U19 World Cup: বিশ্বকাপের মাঠে তুলকালাম, মেডিক্যাল স্টাফের ‘এই’ কাজ এখন ভাইরাল

Last Updated:
আইসিসি-র অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে মেডিক্যাল স্টাফদের নিয়ে একটি মজার ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল (Viral Video) হয়ে যায়৷ সেখানে এক মেডিক্যাল স্টাফ (Medical Staff) বিলবোর্ড টপকাতে গিয়ে ছড়িয়ে একাকার করেন৷
1/5
#অ্যান্টিগা: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ (U19 World Cup) শনিবার শেষ হবে নিজেদের মেগা ইভেন্ট ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) ফাইনাল দিয়ে৷ এই টুর্নামেন্টে থেকে বহু তরুণ প্রতিভা নজর কাড়ল, বহু দল দাপট দেখাল৷ এবার অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ফাইনাল হবে৷ তার আগে আইসিসি-র অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে মেডিক্যাল স্টাফদের নিয়ে একটি মজার ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল (Viral Video) হয়ে যায়৷ সেখানে এক মেডিক্যাল স্টাফ (Medical Staff) বিলবোর্ড টপকাতে গিয়ে ছড়িয়ে একাকার করেন৷Photo Courtesy/ Instagram Video Grab
#অ্যান্টিগা: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ (U19 World Cup) শনিবার শেষ হবে নিজেদের মেগা ইভেন্ট ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) ফাইনাল দিয়ে৷ এই টুর্নামেন্টে থেকে বহু তরুণ প্রতিভা নজর কাড়ল, বহু দল দাপট দেখাল৷ এবার অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ফাইনাল হবে৷ তার আগে আইসিসি-র অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে মেডিক্যাল স্টাফদের নিয়ে একটি মজার ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল (Viral Video) হয়ে যায়৷ সেখানে এক মেডিক্যাল স্টাফ (Medical Staff) বিলবোর্ড টপকাতে গিয়ে ছড়িয়ে একাকার করেন৷Photo Courtesy/ Instagram Video Grab
advertisement
2/5
আইসিসি-র ভিডিও শেয়ার থেকে দেখা যায় দুজন মেডিক্যাল স্টাফ (Medical Staff) দৌড়ে দৌড়ে মাঠে ঢুকছেন৷ বিলবোর্ড টপকাতে গিয়ে ভারী চেহারার পুরুষ মেডিক্যাল স্টাফের (Medical Staff) সামাণ্য অসুবিধা হয়৷ Photo Courtesy/ Instagram Video Grab
আইসিসি-র ভিডিও শেয়ার থেকে দেখা যায় দুজন মেডিক্যাল স্টাফ (Medical Staff) দৌড়ে দৌড়ে মাঠে ঢুকছেন৷ বিলবোর্ড টপকাতে গিয়ে ভারী চেহারার পুরুষ মেডিক্যাল স্টাফের (Medical Staff) সামাণ্য অসুবিধা হয়৷ Photo Courtesy/ Instagram Video Grab
advertisement
3/5
দ্বিতীয়বারের চেষ্টাতেও তিনি ব্যর্থ হন৷ তারপরেই তিনি লাফিয়ে ওই বাউন্ডারি রোপের ধারের বিলবোর্ড টপকাতে গিয়ে সব ভেঙে দিয়ে মাঠে ঢোকেন৷Photo Courtesy/ Instagram Video Grab
দ্বিতীয়বারের চেষ্টাতেও তিনি ব্যর্থ হন৷ তারপরেই তিনি লাফিয়ে ওই বাউন্ডারি রোপের ধারের বিলবোর্ড টপকাতে গিয়ে সব ভেঙে দিয়ে মাঠে ঢোকেন৷Photo Courtesy/ Instagram Video Grab
advertisement
4/5
তাঁর সঙ্গী মহিলা মেডিক্যাল অফিসারও তাঁকে সঙ্গ দেন৷ এরপরেই এই মজার ভিডিও শেয়ার করে আইসিসি৷ তবে এত দ্রুত এই ভিডিও ভাইরাল হয় যে আইসিসি অবশ্য এই ভিডিও নিজেদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে তা ডিলিট করে দেয়৷ Photo Courtesy/ Instagram Video Grab
তাঁর সঙ্গী মহিলা মেডিক্যাল অফিসারও তাঁকে সঙ্গ দেন৷ এরপরেই এই মজার ভিডিও শেয়ার করে আইসিসি৷ তবে এত দ্রুত এই ভিডিও ভাইরাল হয় যে আইসিসি অবশ্য এই ভিডিও নিজেদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে তা ডিলিট করে দেয়৷ Photo Courtesy/ Instagram Video Grab
advertisement
5/5
কিন্তু ততক্ষণে এই ভিডিও -না পাওয়া গেলেও স্ক্রিন গ্র্যাব থেকে ভাইরাল মজার (Viral Video) মোমেন্ট এখনও শেয়ার হয়ে গেছে৷ আর ভিডিও-র শেষে ভাঙা বিলবোর্ড ফুটবলের ঢঙে ঠেলে দিচ্ছেন৷ Photo Courtesy/ Instagram Video Grab
কিন্তু ততক্ষণে এই ভিডিও -না পাওয়া গেলেও স্ক্রিন গ্র্যাব থেকে ভাইরাল মজার (Viral Video) মোমেন্ট এখনও শেয়ার হয়ে গেছে৷ আর ভিডিও-র শেষে ভাঙা বিলবোর্ড ফুটবলের ঢঙে ঠেলে দিচ্ছেন৷ Photo Courtesy/ Instagram Video Grab
advertisement
advertisement
advertisement