Viral Video: Balam Sammi গানের তালে নাচের সময় বাতকর্ম, পুরুষ সঙ্গীকে থাপ্পড় মারলেন মহিলা, তুমুল ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: পুষ্পা (Pushpa) ছবি ‘‘বালম সামি’ (Balam Sammi) গানের তালে তিনজনকে নাচতে দেখা গিয়েছে৷

 Viral Video: Man dancing with Balam Sammi song but done farting during dance- Photo- Facebook/ Videograb
Viral Video: Man dancing with Balam Sammi song but done farting during dance- Photo- Facebook/ Videograb
#কলকাতা: এখন সারা দুনিয়া নাচছে বালাম সামি-র তালে৷ দক্ষিণী বহুভাষিক সিনেমা এখন বলিউড (Bollywood) ছাড়িয়ে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে৷ দেশে-বিদেশে যাঁরা নাচতে পছন্দ করেন তাঁরা একবার এই গানের তালে নেচে নেননি এমনটা হয়নি৷ এমনকি সকলে এই সিনেমার অ্যাপ দিয়ে নিজেদেরকে আল্লু অর্জুনের পুষ্পা (Pushpa) লুকে সকলকে মাতোয়ারা করে দিয়েছেন৷
তাঁর জাদু এমনই যে সূদর অস্ট্রেলিয়ার ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নারও আল্লু অর্জুনের পুষ্পা লুকে বুঁদ হয়েছেন৷  দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
advertisement
ইনস্টাগ্রামে ডেভিড ওয়ার্নারের অফিসিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট হওয়া সেই ভিডিও দেখেছেন ৬৫ লক্ষেরও বেশি মানুষ৷ এবার আসা যাক সেই ভাইরাল ভিডিও -র কথায় যা এককথায় নিখাদ দিশি৷ দিব্যা কৃষ্ণণ নামের ফেসবুক হ্যান্ডেল থেকে সেই ভিডিওটি পোস্ট হয়েছে৷ যাতে পুষ্পা (Pushpa) ছবি ‘‘বালম সামি’ (Balam Sammi) গানের তালে তিনজনকে নাচতে দেখা গিয়েছে৷
advertisement
যাঁরা জানেন না তাঁদের জন্য বলার এই  ‘বালম সামি’ (Balam Sammi) গানের ভিডিও (Viral Video) ইতিমধ্যেই কোটি কোটি ভিউ পেয়েছে৷
advertisement
এই ভিডিও-র গানেই বুঁদ এখন দক্ষিণ থেকে উত্তর , পূর্ব থেকে পশ্চিম৷ তেমনিই দিব্যা কৃষ্ণণ -র হ্যান্ডেল থেকে শেয়ার হওয়া ভাইরাল ভিডিওটি অবশ্য আজবও (Bizzare)৷ বালম সামি গানের সঙ্গে নাচের সময় নাচে রত ব্যক্তি নাচের তালে কোমর দোলানোর সময় বাতকর্ম করে নেন৷ ভিডিওটি একেবারে পরিষ্কারভাবে ধরা পড়েছে তাঁর নাচের সেই মুহূর্ত৷
advertisement
দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
এদিকে বাতকর্মের জেরে আবার থাপ্পড়ও খেয়ে যাচ্ছে সেই ব্যক্তি এক মহিলার হাতে৷ মাত্র ৯ সেকেন্ডের এই ভিডিওয় এতটাই নাটকীয়তা (Bizzare) ভরা রয়েছে যে এই ভিডিও মুহূর্তেই পুষ্পার (Pushpa) গান ধরে ভাইরাল (Viral Video) হয়ে গেছে৷
advertisement
এই প্রোফাইল থেকে শেয়ার হওয়া এই ভিডিওটি ইতিমধ্যেই সুপার ভাইরাল ভিডিও-র তকমা পেয়েছে৷ এই ভিডিওটি দেখেছেন প্রায় ৬০ লক্ষ বার৷ শেয়ারও হয়েছে হাজার -হাজার৷ লাইকের সংখ্যা তো সোজা কথায় একেবারে অগুণতি৷ একে তো পুষ্পা (Pushpa) ভীষণভাবে দক্ষিণী ঘরনার ছবি হলেও নিজের ম্যাজিকে মুগ্ধ করছে আপামর দর্শককে৷ বলিউডের (Bollywood) নিজস্ব সিনেমায় যে ধরণের মেগা হিট নেই সেই ধরণের মেগা হিট এক দক্ষিণী ছবি হয়ে করে দেখিয়েছে৷ আর এই সিনেমার সঙ্গে যুক্ত গান -নাচ করেও এখন ভাইরাল ভিডিও  (Viral Video) তৈরি করে ফেলছেন বহু নেটিজেন৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: Balam Sammi গানের তালে নাচের সময় বাতকর্ম, পুরুষ সঙ্গীকে থাপ্পড় মারলেন মহিলা, তুমুল ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement