ফুটবল খেলে রেলে চাকরি! মোরাদাবাদের নাসির এখন শিশুদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করেন
- Published by:Suman Majumder
- local18
- Written by:Trending Desk
Last Updated:
নাসির কামালের অনেক ছাত্র আছে, যাঁরা স্পোর্টস কোটার মাধ্যমে চাকরি পেয়ে আবগারি বিভাগ, পুলিশসহ অনেক বিভাগে কাজ করছেন।
কলকাতা: নাসির কামাল ইউপির মোরাদাবাদে একসময় ফুটবলার ছিলেন। ফুটবল খেলার সময় তিনি ক্রীড়া কোটার মাধ্যমে রেলওয়েতে প্রধান টিকিট পরিদর্শকের চাকরি পান। এর পরও তিনি হাল ছাড়েননি। আজও তিনি ফুটবল খেলেন এবং শিশুদের অনুশীলন করান। জ্ঞান তিনি কুক্ষিগত করে রাখেননি। নাসির কামাল এখনও পর্যন্ত শত শত শিশুকে স্বাবলম্বী করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। শিশুদের খেলাধুলায় নিয়ে এসে তাদের সফল করাই তাঁর একমাত্র লক্ষ্য। নাসির কামালের অনেক ছাত্র আছে, যাঁরা স্পোর্টস কোটার মাধ্যমে চাকরি পেয়ে আবগারি বিভাগ, পুলিশসহ অনেক বিভাগে কাজ করছেন।
এখনও পর্যন্ত ২৪ জন খেলোয়াড় জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন –
মহম্মদ নাসির কামাল বলেন, আমি মোরাদাবাদ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। ২০১৩ সাল থেকে আমরা এখানে ফুটবল অ্যাসোসিয়েশনের দায়িত্ব পেয়েছি। জাতীয় প্রতিযোগিতায় ২৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে, যার মধ্যে পুরুষ ও মহিলা উভয়ই রয়েছে। এছাড়া আমি নিয়মিত শিশুদের ফুটবলের প্রশিক্ষণ দিয়ে থাকি। এই ২৪ জন খেলোয়াড় ছাড়াও আমি কয়েক ডজন শিশুকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করেছি।
advertisement
advertisement
আরও পড়ুন- টোটো নিয়ে হাজার অভিযোগ! এই ‘টোটো দিদি’-র কথা শুনলে গর্ব হবে
চাকরি শুরু হয় ১৯৯৩ সালে –
তিনি বলেন, আমি ১৯৯২ সালে সন্তোষ ট্রফি খেলেছি এবং ১৯৯৩ সালে স্পোর্টস কোটার মাধ্যমে চাকরি পেয়েছি। এর আগে পরিস্থিতি খুবই কঠিন ছিল। আমরা ঘরের বাইরে না গিয়েই লুকিয়ে লুকিয়ে খেলতাম। অনেক সময় আমাদের মারধরও করা হত। পরিবারের সদস্যরা বলতেন আগে পড়াশোনায় মন দিতে হবে, কিন্তু খেলাধুলায় বেশি মনোযোগ দিতাম। এই কারণে বাড়িতে তিরস্কারের মুখে পড়তে হয়েছে। ধীরে ধীরে আমরা খেলাধুলার দিকে এগিয়ে গেলাম এবং খেলাধুলার মাধ্যমেই আমরা সাফল্যের পথ বেছে নিলাম। তারপর আমি রেলওয়েতে চিফ টিকিট ইন্সপেক্টর পদের জন্য নির্বাচিত হলাম।
advertisement
স্টেডিয়ামে অনেক সমস্যা আছে –
তিনি বলেন, আমরা যখন দায়িত্ব গ্রহণ করি তখন মোরাদাবাদে ক্রীড়া মাফিয়াদের আধিপত্য ছিল। আমরা ধীরে ধীরে এটি নির্মূল করার চেষ্টা করেছি, তবে কিছু লোক এখনও এটি দখল করে রেখেছে। শিশুরা স্টেডিয়ামে অবাধে অনুশীলন করতে না পারায় বিশেষ করে মেয়েদের নানা সমস্যায় পড়তে হয়। তবে ধীরে ধীরে পরিস্থিতি ভাল হচ্ছে এবং আমাদের চেষ্টা হচ্ছে বেশি বেশি করে শিশু যেন খেলাধুলায় আসে এবং সাফল্যের দিকে এগিয়ে যায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 09, 2025 7:27 PM IST