Virat Kohli on Yuvraj Singh: যুবরাজের বিশেষ উপহার এবং চিঠির জবাব দিলেন বিরাট, রইল বিশেষ স্মৃতিচারণা!

Last Updated:

Virat Kohli response to Yuvraj Singh social media post. যুবরাজের চিঠির জবাবে বিশেষ স্মৃতিচারণ করলেন বিরাট কোহলি

যুবরাজের চিঠির জবাবে বিশেষ স্মৃতিচারণ করলেন বিরাট
যুবরাজের চিঠির জবাবে বিশেষ স্মৃতিচারণ করলেন বিরাট
#নয়াদিল্লি: দুজনের সম্পর্ক চিরকালই প্রচন্ড আন্তরিক। ভারতীয় ক্রিকেটে যখন বিরাট কোহলি ভবিষ্যতের সুপারস্টার হয়ে ওঠার স্বপ্ন দেখছেন, তখন তাকে বড় দাদার মতো আগলে রেখেছিলেন যুবরাজ সিং। কিভাবে মিডিয়া সামলাতে হবে, কিভাবে প্রশ্নের উত্তর দিতে হবে - এসব বিভিন্ন খুঁটিনাটি বিষয় বিরাটকে শিক্ষিত করে তুলেছিলেন যুবরাজ। নিজের অভিজ্ঞতা ঢেলে দিয়েছিলেন। এবার যুবরাজের পাঠানো আন্তরিক চিঠির উত্তর দিলেন বিরাট কোহলি।
প্রিয় যুবি পা-এর থেকে পাওয়া আন্তরিক চিঠি এবং একজোড়া জুতো উপহার পেয়ে আবেগাপ্লুত বিরাটও সোশ্যাল মিডিয়ায় খোলার চিঠির উত্তর জবাব দিয়েছেন। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক লিখেছেন, যুবি পা তোমায় ধন্যবাদ। এমন একজনের থেকে এমন উপহার পেলাম যে কেরিয়ারের প্রথম দিন থেকে আমায় দেখেছে। এটা অনেক বড় বিষয় আমার কাছে। তোমার জীবন এবং ক্যান্সারকে জয় করে ফিরে আসা শুধু ক্রিকেটারদের জন্যই নয় সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে অনুপ্রেরণা ছিল, আছে এবং থাকবে।
advertisement
advertisement
advertisement
আমি তোমায় খুব ভাল মতো জানি এবং এটাও জানি নিজের পাশের মানুষদের কতটা খেয়াল রাখ। এখন আমরা দু'জনেই অভিভাবক। এটা কতটা বড় আশীর্বাদ সেটা আমি জানি। আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। ভগবান তোমার মঙ্গল করুণ যুবি পা। মঙ্গলবার খোলা চিঠিতে প্রাক্তন ভারত অধিনায়ককে উদ্দেশ্য করে যুবরাজ লিখেছিলেন, বিরাট আমি তোমাকে একজন ক্রিকেটার ও মানুষ হিসাবে বড় হতে দেখেছি। নেটের সেই তরুণ ছেলেটা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিদের সঙ্গে কাঁধে-কাঁধ মিলিয়ে হেঁটে এখন নিজেই কিংবদন্তি।
advertisement
এক একটা গোটা প্রজন্মের কাছে কিংবদন্তি। খেলার মাঠে তোমার দায়বদ্ধতা, প্যাশান এবং শৃঙ্খলা দেশের প্রতিটা ছোট বাচ্চা অনুপ্রাণিত করে। তাঁরা স্বপ্ন দেখে ব্যাট হাতে নীল জার্সি গায়ে চাপানোর। প্রতিটা বছর তুমি নিজের খেলার স্তরকে অন্য জায়গায় নিয়ে গিয়েছ। বিরাট কোহলি এখন দলের অধিনায়ক নন।
কিন্তু অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন তার আমলে ক্রিকেটার বিরাট কোহলির কদর আগের মতই থাকবে। তিনটে ফরম্যাটেই বিরাট ভারতের সবচেয়ে নির্ভরশীল ক্রিকেটার বলেছেন রোহিত। আপাতত শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে থাকবেন বিরাট কোহলি।
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli on Yuvraj Singh: যুবরাজের বিশেষ উপহার এবং চিঠির জবাব দিলেন বিরাট, রইল বিশেষ স্মৃতিচারণা!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement