ODI Captain: ওয়ান ডে সিরিজে অধিনাক রিয়ান পরাগ, বিদেশ সফরে দলকে দেবেন নেতৃত্ব
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Riyan Parag Selected ODI Captain: শুধু আইপিএল নয়, অসমের হয়ে ঘরোয়া ক্রিকেটে গত মরশুমে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রিয়ান পরাগ। সেই সুবেদেই এবার তিনি নামিবিয়া সফরে অধিনায়ক হয়ে যাচ্ছেন তিনি।
সদ্য সমাপ্ত আইপিএল মরশুমে রাজস্থান রয়্যালস খুব একটা আহামরি পারফরম্যান্স না করলেও, নজর কেড়েছে রিয়ান পরাগ। বেশ কিছু অনবদ্য ইনিংস খেলার পাশাপাশি দলকে নেতৃত্বও দিয়েছেন সঞ্জু স্যামসনের অনুপস্থিতিতে। নিজের ম্যাচুরিটির পরিচয় দিয়েছেন তরুণ ক্রিকেটার। তারই পুরস্কার স্বরূপ এবার বড় দায়িত্ব পেলেন রিয়ান পরাগ। বিদেশ সফরে যাচ্ছেন অধিনায়ক হয়ে।
শুধু আইপিএল নয়, অসমের হয়ে ঘরোয়া ক্রিকেটে গত মরশুমে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রিয়ান পরাগ। সেই সুবেদেই এবার তিনি নামিবিয়া সফরে অধিনায়ক হয়ে যাচ্ছেন তিনি। এই সফরের জন্য তাঁকে অসম দলের অধিনায়ক নির্বাচন করা হয়েছে। সফরের অংশ হিসেবে অসম দল নামিবিয়ার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।
এই সিরিজটি দুই দলের তরুণ খেলোয়াড়দের জন্য একটি দুর্দান্ত এক্সপোজার প্ল্যাটফর্ম। তারা এই সুযোগে নিজেদের প্রতিভা প্রমাণ করতে পারবে। অসম দলে তারুণ্য ও অভিজ্ঞতার এক চমৎকার সংমিশ্রণ দেখা যাবে। দলে রয়েছেন দানিশ দাস, আকাশ সেনগুপ্ত এবং পারভেজ মোশাররফের মতো অভিজ্ঞ খেলোয়াড়, যাঁরা ঘরোয়া ক্রিকেটে দারুণ সফল।
advertisement
advertisement
অন্যদিকে, নামিবিয়া দলটিও যথেষ্ট শক্তিশালী। অধিনায়ক গেরহার্ড ইরাসমাসের নেতৃত্বে এই দলে রয়েছেন অলরাউন্ডার জেজে স্মিট ও জ্যান নিকোল লফটি-ইটন। আইসিসি ইভেন্টগুলোতে বিশেষ করে ঘরের মাঠে নামিবিয়ার পারফর্ম্যান্স বেশ ভালো। প্রথম ওয়ানডে ২১ জুন এবং দ্বিতীয়টি ২৩ জুন অনুষ্ঠিত হবে। সিরিজের তৃতীয় ওয়ানডে ২৫ তারিখ এবং চতুর্থ ওয়ানডে ২৭ তারিখে অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ ওয়ানডে ২৯ জুন অনুষ্ঠিত হবে। সমস্ত ম্যাচ এফএনবি ক্রিকেট গ্রাউন্ডে খেলা হবে।
advertisement
অসম বনাম নামিবিয়া পাঁচ ম্যাচের ওডিআই সিরিজের স্কোয়াড:
নামিবিয়া দল: গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), জান ফ্রাইলিংক, মালান ক্রুগার, নিকোলাস ডেভিন, ডিলান লেইচটার, জ্যান নিকোল লফটি-ইটন, জেজে স্মিট, জেপি কোটজে (উইকেটরক্ষক), লোহান লরেন্স (উইকেটরক্ষক), জেন গ্রিন (উইকেটরক্ষক), বেন শিকঙ্গো, বার্সার ব্রাসেল, জান-ইজাক ডি ভিলিয়ার্স, রুবেন ট্রাম্পেলম্যান, টাঙ্গেনি লুঙ্গামেনি।
advertisement
অসম দল: রিয়ান পরাগ (অধিনায়ক), দানিশ দাস, প্রদুন সাইকিয়া, রাহুল হাজারিকা, ঋষভ দাস, শিবশঙ্কর রায়, সুভম মণ্ডল, আকাশ সেনগুপ্ত, অম্লানজ্যোতি দাস, কুণাল শর্মা, মৃন্ময় দত্ত, পারভেজ মোশাররফ, স্বরূপ পুরকায়স্থ, অভিষেক ঠাকুর (উইকেটরক্ষক), রুহিনন্দন পেগু (উইকেটরক্ষক), সুমিত ঘড়িগাঁওকর (উইকেটরক্ষক), অবিনভ চৌধুরী, ভার্গব দত্ত, দর্শন রাজবংশী, দীপজ্যোতি সাইকিয়া, মুখতার হুসেন, রাহুল সিং, সিদ্ধার্থ শর্মা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 11, 2025 10:08 AM IST