U19 World Cup Final: ইংল্যান্ডের বিরুদ্ধে আগুনে শুরু ভারতের, রবি কুমারের তেজে ছারখার ব্রিটিশ সিংহরা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
U19 World Cup Final: দেখে নিন সেই জ্যাকব বেথেল ও অধিনায়ক টম প্রেস্টের আউট দুটি৷ দেখে নিন রবি কুমারের দুরন্ত বোলিং অ্যাকশন৷
#অ্যান্টিগা: ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) , অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালের (U 19 World Cup Final) আগে থেকেই ফুটছিল , চড়ছিল পারদ৷ আর হাজার হাজার কিলোমিটার দূরে অ্যান্টিগায় যখন ফাইনালের দ্বিতীয় ওভার ও ম্যাচের চতুর্থ ওভারে ইংল্যান্ডের দুই দাপুটে ব্যাটকে- অর্থাৎ একজন ওপেনার ও অন্যজন অধিনায়ককে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়ে হিরো রবি কুমার (Ravi Kumar )৷
বাঁহাতি পেসার রবি কুমার (Ravi Kumar ) এর আগেও নতুন বলে নিজের কামাল দেখিয়েছেন৷ বাংলাদেশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নিজের তৃতীয় বলে উইকেট নিয়েছিলেন৷ সেমিফাইনালে নিজের প্রথম বলে উইকেট নিয়েছিলেন৷ আর ফাইনালে নিজের প্রথম ওভারের পঞ্চম বলে উইকেট নেন৷ আর উইকেট এল তাঁর দ্বিতীয় ওভারের তৃতীয় বলে৷
রবি কুমারের ((Ravi Kumar )) ঝাঁঝে ব্রিটিশ সিংহরা তখন জ্বলছে৷ আর নেটিজেনরা রবি কুমারের প্রশংসায় ধন্য ধন্য করছেন৷ একটা বিশ্বকাপের ফাইনালে পরপর দু ওভারে দুই উইকেট তুলে নেওয়া, একেই তো বলে স্বপ্নের স্টার্ট৷
advertisement
advertisement
আরও পড়ুন - 1000 ODI: ক্রিকেটে নয়া ইতিহাস ভারতের, Ind vs WI-র আগে উচ্ছ্বসিত সচিন দিলেন আগাম শুভেচ্ছা
এদিনের স্বপ্নের শুরুর পরেই রবি কুমারের বাংলাদেশের বিরুদ্ধে নেওয়া উইকেটের ভিডিও ফের ভাইরাল হয়ে যায়৷ দেখে নিন ঠিক কীভাবে তরুণ রবি কুমারের বল বুঝতে পারছেন না বিপক্ষেরা৷ দেখে নিন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U19 World Cup 2022) কোয়ার্টার ফাইনালে রবি কুমারের করা বল৷
advertisement
\°/
TIMBER ! 🥵 Mohammad Mahfijul Islam bowled out by Ravi Kumar and Bangladesh U19 at 3/1.#U19CWC2022 | #INDU19vBANU19 pic.twitter.com/3JqwXZiPIK — ICC Media (@ICCMedia) January 29, 2022
এদিকে হিরোর বন্দনায় নেট দুনিয়া৷ রবি কুমারের করা পরপর দুটি আউটের ভিডিও এখন ওয়েব প্ল্যাটফর্মে ভাইরাল৷ যদি ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) অনুর্ধ্ব ১৯ ফাইনালে (U 19 World Cup Final) রবি কুমারের (Ravi Kumar ) বিধ্বংসী ফার্স্ট স্পেল মিস করে থাকেন তাহলে দেখে নিন সেই জ্যাকব বেথেল ও অধিনায়ক টম প্রেস্টের আউট দুটি৷ দেখে নিন রবি কুমারের দুরন্ত বোলিং অ্যাকশন৷
advertisement
#INDvENG#Under19WorldCup2022 #ravikumar Ravikumar 🔥🔥🔥🔥 U19 world cup pic.twitter.com/nlFRFSWc5u
— Trend_PowerStar (@Gopirockstar3) February 5, 2022
এদিকে রবি কুমারের পর ইংল্যান্ডের টপ অর্ডারকে ধাক্কা দেয় রাজ বাওয়া (Raj Bawa)৷ তিনি ওপেনার জর্জ থমাসকে তুলে নেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 05, 2022 7:39 PM IST