Team India Captain Change: ফের টিম ইন্ডিয়ার অধিনায়ক বদল! মেগা সিরিজে নেওয়া হবে বড় সিদ্ধান্ত? রইল আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Team India Captain Change: টিম ইন্ডিয়া বর্তমানে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। প্রথমবারের জন্য নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল। এরপর ফের বদল হতে পারে ভারত অধিনায়ক।
টিম ইন্ডিয়া বর্তমানে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। প্রথমবারের জন্য নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল। এই সিরিজের পর অগাস্টে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের একটি সাদা বলের সিরিজ খেলার সম্ভাবনা রয়েছে। যেখানে দলে কিছু পরিবর্তন দেখা যেতে পারে বলে মনে করা হয়েছে। এমনকি অধিনায়কও বদল হতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। এর আগে দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের কারণে এই সফর অনিশ্চিত ছিল, তবে এখন পর্যন্ত ভারতের সরকার এই সফর বাতিলের বিষয়ে কোনও নির্দেশ দেয়নি, যার ফলে সফরের সম্ভাবনা বেড়েছে।
সূর্যকুমারের খেলা নিয়ে অনিশ্চয়তা:
১৭ আগস্ট থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে পারে। যদি এই সফর বাস্তবায়িত হয় তাহলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রথমবারের মতো ওয়ানডেতে ফিরবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। রোহিত আবার ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে পারেন। তবে টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের খেলা অনিশ্চিত। কারণ কিছুদিন আগে তার স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছে এবং বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন। ফলে সূর্যকুমার না খেললে টি-২০ ফরম্যাটে নতুন অধিনায়ক পেতে পারে ভারত। রোহিত খেলবেন বলে এখনও কোনও নিশ্চয়তা দেননি। ফলে রোহিত না খেললেও ওডিআইতেই নতুন অধিনায়ক পাবে টিম ইন্ডিয়া।
advertisement
ভারতীয় ক্রিকেট বোর্ডেরএক কর্মকর্তা জানিয়েছেন, “এই সফরটি আপাতত হতে পারে বলে ধরে নেওয়া হচ্ছে। এখনো এটি স্থগিত বা বাতিল করার বিষয়ে কোনও আলোচনা হয়নি। সরকারের পক্ষ থেকেও সফর বাতিলের কোনও বার্তা আসেনি। যদি এমন পরিস্থিতি আসে, তখন আমরা সিদ্ধান্ত নেব।” উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এপ্রিলেই এই সিরিজের সম্ভাব্য সূচি প্রকাশ করেছিল।
advertisement
advertisement
ওয়ানডে সিরিজ শুরু হতে পারে ১৭ আগস্ট থেকে:
বিসিবি যে সূচি দিয়েছে, তার অনুযায়ী ওয়ানডে সিরিজ ১৭ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২৩ আগস্ট চট্টগ্রামে। এরপর ২৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২০১৪ সালের পর থেকে ভারত বাংলাদেশের মাটিতে আর কোনও ওয়ানডে সিরিজ জয় করতে পারেনি। আর এর আগে বাংলাদেশে কখনও টি-২০ সিরিজ খেলেনি ভারত। ফলে দুই দিক থেকেই উত্তেজক হতে চলেছে এই সিরিজ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2025 9:55 AM IST