U19 World Cup 2026: আলি রাজা এ কী করলেন! ক্রিকেটের ‘এ-বি-সি-ডি’ ভুলে গেলেন, না হলে এভাবে আউট হয়, রইল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
U19 World Cup 2026: Pakistan U-১৯ ব্যাটার Ali Raza-র অদ্ভুত রান-আউট ভাইরাল, দেখুন ভিডিও
কলকাতা: পাকিস্তানের আলি রাজা (Ali Raza) ক্রিকেটে সবচেয়ে অদ্ভুত রান-আউটের শিকার হলেন৷ যে দেখেছে তাঁদেরই মনে হচ্ছে তরুণ ক্রিকেটার রান নিতে গিয়ে ক্রিজে ফিরে আসার কথা ভুলে গিয়েছিলেন।
প্রত্যেক ক্রিকেটারের কেরিয়ারে কিছু মুহূর্ত থাকে, যেগুলি তারা আর ফিরে দেখতে চায় না এবং চায় কোনওভাবেই যেন অন্য সকলেও এই ঘটনা ভুলে যায়৷ পাকিস্তানের তরুণ পেসার আলি রেজা এই ভয়ানক কাণ্ড করলেন ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ চলাকালীন৷ শুক্রবার ১৬ জানুয়ারি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ম্যাচে এই ঘটনা ঘটে৷
নন-স্ট্রাইকার এন্ডে ৪৭তম ওভারে তিনি ছিলেন৷ তখন পাকিস্তানের দরকার ছিল ৩৮ রান, হাতে ছিল মাত্র ১ উইকেট। তার সঙ্গী টেলএন্ডার মোমিন কোমার, তৃতীয় বলটি ডিপ মিড-উইকেটে মেরে এক রান নেওয়ার জন্য দৌড়ন। রাজা আরামে স্ট্রাইকার এন্ডে পৌঁছে যান, কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাট ক্রিজে ঠেকাননি। তখন ডিপ থেকে থ্রো আসছিল, তিনি কোনো কারণে পিছনে হেলে যান, যেন উইকেটকিপার বলটা নিতে পারেন।
advertisement
advertisement
দেখতে সাধারণ রিফ্লেক্স মনে হলেও, রাজা-র দুর্ভাগ্য, তিনি মনে হয় ক্রিজে ফিরে আসার কথা ভুলে গিয়েছিলেন। ইংল্যান্ডের অধিনায়ক থমাস রিউ উচ্ছ্বসিত হয়ে বল তুলে বেল ফেলে দেন, আর রাজা ক্রিজের বাইরে ছিলেন। পাকিস্তানের শেষ উইকেট পড়ে যায় সবচেয়ে অদ্ভুতভাবে, আর তাঁরা ৩৭ রানে হেরে যায়।
এখানে দেখুন:
advertisement
এদিনের ইংল্যান্ড বনাম পাকিস্তান বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ছিল। ক্যালেব ফ্যালকনারের ৬৬ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২১০/১০ তোলে৷ পাকিস্তানের বোলিং ছিল দারুণ, আর রাজা দুটি উইকেট নেন, যার মধ্যে ফ্যালকনের উইকেট ছিল।
advertisement
পাকিস্তানের ব্যাটিং এদিন কোনও সময়েই ভরসা দিতে পারেনি। ক্যাপ্টেন ফারহান ইউসাফ ছাড়া কেউ ২০ রানের গন্ডি পার করতে পারেনি, তিনি করেন ৬৫ রান।
“মনে হচ্ছিল আমরা হাফওয়ে স্টেজে পিছিয়ে আছি,” ম্যাচের পরে Rew বলেন। “কিছুটা কম ছিল, কিন্তু গ্রাউন্ডসম্যানদের অনেক ধন্যবাদ দিতে হবে। খেলা পাওয়াটাই ছিল অবিশ্বাস্য। আমাদের জন্য বড় ব্যাপার ছিল স্টাম্পের ওপর থেকে না সরা। ফিল্ডিংয়ে সেটার প্রমাণ দিয়েছি। কিছু ভালো ক্যাচও ধরেছি। প্রথম দুইটা ওয়ার্ম-আপ ম্যাচ থেকে কিছু মোমেন্টাম পেয়েছি। আমরা ভালো অবস্থায় আছি। প্রথম ম্যাচ জেতাটা দারুণ।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 17, 2026 5:29 PM IST









