রায়পুরে আজ সিরিজ জয়ের লক্ষ্যে কোহলি, গিলরা ! মরন কামড় দেবে নিউজিল্যান্ড
- Published by:Rohan Chowdhury
Last Updated:
India looking for series win against New Zealand at Raipur in second ODI tonight. রায়পুরে আজ সিরিজ জয়ের লক্ষ্যে কোহলি, গিলরা ! মরন কামড় দেবে নিউজিল্যান্ড
#রায়পুর: নিউজিল্যান্ড কেন পৃথিবীর এক নম্বর একদিনের দল সেই প্রমাণ পাওয়া গিয়েছিল হায়দারাবাদে। আজ ঘরের মাঠে আরও একটি ওয়ান ডে সিরিজ জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। তার জন্য শনিবার দ্বিতীয় একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে হবে রোহিতদের। তবে বিশেষজ্ঞদের ধারণা, সমতা ফেরাতে মরিয়া লড়াই উপহার দেবে কিউয়িরা।
গত ম্যাচে জেতার পর ভারত অধিনায়ক রোহিত শর্মা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, সত্যিই ভয় ধরিয়ে দিয়েছিল ব্রেসওয়েল। আসলে শ্রীলঙ্কার মতো সহজে লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার দল নয় নিউজিল্যান্ড। তার প্রমাণ মিলেছে হাতেনাতে। হায়দরাবাদে জয়ের জন্য ৩৫০ রানের বিশাল টার্গেট দিয়েছিল ভারত।
জবাবে কিউয়িদের যখন ১৩১-এ ৬টি উইকেট পড়ে গিয়েছিল তখন অনেকেই রোহিতদের জয়গাথা লিখে ফেলেছিলেন। কিন্তু ব্রেসওয়েল ও স্যান্টনার জুটি বেঁধে এমন লড়াই মেলে ধরেন যে টিম ইন্ডিয়ার জয় আসে মাত্র ১২ রানে! আসলে ভারতীয় বোলিং বেশ ছন্নছাড়া। সিরাজ ছাড়া বাকি পেসারদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব স্পষ্ট।
advertisement
advertisement
বুমরাহ যদি বিশ্বকাপে খেলতে না পারেন, তাহলে বিপাকে পড়বে টিম ইন্ডিয়া। বর্ষীয়ান মহম্মদ সামি কিংবা অনভিজ্ঞ উমরান দিয়ে একটা-দুটো ম্যাচ চালিয়ে দেওয়া যায়। বড় মঞ্চে দলকে জেতানোর মতো হিম্মত সিরাজ ছাড়া কারও মধ্যেই দেখা যাচ্ছে না। দুই দলই আসন্ন ওয়ান ডে বিশ্বকাপের প্রস্তুতিতে মগ্ন। তাই পরীক্ষা-নিরীক্ষা চলবে।
Inside #TeamIndia's dressing room in Raipur! 👌 👌 𝘼 𝘾𝙝𝙖𝙝𝙖𝙡 𝙏𝙑 📺 𝙎𝙥𝙚𝙘𝙞𝙖𝙡 👍 👍 #INDvNZ | @yuzi_chahal pic.twitter.com/S1wGBGtikF
— BCCI (@BCCI) January 20, 2023
advertisement
ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটিং মোটামুটি সেট। ওপেনার হিসেবে এই ম্যাচেও রোহিতের সঙ্গী হবেন শুভমান গিল। নিজামের শহরে দ্বিশতরানের ইনিংসে বহু রেকর্ড তছনছ করেছিলেন তেইশের তরুণ তুর্কি। বিশ্বকাপ স্কোয়াডে তাঁর জায়গা প্রায় পাকা। এদিন সেঞ্চুরির হ্যাটট্রিকের হাতছানি রয়েছে তাঁর সামনে।
খরা কাটিয়ে রানে ফিরেছেন বিরাট কোহলিও। একের পর এক সেঞ্চুরিতে ভক্তদের মন জিতেছেন তিনি। তবে রোহিতকে চেনা মেজাজে পাওয়া যাচ্ছে না। শুরুটা ভাল করলেও বড় ইনিংস আসছে না তাঁর ব্যাটে। আগে ব্যাটিং বা পরে ব্যাটিং যাই হোক না কেন, কিউইদের হারিয়ে আজকেই সিরিজ পকেটে নিতে চায় ভারতীয় দল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 21, 2023 11:31 AM IST