমধ্যে লক্সটন এবং বেল পরপর দুবলে আউট হন৷
advertisement
এরপরেই ট্যুইটার জুড়ে ট্রেন্ডিং আগুনে ফর্মে থাকা তরুণ রাজ বাওয়া(Raj Bawa) ৷ তাঁর বোলিং ধার নিয়ে বলিউড  এবং ক্রিকেট সব ধরণের ট্যুইট হতে থাকে৷
advertisement
advertisement
advertisement
রবি কুমার (Ravi Kumar) শুরু করেছিলেন দুই বড় রান সংগ্রহকারীদের তুলে নিয়ে প্রাথমিক ঝটকা দিয়ে আর রাজ বাওয়া কোমর্বিড ইংল্যান্ড দলকে কার্যত ভেন্টিলেশনে পৌঁছে দেন নিজের জ্বলওয়া স্পেলে৷
বাংলা খবর/ খবর/খেলা/
U19 World Cup 2022: অ্যান্টিগায় রাজ বাওয়ার রাজত্ব, ইংল্যান্ড ক্রিকেটাররা খেলেন নাকানিচোবানি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement