Sikkim Tourism: সিকিম ভ্রমণে খুলে গেল নতুন দিগন্ত, পর্যটকদের সুখবর দিয়ে চালু হল নতুন অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল, জানুন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
সকাল থেকেই ভিড় জমল হোটেল, ট্রাভেল এজেন্সি, হোমস্টের উদ্যোক্তাদের। B2B সেশন-এ মুখোমুখি হলেন স্থানীয় ব্যবসায়ীরা আর আন্তর্জাতিক ট্যুর অপারেটররা।
<strong>সিকিম, ঋত্বিক ভট্টাচার্য</strong>: গ্যাংটকের হাওয়া তখনও ভিজে টানা বৃষ্টির ছোঁয়ায়। তবু শনিবার সকালে শহরের এক প্রান্তে জমল উৎসবের আমেজ। রঙিন পোশাকে অতিথিদের ভিড়, পাহাড়ি ঢোলের তালে তাল মিলিয়ে শুরু হল তৃতীয় কাঞ্চনজঙ্ঘা আন্তর্জাতিক পর্যটন সম্মেলন। দুই দিনের এই জমায়েত শুধু পর্যটনের আলোচনা নয়, পূর্ব হিমালয়ের জন্য এক নতুন অধ্যায় লিখল।
advertisement
মঞ্চে উঠে আসেন সিকিমের পর্যটনমন্ত্রী শ্রী চেরিং থেন্ডুপ ভুটিয়া। পাশে রাজ্যের দিকপাল নেতারা, আমন্ত্রিত অতিথি আর দেশ-বিদেশের পর্যটন বিশেষজ্ঞরা। ভুটান থেকে পশ্চিমবঙ্গ, আবার রাজধানীর পর্যটন দফতরের প্রাক্তন শীর্ষকর্তা— সকলে যেন এক সুতোয় বাঁধা। আতিথেয়তার দায়িত্ব নিল স্থানীয় হোটেল চেইন, আর সহযোগিতায় ছিল Incredible India।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement
শেষ দিনে, সকাল থেকেই ভিড় জমল হোটেল, ট্রাভেল এজেন্সি, হোমস্টের উদ্যোক্তাদের। B2B সেশন-এ মুখোমুখি হলেন স্থানীয় ব্যবসায়ীরা আর আন্তর্জাতিক ট্যুর অপারেটররা। কোথাও পাহাড়ি হোমস্টের ছবি দেখিয়ে চুক্তি পাকা, কোথাও আবার বড় রিসর্টের সঙ্গে নতুন প্যাকেজ নিয়ে আলোচনা। যেন ছোট্ট গ্যাংটক শহর হয়ে উঠল বৈশ্বিক বাজারের মিলনমেলা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement