হোম /খবর /খেলা /
আফগানদের বিরুদ্ধে বড় জয়, এবার কি ভারতের সেমিফাইনাল খেলার সম্ভাবনা আছে?

T20 World Cup 2021 Points Table: আফগানদের বিরুদ্ধে বড় জয়, এবার কি ভারতের সেমিফাইনাল খেলার সম্ভাবনা আছে?

India's Chances In Icc T-20 World Cup 2021: বড় জয় তো এল শেষমেশ। লাভ হল কী? তবে এখনও আশা রয়েছে। ভারত সেমিফাইনাল খেলতে পারে।

  • Last Updated :
  • Share this:
শেষ পর্যন্ত জয় এল। এতদিনে হয়তো হাফ ছেড়ে বাঁচলেন বিরাট কোহলি। টি-২০ বিশ্বকাপে টানা দুটি ম্যাচে হারের পর শেষ পর্যন্ত আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেল টিম ইন্ডিয়া। তবে এই জয়ে কি কোহলিদের সত্যিই কিছু লাভ হল! ভারতীয় দল কি চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারবে! শেষ পর্যন্ত জয় এল। এতদিনে হয়তো হাফ ছেড়ে বাঁচলেন বিরাট কোহলি। টি-২০ বিশ্বকাপে টানা দুটি ম্যাচে হারের পর শেষ পর্যন্ত আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেল টিম ইন্ডিয়া। তবে এই জয়ে কি কোহলিদের সত্যিই কিছু লাভ হল! ভারতীয় দল কি চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারবে!এদিন আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে কিছুটা লাভ হয়েছে ভারতের। নেট রান রেট-এর হিসাবে ভারত এখন কিছুটা ভাল জায়গায় রয়েছে। ভারতের নেট রান রেট এখন +০.০৭৩। তবে এখনও গ্রুপ ২-এর চার নম্বরে রয়েছে ভারত। এদিন আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে কিছুটা লাভ হয়েছে ভারতের। নেট রান রেট-এর হিসাবে ভারত এখন কিছুটা ভাল জায়গায় রয়েছে। ভারতের নেট রান রেট এখন +০.০৭৩। তবে এখনও গ্রুপ ২-এর চার নম্বরে রয়েছে ভারত।গ্রুপ-২-এর এক নম্বরে থাকা পাকিস্তান ইতিমধ্যে সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলেছে। দুই ও তিনে রয়েছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। কিইয়িদের নেট রান রেট +০.৮১৬। অন্যদিকে আফগানিস্তানের নেট রান রেট +১.৪৮১। গ্রুপ-২-এর এক নম্বরে থাকা পাকিস্তান ইতিমধ্যে সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলেছে। দুই ও তিনে রয়েছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। কিইয়িদের নেট রান রেট +০.৮১৬। অন্যদিকে আফগানিস্তানের নেট রান রেট +১.৪৮১।ভারত বাকি দুটি ম্যাচ জিতলে মোট পয়েন্ট হবে ৬। অন্যদিকে নিউ জিল্যান্ড ইতিমধ্যে ৪ পয়েন্ট পেয়েছে। তারা বাকি দুটি ম্যাচ জিতে গেলে তাদের পয়েন্ট হবে ৮। সেক্ষেত্রে কোহলিদের শেষ চারে যাওয়ার আর কোনও আশা নেই। আফগানিস্তানের পয়েন্ট এখন ৪। ভারত বাকি দুটি ম্যাচ জিতলে মোট পয়েন্ট হবে ৬। অন্যদিকে নিউ জিল্যান্ড ইতিমধ্যে ৪ পয়েন্ট পেয়েছে। তারা বাকি দুটি ম্যাচ জিতে গেলে তাদের পয়েন্ট হবে ৮। সেক্ষেত্রে কোহলিদের শেষ চারে যাওয়ার আর কোনও আশা নেই। আফগানিস্তানের পয়েন্ট এখন ৪।ভারতকে পরবর্তী দুটি ম্যাচ অবশ্যই জিততে হবে। অন্যদিকে আফগানিস্তান বা নামিবিয়ার কাছে হারতে হবে নিউ জিল্যান্ডকে। তা হলে নিউ জিল্যান্ডের পয়েন্ট হবে ৬। ভারত ওদিকে বাকি দুটি ম্যাচ জিতে থাকবে ৬ পয়েন্টে। আবার নিউ জিল্যান্ডকে হারাতে পারলে আফগানিস্তানেরও ৬ পয়েন্ট হবে। সেক্ষ্ত্রে নেট রান রেট নির্ণায়ক হয়ে দাঁড়াবে। ভারতকে পরবর্তী দুটি ম্যাচ অবশ্যই জিততে হবে। অন্যদিকে আফগানিস্তান বা নামিবিয়ার কাছে হারতে হবে নিউ জিল্যান্ডকে। তা হলে নিউ জিল্যান্ডের পয়েন্ট হবে ৬। ভারত ওদিকে বাকি দুটি ম্যাচ জিতে থাকবে ৬ পয়েন্টে। আবার নিউ জিল্যান্ডকে হারাতে পারলে আফগানিস্তানেরও ৬ পয়েন্ট হবে। সেক্ষ্ত্রে নেট রান রেট নির্ণায়ক হয়ে দাঁড়াবে।
Published by:Suman Majumder
First published:

Tags: ICC T20 World Cup, ICC T20 World Cup 2021, India vs Afghanistan