কলকাতা : আর মাত্র একটা ম্যাচ! জিততে পারলেই বিশ্বকাপ ট্রফি ভারতের!
ভারতের টি২০ দলের নেতৃত্বে থাকা সুর্যকুমার যাদব মহিলা ক্রিকেট দলের জন্য এক বিশেষ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের আগে।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বছরের পর বছর ধরে চলা আধিপত্যের অবসান ঘটিয়ে, এ বার এক নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেতে চলেছে মেয়েদের ক্রিকেট! কারণ ভারত ও দক্ষিণ আফ্রিকার মহিলা দল তাদের প্রথম মহিলা ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জয় করার পথে।
ফাইনালের আগে সাংবাদিকদের সামনে এসে ভারতের অধিনায়ক হরমনপ্রীত বলেছেন, ”আমরা জানি হারলে কেমন লাগে। কিন্তু জয়ের অনুভূতি কেমন হয়, সেটা দেখার জন্য আমরা এবার অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি, রবিবার আমাদের জন্য একটি বিশেষ দিন। আমরা কঠোর পরিশ্রম করেছি। আশা রাখছি আগামিকাল সব ঠিকঠাক হবে।”
২০০৫, ২০১৭। দু’বার অল্পের জন্য হাতছাড়া হয়েছে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি। দু’বারই ফাইনালে উঠে হারতে হয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দলকে। তার মধ্যে ২০১৭ সালে লর্ডসের সেই ফাইনালে ভারতীয় দলে ছিলেন হরমনপ্রীত কউর। তিনিই এখন ভারতের অধিনায়ক।
২০২৫-এ দাঁড়িয়েও তিনি ফিরে যাচ্ছেন আট বছর আগের সেই দিনে। এবার হরমনপ্রীত যেন নিজেকেই বলছেন, আর ফাইনালে হারতে চান না। নবি মুম্বইয়ে বিশ্বকাপ ফাইনালে হরমনপ্রীতদের প্রতিপক্ষ আজ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হারাতে পারলেই প্রথমবার বিশ্বজয়ের ট্রফি পাবে ভারত।
আরও পড়ুন- অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের দাপটের দিন শেষ! রবিবার বিশ্ব ক্রিকেট পাবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন!
২০০৫ সালে অস্ট্রেলিয়া, ২০১৭ সালে ইংল্যান্ডের কাছে হেরে গিয়ে রানার্স আপ হওয়ার পর এ বার নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে উঠেছে ভারত। ২০২২ সালে কমনওয়েলথ গেমসের সোনার ম্যাচে অজিদের কাছে হেরে গিয়েছিল ভারত। ফলে সেমিফাইনালে ভারত কিন্তু এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে একপ্রকার প্রতিশোধই নিয়েছিল।
ফাইনালের চাপ সামলে বড় পার্টনারশিপ গড়ছেন শেফালি ও স্মৃতি। ৯ ওভারে শেষে ভারত বিনা উইকেটে ৬৩।
বিশ্বকাপ ফাইনালে ওপেনিং জুটিতে ৫০ রানের পার্টনারশিপ করলেন শেফালি ভার্মা ও স্মৃতি মন্ধনা। ৭ ওভার শেষে ভারত ৫১।
দুরন্ত ব্যাটিং করছেন শেফালি ও স্মৃতি। ৫ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৪৫।
মারিজেন কাপের পঞ্চম ওভারে পরপর দুটি চার মারলেন শেফালি ভার্মা। ৫ ওভার শেষে ভারত বিনা উইকেটে ৩১।
শেফালি ভার্মা ও স্মৃতি মন্ধনার ভালো শুরু। ৪ ওভারে শেষে ভারতের স্কোর বিনা উইকেট ২২।
তৃতীয় ওভারে ছন্দে ফিরলেন স্মৃতি মন্ধনা। কাপের শেষ বলে স্কোয়ার কাটে মারলেন চোখ ধাঁধানো চার।
দ্বিতীয় ওভারের প্রথম বলেই চার মারলেন শেফালি ভার্মা। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৭।
মারিজেন কাপের প্রথম ওভারে সাবধানী ব্যাটিং স্মৃতি মন্ধনার। ৬টি বল ঠান্ডা মাথায় ব্যাটিং। প্রথম ওভারে শেষে খাতা খোলেনি ভারতের।
ভারতের প্রথম একাদশ: শেফালি ভার্মা, স্মৃতি মন্ধানা, জেমাইমা রড্রিগেস, হরমনপ্রীত কউর (অধিনায়ক), দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), আমনজোত কউর, রাধা যাদব, ক্রান্তি গৌড়, শ্রী চার্নি এবং রেনুকা সিং ঠাকুর।
দক্ষিণ আফ্রিকার একাদশ: লরা উলভার্ড (অধিনায়ক), তাজমিন ব্রিটস, অ্যানেকে বোশ, সুনে লুস, মারিজান ক্যাপ, সিনালো জাফতা (উইকেটকিপার), অ্যানরি ডার্কসেন, ক্লো ট্রায়ন, নাদিন ডি ক্লার্ক, আয়াবোঙ্গা খাকা এবং ননকুলুলেকো ম্লাবা।
ফাইনালে টস জিতল দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি ম্যাচ। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত প্রোটিয়াদের।
বৃষ্টি থেমেছে মুম্বইতে। মাঠে নেমেছে সুপার সপার। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মাঠ প্রস্তুত করার কাজ।
ফের বৃষ্টি শুরু মুম্বইতে। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে উইকেট ঢাকা। বৃষ্টি কমার পর ম্যাচ অফিসিয়ালসরা মাঠ পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
মহিলা বিশ্বকাপের ফাইনালের বৃষ্টির কারণে দেরিতে টস। নির্ধারিত সময়ের আগে বৃষ্টি নামে মুম্বইতে। বৃষ্টি কমলেও মাঠ এখনও প্রস্তুত নয়। তাই পিছিয়ে গেল টস।
মুম্বইতে কমল বৃষ্টি। বেলা ৩টেয় হবে বিশ্বকাপ ফাইনালের টস। ম্যাচ শুরু হবে ৩.৩০ মিনিটে।
ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে মহিলা বিশ্বকাপ ফাইনালের আগে খারাপ খবর। মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টসের কিছুক্ষণ আগে নবি মুম্বইতে প্রবল বৃষ্টিপাত। গ্রাউন্ড স্টাফরা মাঠটি পুরোপুরি ঢেকে ফেলেছে। বৃষ্টির কারণে টস বিলম্বিত হতে পারে।