IND W vs SA W Final : নতুন ইতিহাস লিখল ভারতের মেয়েরা, প্রোটিয়াদের ৫২ রানে হারিয়ে বিশ্বজয়

Last Updated:

IND W vs SA W Final : এ বার এক নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেতে চলেছে মেয়েদের ক্রিকেট! কারণ ভারত ও দক্ষিণ আফ্রিকার মহিলা দল তাদের প্রথম মহিলা ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জয় করার পথে।

News18
News18

কলকাতা : আর মাত্র একটা ম্যাচ! জিততে পারলেই বিশ্বকাপ ট্রফি ভারতের!

ভারতের টি২০ দলের নেতৃত্বে থাকা সুর্যকুমার যাদব মহিলা ক্রিকেট দলের জন্য এক বিশেষ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের আগে।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বছরের পর বছর ধরে চলা আধিপত্যের অবসান ঘটিয়ে, এ বার এক নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেতে চলেছে মেয়েদের ক্রিকেট! কারণ ভারত ও দক্ষিণ আফ্রিকার মহিলা দল তাদের প্রথম মহিলা ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জয় করার পথে।

ফাইনালের আগে সাংবাদিকদের সামনে এসে ভারতের অধিনায়ক হরমনপ্রীত বলেছেন, ”আমরা জানি হারলে কেমন লাগে। কিন্তু জয়ের অনুভূতি কেমন হয়, সেটা দেখার জন্য আমরা এবার অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি, রবিবার আমাদের জন্য একটি বিশেষ দিন। আমরা কঠোর পরিশ্রম করেছি। আশা রাখছি আগামিকাল সব ঠিকঠাক হবে।”

২০০৫, ২০১৭। দু’বার অল্পের জন্য হাতছাড়া হয়েছে ওয়ানডে বিশ্বকাপ ট্রফিদু’বারই ফাইনালে উঠে হারতে হয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দলকে। তার মধ্যে ২০১৭ সালে লর্ডসের সেই ফাইনালে ভারতীয় দলে ছিলেন হরমনপ্রীত কউর। তিনিই এখন ভারতের অধিনায়ক

২০২৫-এ দাঁড়িয়েও তিনি ফিরে যাচ্ছেন আট বছর আগের সেই দিনে। এবার হরমনপ্রীত যেন নিজেকেই বলছেন, আর ফাইনালে হারতে চান না। নবি মুম্বইয়ে বিশ্বকাপ ফাইনালে হরমনপ্রীতদের প্রতিপক্ষ আজ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হারাতে পারলেই প্রথমবার বিশ্বজয়ের ট্রফি পাবে ভারত।  

আরও পড়ুন- অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের দাপটের দিন শেষ! রবিবার বিশ্ব ক্রিকেট পাবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন!

২০০৫ সালে অস্ট্রেলিয়া, ২০১৭ সালে ইংল্যান্ডের কাছে হেরে গিয়ে রানার্স আপ হওয়ার পর এ বার নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে উঠেছে ভারত। ২০২২ সালে কমনওয়েলথ গেমসের সোনার ম্যাচে অজিদের কাছে হেরে গিয়েছিল ভারত। ফলে সেমিফাইনালে ভারত কিন্তু এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে একপ্রকার প্রতিশোধই নিয়েছিল

Nov 03, 202512:03 AM IST

ভারতের বিশ্বজয়

২৪৬ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। প্রথমবার বিশ্বজয় ভারতের মেয়েদের। ইতিহাসের পাতায় হরমনপ্রীত কউরের দল। ৫২ রানে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া।

Nov 03, 202512:00 AM IST

নবম উইকেট পড়ল দক্ষিণ আফ্রকার

নবম উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার। রান আউট হলেন খাকা। জয়ের জন্য ভারতের দরকার ১ উইকেট, দক্ষিণ আফ্রিকার দরকার ৫৩ রান।

Nov 02, 202511:44 PM IST

অষ্টম উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার

নিজের চতুর্থ শিকার করলেন দীপ্তি শর্মা। ট্রায়ন আউট হলেন ৯ রান করে।

advertisement
Nov 02, 202511:40 PM IST

আউট উলভার্ট

যে উইকেট সবথেকে দরকার ছিল অবশেষে পেল ভারত। বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ আউট হলেন শতরানকারী। দীপ্তি শর্মার বলে অনবদ্য ক্যাচ নিলেন অমনজ্যোৎ কউর।

Nov 02, 202511:34 PM IST

উলভার্টের সেঞ্চুরি

৯৬ বলে নিজের শতরান পূরণ করলেন উলভার্ট। শতরানের পর কোনও সেলিব্রেশন করলেন না প্রোটিয়া তারকা।

Nov 02, 202511:32 PM IST

ষষ্ঠ উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার

ফের ম্যাচে ফিরল ভারত। দীপ্তি শর্মার বলে বোল্ড হলেন ডের্কসেন। ২০০৯ রানে ৬ উইকেট দক্ষিণ আফ্রিকা।

advertisement
Nov 02, 202511:24 PM IST

৩৭ ওভারে ১৯৪ দক্ষিণ আফ্রিকা

উইকেট নেওয়াক চেষ্টা করে যাচ্ছে ভারত। উল্টোদিকে এগিয়ে চলেছে প্রোটিয়াদের ইনিংস। ৩৭ ওভারে ৫ উইকেটে ১৯৪।

Nov 02, 202511:16 PM IST

ফের পার্টনারশিপ গড়ছে উলভার্ট ও ডের্কসেন

ফের চাপ বাড়ছে ভারতের উপর। ফের পার্টনারশিপ গড়ছে উলভার্ট ও ডের্কসেন। ৩৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৮৩ রানে ৫ উইকেট।

Nov 02, 202510:53 PM IST

পঞ্চম উইকেটের পতন দক্ষিণ আফ্রিকার

দীপ্তি শর্মা ভাঙলেন প্রোটিয়াদের আরও একটি পার্টনারশিপ। ১১ রান করে আউট হলেন জাফতা। ১৪৯ রানে ৫ উইকেট দক্ষিণ আফ্রিকা।

advertisement
Nov 02, 202510:52 PM IST

২৭ ওভরে ১৩৮ দক্ষিণ আফ্রিকা

লড়াই চালিয়ে যাচ্ছেন উলভার্ট। তাকে সঙ্গ দিচ্ছেন জাফতা। ২৭ ওভার শেষে ১৩৮ রানে ৪ উইকেটে দক্ষিণ আফ্রিকা।

Nov 02, 202510:29 PM IST

শেফালির দ্বিতীয় উইকেট

পরপর ২ ওভারে দুটি উইকেট নিলেন শেফালি ভার্মা। লুসের উইকেটের পর এবার মারিজান কাপের উইকেট শিকার করলেন শেফালি। ১২৩ রানে ৪ উইকেট দক্ষিণ আফ্রিকা।

Nov 02, 202510:23 PM IST

তৃতীয় উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার

ব্যাটে কামাল দেখানোর পর বল হাতে ম্যাজিক দেখালেম শেফালি ভার্মা। উলভার্ট ও লুসের মধ্যে গড়ে ওঠা পার্টনারশিপ ভাঙলেন শেফালি। ২৫ রানে সাজঘরে ফেরত পাঠালেন লুসকে। ২১ ওভারে শেষে ১১৮ রানে ২ উইকেট দক্ষিণ আফ্রিকা।

advertisement
Nov 02, 202510:19 PM IST

২০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ১১৩

উলভার্টের ব্যাটে ক্রমশ চাপ বাড়ছে ভারতের উপর। ২০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১১৩ রানে ২ উইকেট।

Nov 02, 202510:09 PM IST

উলভার্টের হাফ সেঞ্চুরি

ফাইনালে অনবদ্য হাফ সেঞ্চুরি। ১৭ ওভারে ৯৫ রানে ২ উইকেট দক্ষিণ আফ্রিকা।

Nov 02, 20259:59 PM IST

১৫ ওভার শেষে ৭৫ দক্ষিণ আফ্রিকা

২ উইকেট পড়লেও চিন্তা বাড়াচ্ছেন উলভার্ট। ঝোড়ো ইনিংস খেলছেন উলভার্ট। ১৫ ওভার শেষে ২ উইকেটে ৭৮ ৭৫ দক্ষিণ আফ্রিকা।

advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
IND W vs SA W Final : নতুন ইতিহাস লিখল ভারতের মেয়েরা, প্রোটিয়াদের ৫২ রানে হারিয়ে বিশ্বজয়
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement