টি২০ ক্রিকেটে সব থেকে বড় জয় ভারতের, ১৮ বছরে এমন দুরবস্থা হয়নি নিউজিল্যান্ডের
- Published by:Suman Majumder
Last Updated:
Ind vs Nz 3rd T20: এত বড় জয় এর আগে পায়নি ভারতীয় দল। নিউজিল্যান্ডের এত করুণ অবস্থা কেন!
আহমেদাবাদ: শুভমান গিলের সেঞ্চুরির দৌলতে টি-টোয়েন্টি সিরিজের দখল নিল ভারতীয় দল। বুধবার টি২০ সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ১৬৮ রানে হারিয়েছে ভারত।
রানের নিরিখে এটাই ভারতের সবচেয়ে বড় জয়। প্রথমে ব্যাট করে ভারত করেছিল ২৩৪। নিউজিল্যান্ড শেষ হয়ে যায় মাত্র ৬৬ রানে। এর আগে ২০১৮ সালে আয়ারল্যান্ডকে ১৪৩ রানে হারিয়েছিল টিম ইন্ডিয়া। এবার কিউয়িদের বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারতীয় দল।
টি-টোয়েন্টি ক্রিকেটে শুভমান গিল প্রথম সেঞ্চুরি করলেন। বিশ্বের সব থেকে বড় স্টেডিয়ামে ভারত প্রথমে ব্য়াটিং করে ৪ উইকেটে ২৩৪ রান করে। ৬৩ বলে অপরাজিত ১২৬ রান করেন গিল। ১২টি চার ও ৭টি ছক্কা হাঁকান তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন- ঝাড়খন্ডকে চেপে ধরেছে বাংলা, রান পেলেন অভিমুন্য, সুদীপ, ভাল লিড দ্বিতীয় দিনে
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১২.১ ওভারে ৬৬ রানে গুটিয়ে যায়। এর আগে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। ২০২৩ সালের শুরুতেই ভারত টানা চতুর্থ সিরিজ জিতে ফেলল। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও জিতেছে টিম ইন্ডিয়া।
advertisement
নিউজিল্যান্ডের মাত্র ২১ রানে ৫ উইকেট পড়ে যায়। দুই অঙ্ক ছুঁতে পারেননি দলের ৯ জন ব্যাটার। সর্বোচ্চ ৩৫ রান করেন ড্যারিল মিচেল। ৪ উইকেট নেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এছাড়া ফাস্ট বোলার আর্শদীপ সিং, উমরান মালিক এবং শিবম মাভি ২টি করে উইকেট পেয়েছেন।
আরও পড়ুন- আমেদাবাদে টস জিতে ব্যাট করবে ভারত, চাহালের জায়গায় দলে এলেন উমরান
স্যান্টনারের বলে সিঙ্গলস নিয়ে গিল তাঁর কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি করেন ৩৫ বলে। এর পর ৫৪ বলে সেঞ্চুরি করেন তিনি। ২০২৩-এর শুরুটা ভালই হল শুভমানের। এর আগে একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। এবার টি২০ ক্রিকেটে সেঞ্চুরি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 01, 2023 10:43 PM IST










