Viral Video: Balam Sammi গানের তালে নাচের সময় বাতকর্ম, পুরুষ সঙ্গীকে থাপ্পড় মারলেন মহিলা, তুমুল ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Viral Video: পুষ্পা (Pushpa) ছবি ‘‘বালম সামি’ (Balam Sammi) গানের তালে তিনজনকে নাচতে দেখা গিয়েছে৷
#কলকাতা: এখন সারা দুনিয়া নাচছে বালাম সামি-র তালে৷ দক্ষিণী বহুভাষিক সিনেমা এখন বলিউড (Bollywood) ছাড়িয়ে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে৷ দেশে-বিদেশে যাঁরা নাচতে পছন্দ করেন তাঁরা একবার এই গানের তালে নেচে নেননি এমনটা হয়নি৷ এমনকি সকলে এই সিনেমার অ্যাপ দিয়ে নিজেদেরকে আল্লু অর্জুনের পুষ্পা (Pushpa) লুকে সকলকে মাতোয়ারা করে দিয়েছেন৷
তাঁর জাদু এমনই যে সূদর অস্ট্রেলিয়ার ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নারও আল্লু অর্জুনের পুষ্পা লুকে বুঁদ হয়েছেন৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
advertisement
ইনস্টাগ্রামে ডেভিড ওয়ার্নারের অফিসিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট হওয়া সেই ভিডিও দেখেছেন ৬৫ লক্ষেরও বেশি মানুষ৷ এবার আসা যাক সেই ভাইরাল ভিডিও -র কথায় যা এককথায় নিখাদ দিশি৷ দিব্যা কৃষ্ণণ নামের ফেসবুক হ্যান্ডেল থেকে সেই ভিডিওটি পোস্ট হয়েছে৷ যাতে পুষ্পা (Pushpa) ছবি ‘‘বালম সামি’ (Balam Sammi) গানের তালে তিনজনকে নাচতে দেখা গিয়েছে৷
advertisement
আরও পড়ুন - Viral News: কোথা থেকে পেলেন এত সৌন্দর্য্য, Urfi Javed-র মা ও বোনের অপূর্ব রূপ দেখলে চোখ ফেরানো যাবে না
যাঁরা জানেন না তাঁদের জন্য বলার এই ‘বালম সামি’ (Balam Sammi) গানের ভিডিও (Viral Video) ইতিমধ্যেই কোটি কোটি ভিউ পেয়েছে৷
advertisement
এই ভিডিও-র গানেই বুঁদ এখন দক্ষিণ থেকে উত্তর , পূর্ব থেকে পশ্চিম৷ তেমনিই দিব্যা কৃষ্ণণ -র হ্যান্ডেল থেকে শেয়ার হওয়া ভাইরাল ভিডিওটি অবশ্য আজবও (Bizzare)৷ বালম সামি গানের সঙ্গে নাচের সময় নাচে রত ব্যক্তি নাচের তালে কোমর দোলানোর সময় বাতকর্ম করে নেন৷ ভিডিওটি একেবারে পরিষ্কারভাবে ধরা পড়েছে তাঁর নাচের সেই মুহূর্ত৷
advertisement
দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
এদিকে বাতকর্মের জেরে আবার থাপ্পড়ও খেয়ে যাচ্ছে সেই ব্যক্তি এক মহিলার হাতে৷ মাত্র ৯ সেকেন্ডের এই ভিডিওয় এতটাই নাটকীয়তা (Bizzare) ভরা রয়েছে যে এই ভিডিও মুহূর্তেই পুষ্পার (Pushpa) গান ধরে ভাইরাল (Viral Video) হয়ে গেছে৷
advertisement
এই প্রোফাইল থেকে শেয়ার হওয়া এই ভিডিওটি ইতিমধ্যেই সুপার ভাইরাল ভিডিও-র তকমা পেয়েছে৷ এই ভিডিওটি দেখেছেন প্রায় ৬০ লক্ষ বার৷ শেয়ারও হয়েছে হাজার -হাজার৷ লাইকের সংখ্যা তো সোজা কথায় একেবারে অগুণতি৷ একে তো পুষ্পা (Pushpa) ভীষণভাবে দক্ষিণী ঘরনার ছবি হলেও নিজের ম্যাজিকে মুগ্ধ করছে আপামর দর্শককে৷ বলিউডের (Bollywood) নিজস্ব সিনেমায় যে ধরণের মেগা হিট নেই সেই ধরণের মেগা হিট এক দক্ষিণী ছবি হয়ে করে দেখিয়েছে৷ আর এই সিনেমার সঙ্গে যুক্ত গান -নাচ করেও এখন ভাইরাল ভিডিও (Viral Video) তৈরি করে ফেলছেন বহু নেটিজেন৷
Location :
First Published :
February 04, 2022 3:38 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: Balam Sammi গানের তালে নাচের সময় বাতকর্ম, পুরুষ সঙ্গীকে থাপ্পড় মারলেন মহিলা, তুমুল ভাইরাল ভিডিও