Ind vs Pak Handshake Issue: 'ওপর' থেকে এসেছিল নির্দেশ! কেন পাকিস্তানিদের সঙ্গে হাত মেলায়নি ভারতীয় ক্রিকেটাররা, জানা গেল 'আসল' কারণ

Last Updated:

Ind vs Pak Handshake Issue: রবিবার এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের মধ্যে ডাগআউটে জয় উদযাপন করেন। পাকিস্তানি খেলোয়াড়রা হাত মেলানোর জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা ড্রেসিং রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন।

News18
News18
কলকাতা: রবিবার এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের মধ্যে ডাগআউটে জয় উদযাপন করেন। পাকিস্তানি খেলোয়াড়রা হাত মেলানোর জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা ড্রেসিং রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন বলেন, ভারতের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর জন্য অপেক্ষা করছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। কিন্তু সেই সুযোগ আর আসেনি। প্রতিবাদস্বরূপ পাকিস্তানের অধিনায়ক সলমান আলি আগা ম্যাচ পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেননি।
এমনকী ম্যাচের আগে টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আঘার সঙ্গে করমর্দন করেননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। আঘাও অবশ্য হাত মেলানোর কোনও উদ্যোগ নেননি সেই সময়। টসের পর দুজনেই ড্রেসিংরুমে ফিরে যান। ম্যাচ শেষ করমর্দনের জন্য পাকিস্তানিরা অপেক্ষা করলেও সূর্যকুমার যাদব ও শিবম দুবে সোজা ড্রেসিংরুমে চলে যান।
জানা গিয়েছে, হাত না মেলানোর এই সিদ্ধান্ত সূর্যের নয়, বরং নির্দেশ ‘ওপর’ থেকে এসেছিল। প্রতিবাদ হিসেবে ম্যাচ পরবর্তী সাক্ষাৎকার বয়কট করেন পাকিস্তানি অধিনায়ক। পাকিস্তানি কোচ এসে বলেন, তাদের দলের ক্রিকেটাররা করমর্দনের জন্য প্রস্তুত ছিলেন। তবে ভারতীয় ক্রিকেটাররা দরজা বন্ধ করে দেন।
advertisement
advertisement
ভারতের আচরণ নিয়ে রেফারির কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড।  মঙ্গলবার টুর্নামেন্টের আগে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আট দলের অধিনায়করা। সেই সময় অবশ্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে করমর্দন করেন সূর্যকুমার যাদব। আবার মঞ্চ ছাড়ার সময় পাকিস্তানি অধিনায়ক আঘার সঙ্গেও করমর্দন করেন তিনি।
অনেকেরই হয়তো মনে আছে, অপারেশন সিঁদুরের সময় নকভি ভারতের ওপর পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন। সেই তাঁর সঙ্গে সূর্যের করমর্দনের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচার পেতেই তৈরি হয়েছিল বিতর্ক।
advertisement
আরও পড়ুন- সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
এদিন পাকিস্তানিদের সঙ্গে হাত না মেলানো প্রসঙ্গে সূর্য বলেন, ‘আমরা এখানে আসার সময়ই সিদ্ধান্ত নিয়েছিলাম যে খেলতেই আসছি। আমরা ভারতীয় ক্রিকেট বোর্ড ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা একমত।’ অর্থাৎ, সূর্যের কথাই স্পষ্ট বোঝা যায়, হাত না মেলানোর সিদ্ধান্ত তাঁর বা দলের নয়। নির্দেশ পেয়েছিল বিসিসিআই। সেই নির্দেশ বোর্ড জানিয়ে দেয় দলকে। আর ওপর তলার নির্দেশ বলতে এখানে কে, তা হয়তো আর বলে দিতে হয় না!
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Pak Handshake Issue: 'ওপর' থেকে এসেছিল নির্দেশ! কেন পাকিস্তানিদের সঙ্গে হাত মেলায়নি ভারতীয় ক্রিকেটাররা, জানা গেল 'আসল' কারণ
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি!
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement