Tim David IPL : আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে পোলার্ডের সঙ্গে জুটি বেধে বিপক্ষকে বধ করতে চান টিম ডেভিড
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Tim David of Singapore optimistic about partnership with Kieron Pollard in IPL. মুম্বই ইন্ডিয়ান্স ভরসা রেখেছে, নিজেকে প্রমাণ করবেন টিম ডেভিড
#মুম্বই: তার মারকুটে ব্যাটিংয়ের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে বর্তমানে পরিচিত নাম সিঙ্গাপুরের টিম ডেভিড। কয়েকদিন আগে আইপিএলের মেগা নিলামে অনেক লড়াইয়ের পর ৮ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে টিম ডেভিডকে কেনে মুম্বই ইন্ডিয়ান্স। গত মরসুমে প্রথম আইপিএলের সঙ্গে যুক্ত হন ডেভিড। সংযুক্ত আরব আমিরশাহিতে লিগের দ্বিতীয় দফায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিম ডেভিডকে নেয়। তবে মাত্র একটা ম্যাচই খেলার সুযোগ পান আইপিএলের ইতিহাসে প্রথম সিঙ্গাপুরের ক্রিকেটার।
নিলামে মুম্বই ইন্ডিয়ান্স তাকে নেওয়ায় উচ্ছসিত টিম ডেভিড। ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ডের সঙ্গে এক দলে খেলার সুযোগ পাওয়ায় উদ্দীপনা চেপে রাখতে পারেননি ডেভিড। পোলার্ডের বড় অনুরাগী ডেভিড পোলার্ডের পাওয়ার গেমকেই অনুকরণ করার চেষ্টা করেন বলে জানালেন। আসন্ন আইপিএলে তারা দুজনে মিলে দলের জন্য অনেকটাই অবদান রাখতে পারবেন বলে আশাবাদী ডেভিড।
advertisement
advertisement
সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের ওয়েবসাইট মুম্বাই ইন্ডিয়ান্স ডট কমে ডেভিড জানিয়েছেন, পোলার্ডের সাথে ব্যাট করার মুহূর্তগুলো উত্তেজনাপূর্ণ হবে। পোলার্ডের শক্তিশালী শট মারার ক্ষমতাকে আমি প্রশংসা করি। তার বেশ কিছু ইনিংস দেখেছি, কিভাবে আমি সেরকম ইনিংস খেলতে পারি তার চেষ্টা করেছি। আমরা যদি মিডল ওভার ও শেষের ওভারগুলিতে একসাথে একইরকমভাবে ব্যাট করতে পারি, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ম্যাচ বের করে নিতে পারব।
advertisement
Tim David is excited to team up with ℂ𝕒𝕡𝕥𝕒𝕚𝕟 ℍ𝕚𝕥𝕞𝕒𝕟 🤩💙 Read our exclusive interview with him 👉 https://t.co/pzuoUo39Bp#OneFamily #MumbaiIndians @ImRo45 @timdavid8 pic.twitter.com/opDtPXvKg2
— Mumbai Indians (@mipaltan) February 23, 2022
মুম্বই ইন্ডিয়ান্স তথা ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মারও ভূয়সী প্রশংসা করে ডেভিড বলেন, রোহিত শর্মা একজন বিশ্বমানের ক্রিকেটার। যখন ও ব্যাট করে মনে হয় ব্যাটিং এর পিছনে কোনো শক্তিপ্রয়োগ করতে হয় না, যা অবশ্যই প্রশংসনীয়।
advertisement
টিম ডেভিড বিগ ব্যাশ লিগে পার্থ স্করচার্স, হোবার্ট হ্যারিকেন্স, পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দরস, মুলতান সুলতানস, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া কিংসের হয়ে খেলেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে টিম ডেভিডকে বর্তমানে টি -২০ ক্রিকেটের বড় সম্পদ বলে উল্লেখ করেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 23, 2022 4:08 PM IST