জাতীয় স্তরে রুপো জয় জঙ্গলমহলের দুই কন্যার, ফের সাফল্য ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির!

Last Updated:

বাংলার কোচদের ভূমিকা ও সঠিক প্রশিক্ষণের ফলেই বার বার জাতীয় স্তরের প্রতিযোগিতায় সাফল্য আসছে বলে দাবি তিরন্দাজি অ্যাকাডেমির কর্তাদের।

জাতীয় স্তরে সাফল্য দুই বাঙালি তিরন্দাজের৷
জাতীয় স্তরে সাফল্য দুই বাঙালি তিরন্দাজের৷
রাজু সিং, ঝাড়গ্রাম: ফের জাতীয় স্তরে বাংলার তিরন্দাজদের সাফল্য, জঙ্গলমহলের ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি থেকে সাফল্য অর্জন করল জঙ্গলমহলের দুই কন্যা। ৬৯তম জাতীয় স্কুল গেমস ২০২৫-২৬-এ মেয়েদের কম্পাউন্ড টিম ইভেন্টে রৌপ্য পদক জিতল তারা। ন্যাশনাল স্কুল গেমস আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে বাংলার কয়েকজন জন তিরন্দাজি প্রতিযোগী। তারমধ্যে ঝাড়গ্রামের চার জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বিদিশা রায় এবং পিউ রায়কে এই দুই জন কম্পাউন্ড রাউন্ডে অংশগ্রহণ করে। ফাইনাল রাউন্ডে উঠে টিম ইভেন্টে রৌপ্য পদক জেতে তারা।
বাংলার কোচদের ভূমিকা ও সঠিক প্রশিক্ষণের ফলেই বার বার জাতীয় স্তরের প্রতিযোগিতায় সাফল্য আসছে বলে দাবি তিরন্দাজি অ্যাকাডেমির কর্তাদের। বর্তমানে সুরজিৎ দাস, সৌভিক দে এবং কৃতি কুর্মি রয়েছেন কোচের ভূমিকায়। শুধু এবারেই নয় জাতীয় স্তরে ধারাবাহিক ভাবে ভাল ফল করছেন বাংলার তীরন্দাজরা। ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির প্রতিযোগী ও প্রশিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্করও। তিনি বলেন, এই গর্ব শুধু ঝাড়গ্রামের নয় গোটা বাংলার।
advertisement
advertisement
বাংলার কোচ সুরজিৎ দাস বলেন, ফের আমরা দেশীয় মঞ্চে সফলতা পেলাম, আগামী দিনে আমরা এভাবেই প্রশিক্ষণ দিয়ে যাবো যাতে বাংলার মান সর্বোচ্চ স্তরে উন্নীত হয়।
রাজ্যে প্রথম এই অ্যাকাডেমি তৈরির উদ্যোগ নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের ঘোড়াধরা স্টেডিয়ামের পাশের জমিতে এই অ্যাকাডেমি গড়ে উঠেছে প্রতিভাবান তিরন্দাজদের জন্য। জঙ্গলমহলের বাসিন্দাদের অনেকেই যেহেতু তির ধনুক চালানোয় দক্ষ, তাই তাঁদের সেই দক্ষতার কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী এই অ্যাকাডেমি গড়ার নির্দেশ দেন। অ্যাকাডেমি শুরুর পর থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিক প্রতিয়গী নজর কেড়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে সোনা, রুপো, ব্রোঞ্জ জিতেছে এই অ্যাকাডেমিতে প্রশিক্ষণাধীন তিরন্দাজরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
জাতীয় স্তরে রুপো জয় জঙ্গলমহলের দুই কন্যার, ফের সাফল্য ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির!
Next Article
advertisement
Birbhum News: রান্নার গ্যাসের ভর্তুকির টোপ, বীরভূমে ফাঁদে পা দিয়ে অনেকের সর্বনাশ! কীভাবে প্রতারণা? সাবধান হোন আগেভাগে
রান্নার গ্যাসের ভর্তুকির টোপ, বীরভূমে ফাঁদে পা দিয়ে অনেকের সর্বনাশ!কীভাবে চলছে প্রতারণা?
  • পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারকেরা নিজেদের গ্যাস অফিসের কর্মী পরিচয় দিয়ে প্রথমে ফোন করে। ভর্তুকির টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি, এই অজুহাতে গ্রাহকদের গ্যাস কার্ড নম্বর ও ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement