বাঙালিকে হেনস্থা ভিন রাজ্যে! প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী, এবার সৌরভ গঙ্গোপাধ্যায় যা বললেন...
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by: EERON ROY BARMAN
Last Updated:
Sourav Ganguly- ওড়িশা, অসম, মহারাষ্ট্র, হরিয়ানার মতো একাধিক রাজ্যে বাঙালির প্রতি এই বিদ্বেষমূলক মানসিকতা নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই প্রসঙ্গ এদিন তোলা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে।
কলকাতা : বাঙালির উপর নিপীড়ন নিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে বাংলা-ওড়িশার লড়াই৷ ওড়িশা সরকারের হলফনামা চেয়েছিল কলকাতা হাইকোর্ট৷ যদিও তাঁদের রাজ্যে বাঙালিদের প্রতি কোনও বিদ্বেষ নেই বলেই আদালতে দাবি করেছেন ওড়িশা সরকারের অ্যাডভোকেট জেনারেল৷ বাঙালিদের ভাতৃসম বলেও উল্লেখ করেন তিনি৷
ওড়িশায় কাজ করতে গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকরা হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে৷ শুধু ওড়িশা নয়, অন্যান্য রাজ্য থেকেও বাঙালি হেনস্থার অভিযোগ উঠছে৷ ওড়িশায় গিয়ে হেনস্থার শিকার হওয়া বাঙালি শ্রমিকদের পক্ষ থেকেই কলকাতা হাইকোর্টে হিবিয়াস করপাস মামলা দায়ের করা হয়৷ রজ্জাক শেখ-সহ বেশ কয়েকজন হেনস্থার শিকার হওয়া বেশ কয়েক জন পরিযায়ী শ্রমিক এই মামলা দায়ের করেন৷
advertisement
ওড়িশা, অসম, মহারাষ্ট্র, হরিয়ানার মতো একাধিক রাজ্যে বাঙালির প্রতি এই বিদ্বেষমূলক মানসিকতা নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই প্রসঙ্গ এদিন তোলা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে। জানতে চাওয়া হয়, এই ব্যাপারে তাঁর প্রতিক্রিয়া কী!
advertisement
advertisement
সৌরভ বলেন, “আমি এই রাজ্যে বড় হয়েছি, আমি এখান থেকেই সব কিছু করেছি। কলকাতা আমার প্রিয় শহর। অন্য কোথায় কী হচ্ছে আমি বলতে পারব না।” বাঙালিরা অন্য রাজ্যে হেনস্থার শিকার নিয়ে প্রশ্ন করা হলে এমনটাই ছিল মহারাজের প্রতিক্রিয়া। এই বিষয়ে এর থেকে বেশি কিছু বলতে চাননি তিনি।
এদিন আয়কর দপ্তরের ১৬৬তম বর্ষপূর্তি অনুষ্ঠানে এসে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ভারত-ইংল্যান্ড চলতি টেস্ট ম্যাচে তাঁর চোখে ভারতই ফেভারিট। তিনি বলেন, প্রথম ইনিংসে ৪০০ রান করতে পারলে ভারত সুবিধাজনক অবস্থায় থাকবে। ঋষভ পন্থের চোট নিয়ে কিছুটা চিন্তায় প্রাক্তন ভারত অধিনায়ক।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 24, 2025 8:06 PM IST