Home /News /sports /
Esporte Clube Bahia, explosion : ব্রাজিলের ক্লাব ফুটবল দলের টিম বাসে বোমা বিস্ফোরণ! রক্তাক্ত ফুটবলাররা

Esporte Clube Bahia, explosion : ব্রাজিলের ক্লাব ফুটবল দলের টিম বাসে বোমা বিস্ফোরণ! রক্তাক্ত ফুটবলাররা

বোমা বিষ্ফোরণে রক্তাক্ত ব্রাজিল ফুটবল

বোমা বিষ্ফোরণে রক্তাক্ত ব্রাজিল ফুটবল

Three footballers injured in bomb explosion in team bus of Esporte Clube Bahia in Brazil. ব্রাজিলের ক্লাব ফুটবল দলের টিম বাসে বোমা বিস্ফোরণ! রক্তাক্ত ফুটবলাররা

 • Share this:

  #সালভাদর: ম্যাচ খেলতে যাওয়ার সময় বড় দুর্ঘটনার কবলে পড়েছে ব্রাজিলের ফুটবল ক্লাব বাহিয়া। টিম বাসে ভয়াবহ বোমা বিস্ফোরণে আহত হয়েছেন তিনজন ফুটবলার, যার মধ্যে একজনকে দ্রুত নিতে হয়েছে হাসপাতালে। বৃহস্পতিবার রাতে ঘটেছে এমন দুর্ঘটনা। বাহিয়া ক্লাব তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেছে। যাতে দেখা যাচ্ছে, বোমার আঘাতে টিম বাসের পেছনের জানালার কাঁচ ভেঙে গেছে। রক্তে ভরে গেছে বাসের বেশ কয়েকটা সিট।

  আরও পড়ুন - Shane Warne England coach: ইংল্যান্ডের প্রধান কোচ হতে চান শেন ওয়ার্ন! অজিদের কাছে খেলেন ব্যাপক গালাগাল

  ক্লাবটি জানায়, বৃহস্পতিবার সাম্পাইও কোররেয়ার বিপক্ষে আঞ্চলিক কাপের ম্যাচ খেলতে সালভাদরে তাদের হোম ভেন্যুতে পৌঁছালে বাসের ভেতরে বোমাটি বিস্ফোরিত হয়। এতে তাদের গোলরক্ষক দানিলো ফের্নান্দেস মুখে গুরুতর আঘাত পান। তাকে নিতে হয়েছে হাসপাতালে। আরও আহত হন লেফট-ব্যাক মাথেউস বাহিয়া ও ফরোয়ার্ড মার্সেলো সিরিনো।

  আরও পড়ুন - Gavaskar on Bhuvneshwar Kumar : গতি বাড়িয়েছে ভুবি! সিনিয়র পেসারের কামব্যাক দেখে খুব খুশি সুনীল গাভাসকার

  পরে ক্লাবটি জানায়, গোলরক্ষক ফের্নান্দেস ‘ভালো’ আছেন। কিন্তু মুখে একাধিক আঘাত পাওয়ায় রাতে তাকে হাসপাতালে থাকতে হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাড়িতে বানানো বিস্ফোরকে এমন দুর্ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এই বোমা বাসে রেখেছে, সেটি এখনও জানা যায়নি।

  এমন দুর্ঘটনার পরও পেশাদারিত্ব দেখিয়ে ম্যাচটি খেলতে মাঠে নেমেছিল বাহিয়া এবং ২-০ গোলের জয়ও পায়। যে অঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে সেই সালভাদর পুলিশ পুরো ব্যাপারটা খতিয়ে দেখার জন্য তদন্ত করছে। তবে প্রাণহানি হয়নি কারো। কিভাবে ফুটবল টিমের বাসের ভেতর বোমা এল, দুদিনের মধ্যে রিপোর্ট দেওয়া হবে পুলিশের পক্ষ থেকে।
  Published by:Rohan Chowdhury
  First published:

  Tags: Bomb Explosion, Brazil Football Team

  পরবর্তী খবর