1000 ODI: ক্রিকেটে নয়া ইতিহাস ভারতের, Ind vs WI-র আগে উচ্ছ্বসিত সচিন দিলেন আগাম শুভেচ্ছা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সচিন (Sachin Tendulkar) ১০০০তম ম্যাচের (1000 ODI) জন্য শুভেচ্ছাবার্তা নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইটও করেন৷ বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানিয়েছেন, ‘‘বায়ো বাবল প্রটোকল মেনে ১০০০তম ম্যাচের (1000 ODI) জন্য সেলিব্রেশন করা হবে৷ ’’
#আহমেদাবাদ: ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচ খেলা হবে রবিবার৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (India vs West Indies) এই ম্যাচ শুধু আর পাঁচটা ভারতের একদিনের ম্যাচের মতো নয়, এই ম্যাচ ক্রিকেট ইতিহাসের এক ঐতিহাসিক ম্যাচ৷ ভারতীয় ক্রিকেট দল একদিনের ম্যাচে ১০০০তম (1000 ODI) আন্তর্জাতিক ম্যাচ খেলবে এই দিনে৷ রবিবার ৬ ফেব্রুয়ারি এই ম্যাচ খেলার সঙ্গে সঙ্গে পৃথিবীর প্রথম ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবে এই ১০০০ ম্যাচ খেলার (1000 ODI) নজির গড়বে৷ মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar) এই ঐতিহাসিক মুহূ্র্তের সন্ধিক্ষণে দাঁড়িয়ে উচ্ছ্বসিত৷ বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) জানিয়েছেন বিসিসিআই ১০০০তম ম্যাচ (1000 ODI) নিয়ে কী ভাবছে৷
ভারত এখনও অবধি ৯৯৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে৷ যার মধ্যে ৫১৮ টি ম্যাচ ভারত জিতেছে আর হেরেছে ৪৩১ টি ম্যাচ৷ দেশ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবার এক নয়া ইতিহাস গড়বে৷ তাই সেই ইতিহাসের সামনে দাঁড়িয়ে উচ্ছ্বসিত গোটা দেশের ক্রিকেট তারকা থেকে ক্রিকেট ফ্যান সকলেই৷ বিসিসিআই (BCCI) এবং প্রাক্তন ক্রিকেটাররা সকলেই এই ১০০০ তম (1000 ODI) একদিনের ম্যাচ খেলার ঐতিহাসিক মুহূর্তে সেলিব্রেট করছে৷
advertisement
advertisement
মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar) এই ঐতিহাসিক মুহূ্র্তের সন্ধিক্ষণে বলেছেন, ‘‘ভারত ১০০০তম একদিনের ম্যাচ (1000 ODI) খেলবে, দারুণ মাইলস্টোন৷ প্রথম একদিনের ম্যাচ খেলা হয়েছিল ১৯৭৪ সালে৷ এটা সম্ভব হয়েছে, প্রাক্তন ক্রিকেটার, বর্তমান ক্রিকেটার, প্রাক্তন বোর্ড সদস্য এবং বর্তমান বোর্ড সদস্যদের জন্য৷’’
advertisement
তিনি আরও বলেন, ‘‘আমি বলতে চাই এটা আমাদের গোটা দেশের জন্য একটা অ্যাচিভমেন্ট , আমি আশা করি ভারতীয় ক্রিকেট আরও বড় থেকে বড় হবে৷ আমি ওঁদের অনেক শুভেচ্ছা জানাই আগামী সিরিজ এবং ১০০০তম ম্যাচের (1000 ODI) জন্য৷ ’’
advertisement
সচিন (Sachin Tendulkar) ১০০০তম ম্যাচের (1000 ODI) জন্য শুভেচ্ছাবার্তা নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইটও করেন৷
Many congratulations to #TeamIndia & @BCCI for this monumental milestone of 1000 ODIs!
It’s been a wonderful journey all these years for players, fans & everyone associated with the game. pic.twitter.com/VqlsVlQOQy — Sachin Tendulkar (@sachin_rt) February 4, 2022
advertisement
করোনা ভাইরাস অতিমারির সময়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই তিনটি একদিনের ম্যাচ খেলা হবে৷ গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছেন এই ঐতিহাসিক ম্যাচেও কোনও দর্শককে মাঠে ঢুকতে দেওয়া হবে না, করোনার অতিমারি আটাকাতে৷
বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানিয়েছেন, ‘‘বায়ো বাবল প্রটোকল মেনে ১০০০তম ম্যাচের (1000 ODI) জন্য সেলিব্রেশন করা হবে৷ ’’
advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘‘না সেরকম কিছু নয়, যা হবে বায়োবাবলে হবে, বিস্তারিত সেলিব্রেশন হবে না, কারণ কোভিড ১৯ প্রটোকল মেনে তা সম্ভব নয়৷ যে কোনও পরিস্থিতিতেই ম্যাচ কোভিড ১৯ প্রটোকল মেনেই হবে৷’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 04, 2022 11:33 PM IST