ঘোষিত স্কোয়াডে নাম নেই রোহিত ও কোহলির! মাঠে ফেরা পিছিয়ে গেল দুই মহাতারকার

Last Updated:

Rohit Sharma, Virat Kohli: ভারতীয় ‘এ’ দলের হয়ে আসন্ন তিনটি একদিনের ম্যাচে অংশ নিচ্ছেন না দুই তারকা ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। বিসিসিআই ১৪ সেপ্টেম্বর এক্স -এ একটি পোস্টে ম্যাচগুলির স্কোয়াড ঘোষণা করে।

News18
News18
ভারতীয় ‘এ’ দলের হয়ে আসন্ন তিনটি একদিনের ম্যাচে অংশ নিচ্ছেন না দুই তারকা ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। বিসিসিআই ১৪ সেপ্টেম্বর এক্স -এ একটি পোস্টে ম্যাচগুলির স্কোয়াড ঘোষণা করে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। প্রথম ম্যাচটি হবে ৩০ সেপ্টেম্বর, যেখানে রজত পাতিদার নেতৃত্ব দেবেন। বাকি দুটি ম্যাচে অধিনায়কের দায়িত্বে থাকবেন তিলক বর্মা।
তিলক বর্মা প্রথম ম্যাচে অংশ নিতে পারবেন না, কারণ তিনি এশিয়া কাপ ২০২৫-এ জাতীয় দলের হয়ে খেলছেন। তার পরিবর্তে তরুণ ব্যাটার রজত পাতিদার প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন। আইপিএল ২০২৫-এ দুর্দান্ত পারফরম্যান্সের কারণে আলোচনায় আসা প্রিয়াংশ আর্যও প্রথম ম্যাচের দলে সুযোগ পেয়েছেন। তিনি দিল্লির উদীয়মান প্রতিভা এবং পঞ্জাব কিংসের হয়ে নজরকাড়া ব্যাটিং করেছেন।
advertisement
গুরজপনিত সিং, আয়ূষ বাদোনি, সূর্যাংশ শেঠগে, নিসান্ত সিন্ধু, প্রভসিমরন সিং ও অভিষেক পোড়েল – এই ছয়জন খেলোয়াড় তিনটি ম্যাচেই ভারত ‘এ’ দলের অংশ হবেন। তিলকের মতো অভিষেক শর্মা, হর্ষিত রানা ও অর্শদীপ সিং প্রথম ম্যাচে খেলবেন না, তবে পরের দুই ম্যাচে তারা দলে থাকবেন। দলের গঠন দেখে বোঝা যায়, নির্বাচকরা তরুণ প্রতিভাদের আরও বেশি আন্তর্জাতিক অভিজ্ঞতা দিতে চাচ্ছেন।
advertisement
advertisement
এর আগে গুজব ছড়িয়েছিল, অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওডিআই সিরিজের আগে বিরাট কোহলি ও রোহিত শর্মা ভারত ‘এ’ দলের হয়ে খেলবেন। কিন্তু বাস্তবে তারা কোনো ম্যাচেই অংশ নিচ্ছেন না। সর্বশেষ তারা খেলেছেন মার্চ ২০২৫-এ, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। সেই ম্যাচে রোহিতের ৭৬ রানের ইনিংস ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
advertisement
এই সিরিজটি তরুণ ক্রিকেটারদের জন্য বড় সুযোগ, যেখানে তারা নিজেদের সামর্থ্য প্রমাণ করতে পারবে। ঘরোয়া ক্রিকেট ও আইপিএল পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত হওয়া খেলোয়াড়দের জন্য এটি জাতীয় দলের দুয়ারে পৌঁছানোর একটি সিঁড়ি হয়ে উঠতে পারে। ফলে এই সিরিজ ঘিরে তরুণ ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
বাংলা খবর/ খবর/খেলা/
ঘোষিত স্কোয়াডে নাম নেই রোহিত ও কোহলির! মাঠে ফেরা পিছিয়ে গেল দুই মহাতারকার
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি!
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement