পেট্রোল পাম্পে কাজ করা ভারতের একমাত্র ক্রিকেটার! এখন ৮০ কোটি টাকার মালিক
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sanju Samson- পান্ডিয়া একবার বলেছিলেন, তিনি ক্রিকেট খেলে উপার্জন করতে না পারলে দরকার হলে পেট্রোল পাম্পে কাজ করতেন। কারণ পরিবারের জন্য তাঁকে যেভাবেই হোক অর্থ উপার্জন করতেই হত।
কলকাতা: ভারতীয় দলের ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার লড়াইয়ের কথা তো আমরা কম-বেশি সবাই জানি। গত কয়েক বছর ধরে ক্রিকেট মাঠে তাঁর অনবদ্য ব্যাটিং এবং বোলিং সবাইকে মুগ্ধ করেছে। একটা সময় ট্রাক ড্রাইভারদের থেকে লিফট চেয়ে ট্রেনিংয়ে যেতে হত পান্ডিয়া ও তাঁর দাদাকে।
পান্ডিয়া একবার বলেছিলেন, তিনি ক্রিকেট খেলে উপার্জন করতে না পারলে দরকার হলে পেট্রোল পাম্পে কাজ করতেন। কারণ পরিবারের জন্য তাঁকে যেভাবেই হোক অর্থ উপার্জন করতেই হত। আজ আমরা যে ক্রিকেটারের কথা বলব তিনি কিন্তু সত্যিই পেট্রোল পাম্পে কাজ করেছেন।
আরও পড়ুন- বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও ছিটকে গেল ভারত
ভারতের নির্বাচকদের বারবার জবাব দেওয়া সঞ্জু স্যামসন শেষমেশ নিজের গন্তব্যে পৌঁছেছেন। সঞ্জু স্যামসন ২০২৩ ওডিআই বিশ্বকাপে জায়গা পাননি। তবে তখন তিনি হাল ছেড়ে দেননি। আইপিএল ২০২৪ মরসুমে আবার তিনি পারফর্ম করে সবার নজর কেড়ে নেন।
advertisement
advertisement
১১ নভেম্বর, ১৯৯৪ সালে কেরালার মুল্লুভিলায় জন্মগ্রহণ করেন সঞ্জু স্যামসন। তাঁর বাবা বিশ্বনাথ দিল্লি পুলিশের একজন কনস্টেবল ছিলেন। বাবার চাকরির কারণে সঞ্জুর প্রাথমিক শিক্ষা দিল্লিতে হয়েছিল। সঞ্জু যখন দিল্লির অনূর্ধ্ব-১৩ দলে জায়গা পায়নি, তখন তার পরিবার কেরালায় চলে যায়।
সঞ্জুর বাবা চেয়েছিলেন ছেলে ক্রিকেটার হোক। অন্যদিকে সঞ্জুও কিছু সময় পেট্রোল পাম্পের ম্যানেজার হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সঞ্জুর ছোটবেলা কেটেছিল উত্তর দিল্লির পুলিশ রেসিডেন্সিয়াল কলোনীতে। ডি এ ভি মডেল স্কুলের অ্য়াকাডেমিতে স্যামসনের কোচ ছিলেন যশপাল। দিল্লির অনূর্ধ্ব ১৩ দলে সুযোগ করে নিতে পারেননি স্য়ামসন। এরপরই তাঁর বাবা অবসর নেন চাকরি থেকে ও গোটা পরিবার নিয়ে কেরলে চলে আসেন।
advertisement
আরও পড়ুন- প্রথম স্ত্রী-র আগুন রূপে ঘায়েল,হোটেল রিসেপশনিস্টের সঙ্গে বিয়েটা টেকেনি বেশিদিন
কেরলে স্যামসনের ক্রিকেট কেরিয়ারে যেন নতুন গতি পায়। রাজ্য দলের অধিনায়ক হিসেবে খেলছিলেন তিনি। এছাড়াও ২০১৩ সালে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতের সহ অধিনায়ক ছিলেন। ফাইনালের পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ জেতানো শতরানও হাঁকান। ২০১৫ সালে জিম্বাবোয়ে সফরে প্রথমবার ভারতীয় দলে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে সুযোগ পেয়েছিলেন এই তরুণ ক্রিকেটার।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 05, 2025 5:40 PM IST