U19 World Cup Final: বিরাট ভাইয়ার ফোন পেয়ে উচ্ছ্বসিত অনুর্ধ্ব ১৯ -র ক্রিকেটাররা, সোশ্যাল মিডিয়া শেয়ার ভিডিও চ্যাটের ছবি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
U19 World Cup Final: বিরাটের (Virat Kohli) টিপস পেয়ে দারুণ খুশি৷ বিভিন্ন ক্রিকেটাররাই নিজেদের সোশ্যাল হ্যান্ডেলের স্ট্যাটাসে বিরাটের সঙ্গে ভিডিও চ্যাটের ছবি শেয়ার করেছেন৷
#অ্যান্টিগা: ভারতের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U19 WC) অধিনায়ক যশ ধুলের (Yash Dhull) ব্যাটিং দাপটে ভারত চতুর্থবার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে প্রবেশ করেছে৷ রেকর্ড চারবার চ্যাম্পিয়ন ভারত এবার শনিবার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালের আগে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) অনুর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন৷ আর তা নিয়ে তরুণ এই ক্রিকেটাররা দারুণ উচ্ছ্বসিত৷ বিরাট কোহলির নেতৃত্বাধীন অনুর্ধ্ব ১৯ দল বিশ্বকাপ জিতেছিল৷ পাশাপাশি জাতীয় দলেও অধিনায়ক বিরাটের দারুণ রেকর্ড৷ সেই বিরাটের (Virat Kohli) টিপস পেয়ে দারুণ খুশি৷ বিভিন্ন ক্রিকেটাররাই নিজেদের সোশ্যাল হ্যান্ডেলের স্ট্যাটাসে বিরাটের সঙ্গে ভিডিও চ্যাটের ছবি শেয়ার করেছেন৷
কৌশল তাম্বে (Kaushal Tambe) থেকে রাজবর্ধন হানগারগেকর সকলের স্ট্যাটাসেই বিরাটের সেই ভিডিও চ্যাটের ছবি উজ্জ্বল৷ তাম্বে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে ভিডিও চ্যাট শেয়ার করে জানিয়েছেন বিরাট কোহলি তাঁদের জরুরি টিপস দিয়েছেন৷ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালের আগে অনলাইনে বিরাট কোহলির সঙ্গে কথা বলেছেন ভারতীয় দলের ক্রিকেটাররা৷

advertisement
advertisement
কৌশল তাম্বে (Kaushal Tambe) বিরাট কোহলির সঙ্গে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘ফাইনালের আগে গ্রেটেস্ট অফ অল টাইমের থেকে কিছু জরুরি পরামর্শ৷’’

advertisement
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের শানদার প্রদর্শন দেখিয়ে নিজের ছাপ ছেড়ে রাজবর্ন হেঙ্গরগেকর (Rajvardhan Hangargekar) যুবা ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে কথা বলার সময় স্ক্রিনগ্র্যাব করেছিলেন৷ রাজবর্ধন নিজের পোস্টে লেখেন, ‘‘বিরাট কোহলি ভাইয়ার সঙ্গে কথা বলা সত্যিই দারুণ ছিল৷ জীবন এবং ক্রিকেটের বাড়িতে মহত্বপূর্ণ জিনিস শিখেছি৷ যা আমাদের আগামী সময়ে আরও ভাল করবে৷’’
advertisement
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের যশ ধুল (Yash Dhull) ইতিহাসে শতরান করা তৃতীয় ভারতীয় অধিনায়ক হলেন৷ এর আগে বিরাট কোহলি (২০০৮) এবং উন্মুক্ত চাঁদ (২০১২) তে শতরান করেছিলেন৷ এই অধিনায়কই অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিলেন৷ তাই এবার যশ ধুলের শতরানও ফের একবার ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্বপ্ন দেখাচ্ছে রেকর্ড অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলকে আরও একবার বিশ্বকাপ জিতিয়ে দেওয়ার৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 04, 2022 8:09 PM IST