Temba Bavuma: রাস্তায় খেলতেন ক্রিকেট! সেখান থেকে বিশ্বজয়! টেম্বা বাভুমার অজানা লড়াইয়ের কাহিনি

Last Updated:

Temba Bavuma: দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে একটি ঐতিহাসিক অধ্যায় রচনা করেছেন টেম্বা বাভুমা। তাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে পরাজিত করে শিরোপা জিতে নিয়েছে।

(Photo Courtesy- ICC X)
(Photo Courtesy- ICC X)
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে একটি ঐতিহাসিক অধ্যায় রচনা করেছেন টেম্বা বাভুমা। তাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে পরাজিত করে শিরোপা জিতে নিয়েছে। এটি শুধুমাত্র একটি শিরোপাজয় নয়, বরং ২৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান। আইসিসির কোনো বড় ট্রফি দক্ষিণ আফ্রিকার ঘরে আনতে দীর্ঘদিন ধরে ব্যর্থ হচ্ছিল দেশটির ক্রিকেট দল। সেই অভিশাপ ঘোচাতে সফল হয়েছেন বাভুমা।
শুধু অধিনায়কত্ব নয়, ফাইনালে চোট নিয়ে দুরন্ত ব্যাটিংও করেছেন বাভুমা। দেশকে প্রথবার টেস্টে বিশ্বসেরা করার পর থেকেই শিরোনামে প্রোটিয়া অধিনায়ক। তাঁর কেরিয়ারের লড়াই সংগ্রামকে কুর্নিশ জানাচ্ছেন সকলে। একটা সময় রাস্তায় ক্রিকেট খেলতেন বাভুনা, সেখান থেকে কীভাবে তিনি দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে নিজের জায়গা করে নিলেন ও ইতিহাস রচনা করলেন চলুন জেনে নেওয়া যাক।
advertisement
টেম্বা বাভুমার জন্ম দক্ষিণ আফ্রিকার কেপটাউনের লাঙ্গা শহরে। ছোটবেলায় তিনি বন্ধুদের সঙ্গে রাস্তায় ক্রিকেট খেলতেন। তিনি নিউল্যান্ডসের সাউথ আফ্রিকান কলেজ জুনিয়র স্কুল এবং পরে স্যান্ডটনের সেন্ট ডেভিড মেরিস্ট ইনান্ডা বয়েজ হাই স্কুলে পড়াশোনা করেন। মাত্র ১০ বছর বয়সে তিনি স্কুল পর্যায়ে ক্রিকেট খেলা শুরু করেন। ২০০৮ সালে দীর্ঘ পরিশ্রম ও নিষ্ঠার পর তিনি মাত্র ১৮ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন।
advertisement
advertisement
ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সুবাদে, ২০১৩-১৪ মরশুমে বাভুমাকে লায়ন্স দলের সহ-অধিনায়ক করা হয়। ঘরোয়া ক্রিকেটে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে ২০১৪ সালের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তাঁকে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়। ঐ সিরিজের প্রথম ইনিংসে তিনি করেন ১০ রান। এরপর, ২৫ সেপ্টেম্বর ২০১৬ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে অভিষেক করেন এবং নিজের প্রথম ওয়ানডে ম্যাচেই সেঞ্চুরি করে সকলের নজর কেড়ে নেন।
advertisement
৪ মার্চ ২০২১ তারিখে, কুইন্টন ডি ককের স্থলাভিষিক্ত হয়ে বাভুমাকে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়। তিনি প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান ক্রিকেটার হিসেবে জাতীয় দলের অধিনায়কত্ব করেন। এরপর, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শুরুর আগে তাঁকে টেস্ট দলের অধিনায়ক করা হয়। তিনি ডিন এলগারের স্থলাভিষিক্ত হন। অবশেষে তাঁর হাত ধরেই স্বপ্নপূরণ হল দক্ষিণ আফ্রিকার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Temba Bavuma: রাস্তায় খেলতেন ক্রিকেট! সেখান থেকে বিশ্বজয়! টেম্বা বাভুমার অজানা লড়াইয়ের কাহিনি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement