১৯ হাজার কিশোরীকে টিকিট! নীতা আম্বানির রিলায়েন্স ফাউন্ডেশন মন জিতল সবার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Reliance Foundation: 'ওদের মধ্যেই কেউ ভবিষ্যতের ঝুলন গোস্বামী, হরমনপ্রিৎ কউর হবে।'
মুম্বই: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রবিবার, ১৬ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে একটি বিশেষ জিনিস দেখা গেল। দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে বিকল্প খেলোয়াড় হিসাবে ব্যবহার করল মুম্বই।
এদিন অধিনায়ক হিসেবে দেখা গিয়েছিল সূর্যকুমার যাদবকে। মুম্বই ইন্ডিয়ান্সের এই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন কিছু বিশেষ দর্শক। ভবিষ্যতের ঝুলন গোস্বামী এবং হরমনপ্রীত কৌররা ম্যাচটি উপভোগ করলেন।
আরও পড়ুন- ভেঙ্কটেশ আইয়ারের দুরন্ত শতরান, মুম্বইয়ের বিরুদ্ধে বড় রান নাইট রাইডার্স দলের
রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন এবং মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির কর্ণধার নীতা আম্বানি ম্যাচ চলাকালীন কিছু কথা বললেন। তিনি বলেন, “এই সময়ে স্টেডিয়ামে যে শক্তি এবং উত্সাহ রয়েছে তা দেখুন। আমাদের স্টেডিয়ামে বিভিন্ন এনজিওর প্রায় ১৯ হাজার মেয়ে উপস্থিত রয়েছে। এই মেয়েরা অনেকেই প্রথমবারের মতো লাইভ ক্রিকেট ম্যাচ উপভোগ করছে। এই দিনটি আমাদের জন্য খুবই আবেগের।“
advertisement
advertisement
তিনি আরও বলেন, “খেলাধুলায় নারীদের উদযাপন নিয়ে আমাদের এই উদ্যোগ। আমি এই বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম যে মেয়েদের শিক্ষা এবং খেলাধুলার অধিকার রয়েছে। আমি আশা করি সমস্ত মেয়েরা নিজেদের স্বপ্ন পূরণে উদ্যোগী হবে। যাঁরা বর্তমানে ঘরে বসে টিভিতে ম্যাচ দেখছেন তাঁরাও নতুন কিছু অর্জন করার সাহস পাবে।”
ম্যাচ দেখতে আসা সমস্ত মেয়েদের সম্পর্কে নীতা আম্বানি বলছিলেন, “এই সময়ে স্টেডিয়ামে যে সমস্ত মেয়ে উপস্থিত রয়েছে তাদের মধ্যে কেউ ভবিষ্ঠতে কেউ ঝুলন বা হরমনপ্রীত হতে পারে। শুধু ক্রিকেট নয়, ভবিষ্যতে যে কোনো খেলায় সুপারস্টার হিসেবে আবির্ভূত হতে পারে ওরা।''
advertisement
আরও পড়ুন- ভেঙ্কটেশ আইয়ারের দুরন্ত শতরান, মুম্বইয়ের বিরুদ্ধে বড় রান নাইট রাইডার্স দলের
এদিন তিনি আরও বলেন, এই মেয়েরা একদিন সারা বিশ্বে খেলাধুলায় সাফল্য অর্জন করে ভারতের নাম উজ্জ্বল করতে পারে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2023 11:16 PM IST